যেসব ব্যবহারকারী শেয়ার বাজারের সাথেও জড়িত আছেন তাদের জন্য কাজে লাগতে পারে ট্রিকস্ টা।
বিনা খরচে এসএমএস (SMS)-এর মাধ্যমে বিভিন্ন খবর পেতে প্রথমেই www.facebook.com/stocktradersblog.net পেজটি Like করুন। তারপর এই পেজের নিচে বাম দিকে "Subscribe to SMS updates" এ ক্লিক করলেই Stock Traders Blog ব্লগে (www.stocktradersblog.net) যে কোন খবর প্রকাশিত হওয়া মাত্র আপনি আপনার মোবাইল-এ পেয়ে যাবেন।
তবে একটা ব্যাপারে বলে রাখা ভালো; এই ব্লগে বেশিরভাগ লেখাই বাংলায় লেখা। তাই এসএমএস-এ নিউজটা পড়তে পারবেন না বেশিরভাগ সময়।
তবে কিছু শর্ত আছে যথারীতি:
  1. আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে
  2. আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে www.facebook.com/mobile এই লিন্ক-এ গিয়ে  (তবে www.facebook.com/mobile এ গেলে গ্রামীণফোন এর নাম লিস্ট এ দেখতে পাবেন না এখনো। বিকল্প পদ্ধতি হলো  "FB" লিখে এসএমএস করুন "2555" নম্বরে)
    • এসএমএস করে রবি এবং বাংলালিংক গ্রাহকরাও মোবাইল ফোন নম্বর ভেরিফাই করতে পারেন। এর জন্য রবি গ্রাহকরা "REG" এবং বাংলালিন্ক গ্রাহকরা "FB" লিখে  "32665" নম্বরে এসএমএস করুন
  3. আপনার মোবাইল নম্বরটি গ্রামীণফোন, রবি কিংবা বাংলালিংক-এর হতে হবে
  4. আরেকটা ব্যাপার না বললেই নয়, আপনি যদি ফেসবুকে লগইন করা অবস্থায় থাকেন তাহলে এসএমএস পাবেন না

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER