যেসব ব্যবহারকারী শেয়ার বাজারের সাথেও জড়িত আছেন তাদের জন্য কাজে লাগতে পারে ট্রিকস্ টা।
বিনা খরচে এসএমএস (SMS)-এর মাধ্যমে বিভিন্ন খবর পেতে প্রথমেই www.facebook.com/stocktradersblog.net পেজটি Like
করুন। তারপর এই পেজের নিচে বাম দিকে "Subscribe to SMS updates" এ ক্লিক
করলেই Stock Traders Blog ব্লগে (www.stocktradersblog.net) যে কোন খবর
প্রকাশিত হওয়া মাত্র আপনি আপনার মোবাইল-এ পেয়ে যাবেন।তবে একটা ব্যাপারে বলে রাখা ভালো; এই ব্লগে বেশিরভাগ লেখাই বাংলায় লেখা। তাই এসএমএস-এ নিউজটা পড়তে পারবেন না বেশিরভাগ সময়।
তবে কিছু শর্ত আছে যথারীতি:
- আপনার একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে
- আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে www.facebook.com/mobile এই লিন্ক-এ গিয়ে (তবে www.facebook.com/mobile এ গেলে গ্রামীণফোন এর নাম লিস্ট এ দেখতে পাবেন না এখনো। বিকল্প পদ্ধতি হলো "FB" লিখে এসএমএস করুন "2555" নম্বরে)
- এসএমএস করে রবি এবং বাংলালিংক গ্রাহকরাও মোবাইল ফোন নম্বর ভেরিফাই করতে পারেন। এর জন্য রবি গ্রাহকরা "REG" এবং বাংলালিন্ক গ্রাহকরা "FB" লিখে "32665" নম্বরে এসএমএস করুন
- আপনার মোবাইল নম্বরটি গ্রামীণফোন, রবি কিংবা বাংলালিংক-এর হতে হবে
- আরেকটা ব্যাপার না বললেই নয়, আপনি যদি ফেসবুকে লগইন করা অবস্থায় থাকেন তাহলে এসএমএস পাবেন না
0 comments:
Post a Comment