গত ১৮ জানুয়ারি তে আমি ওডেস্ক থেকে ৮৫ ডলার মানিবুকার্সে পাঠাই। ফী হিসেবে
১ ডলার কেটে ৮৪ ডলার আমার অ্যাকাউন্টে জমা হওয়ার কথা। যখন ওডেস্ক থেকে
ট্রান্সফার কমপ্লিট হল, একটা মেসেজ পেলাম যে ২ ঘন্টার মধ্যে এই অ্যামাউন্ট
মানিবুকার্সে জমা হবে। কিন্তু আজ ৭ দিনেও সেটা হয়নি। যারা এই ট্রান্সফার
সম্পর্কে ভাল জানেন তাঁদের কাছে আমার জিজ্ঞাসা- ওডেস্ক থেকে মাবু'তে টাকা
আসতে কতদিন লাগে বা লাগতে পারে? প্রথম ট্রান্সফারে সময় বেশি লাগার মত কোন
ব্যাপার আছে কি? আমি এর আগে মাইক্রোওয়ার্কার্স থেকে মাবু'তে টাকা
পাঠিয়েছিলাম কিন্তু এত সময় বোধহয় লাগেনি। কাহিনী ক্লিয়ার না। কেউ একটু
বিশদে বলবেন? কনফিউশন থেকে তো টেনশন ধরে যাচ্ছে!!!!
***মানিবুকার্সে ডলার ট্রান্সফার..__BY: Shohag.***
Posted by Monir Hossain
On 1:52:00 am
| No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment