অনেক প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সেই ক্ষণটি চালু করলো ওডেস্ক। আশা করা যাচ্ছে ওডেস্ক বাংলাদেশী কনট্রাকটররা এবার কাজ করে আরামেই টাকা পাবেন।
হ্যাঁ, এখন থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা নেয়া সম্ভব হবে। ওয়্যার ট্রান্সফার দিয়ে আগেও বাংলাদেশীরা টাকা আনতে পারতো। তবে সেক্ষেত্রে খরচ হতো ত্রিশ ডলার। বর্তমানে খরচ হবে ৪.৯৯ ডলার মাত্র।
তবে সমালোচকরা বলছেন এটাও অনেক বেশী। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ এই সুবিধা ভোগ করতে পারছে মাত্র ০.৯৯ ডলারের বিনিময়ে।
তবুও ভালো আমাদের জন্য। কারণ পেপাল না থাকার কারণে সবাই নির্ভরশীল ছিলো মানিবুকার্স (বর্তমানে স্ক্রিল) এবং পেয়োনিয়ার মাস্টারকার্ডের উপর। যার খরচ আরও বেশি এবং সময়সাপেক্ষ ছিলো।
ওয়্যার ট্রান্সফার-এর মাধ্যমে টাকা পাওয়া যায় তাৎক্ষণিক। মাস দু’য়েক আগে ওডেস্ক দশ জন ওডেস্ক কনট্রাকটরের মাধ্যমে এই সিস্টেমটি টেস্ট করে। যার মধ্যে আমি নিজেও ছিলাম।
ব্রাক ব্যাংক-এ ১০ ডলার উইথড্র করে ওডেস্ক আমার ওডেস্ক একাউন্ট থেকে। যেখানে রেট পাওয়া যায় ৮১.৭৫ টাকা করে। আমরা ১০ জন-ই সেটিসফাইড ছিলাম।
সে সময় ব্যাপারটি ওডেস্কের পক্ষ থেকে ফ্লাশ করা নিষেধ ছিলো বলে কারও সাথে শেয়ার করা সম্ভব হয়নি।
আশা করি এখন সবাই নিজের ব্যাংক একাউন্ট ওডেস্ক একাউন্টে এড করে খুব সহজেই নিজের অর্জিত টাকা ক্যাশ করতে পারবেন।
লেখাটি খুব দ্রুত লিখলাম বলে বেশ কিছু অসামঞ্জস্যতা থাকা স্বভাবিক। ক্ষমাসুন্দর দৃষ্টিতে সবাই পড়বেন বলেই আশা করি।
ভালো লাগা, মন্দ লাগা জানাতে ভুলবেন না কিন্তু! ভালো থাকুন, সাথে থাকুন…
0 comments:
Post a Comment