আমি আজ ওডেস্ক এ টিম গঠন করা যায় কিভাবে তা আলোচনা করবো টিম গঠন করার অর্থ হলো আপনি একাধিক 
জনকে হায়ার করতে পারবেন 
হায়ার করার সুবিধা হলো আপনি একটা কাজ বায়ার এর কাছ থেকে নিয়েছেন কিন্তু একা করতে পারছেন না তখন আপনার হায়ার করা যদি একজন থাকে তবে 
দুজন মিলেই কাজটা শেষ করতে পারবেন আপনি যত খুশি তত জনকে হায়ার করতে পারবেন আপনার যদি একটা টিম গঠন করার ইচ্ছা থাকে তাহলে ১০-১৫ জনকে 
হায়ার করে একসাথে কাজ করতে পারবেন আপনারা সরাসরি এই লিঙ্ক থেকে ওডেস্ক এ চলে যান তারপর হায়ার এ ক্লিক করুন এবং আপনার পছন্দ মতো হায়ার করুন 
তখন ওডেস্ক টিম সফটওয়্যার এর সাহায্যে কাজ করতে পারবেন এতে আপনার ডলার সরাসরি আপনার ওডেস্ক একাউন্টে যোগ হবে যাদের ওডেস্ক এ একাউন্ট নেই 
তারা এখান থেকে ওডেস্ক এ তারাতারি একাউন্ট করে ।যারা ওডেস্ক এ কাজ দিতে চান তারা ওডেস্ক এ যে কোনো কাজ দিয়ে পারবেন এর জন্য আপনাকে ওডেস্ক  এ 
একটা একাউন্ট থাকতে হবে ।এবং পোস্ট এ জব এ ক্লিক করে ওডেস্ক থেকে কাজ করে নিতে পারবেন ।আবার একই ভাবে বায়ার  ওডেস্ক এ কর্মীকে 
হায়ার করে কাজ করে নেবার জন্য ।

পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন আরো ভালো পোস্ট দিয়ে চেষ্টা করবো 
সবাই ভালো থাকবেন 

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER