https://www.youtube.com/watch?v=plv39mdLFKU&feature=player_embedded

















এলার্টপে কিংবা বর্তমানে payza নিয়ে বর্তমানে অনেকেই চিন্তিত রয়েছেন। কেননা আগে দাম মোটামুটি ভালো পর্যায়ে থাকলেও বর্তমানে বাজারদর খুবই কম। আবার সেল হচ্ছে না তেমন। কারণ হিসেবে যেটি যুক্ত হয়েছে ডলার কাউকে দিয়ে আবার নিজের একাউন্ট এ ফিরিয়ে নিয়ে আসা। যদিও এই পদ্ধতি সময় সাপেক্ষ। তবে খারাপ লোকের ছলের অভাব হয় না। পেজা যদি আপনার ব্যাংক একাউন্ট এ নিয়ে আসতে চান তবে অবশ্যই সেটি ভেরিফাই একাউন্ট হতে হবে। WithdrawFunds এ ক্লিক করুন। Bank Transfer এ ক্লিক করে আপনার পেজা ব্যালেন্স থেকে যে পরিমাণ ডলার ব্যাংক একাউন্ট এ নিয়ে আসবেন সেটি লেখুন। ২য় পর্যায়ে ব্যাংক একাউন্ট দিন। Reason for withdrawal যে কোন একটি দিন। Amount আপনার চাহিদানুসারে। Details (optional) বিধায় সেটি না দিলেও হবে। সবকিছু ঠিক থাকলে পরের ধাপে যান। এগুলো মোটামুটি ভাবে সবাই জানেন।

Exchange information

$156.51 USD
12438.59 BDT
$1.00 USD = 79.4747 Bangladesh Taka

এখানে ব্যাংকের ডলারের লেনদেনের যে রেট রয়েছে সেটি আপনি পাবেন ডলার ব্যাংক এ ট্রান্সফার করার সময়। ঈদের আগে ডলারের বিপরীতে টাকার দর বেশি ছিল আর ডলারের মূল্য ছিল কম তাই ৭৯.৪৭ রেটে পাওয়া গেছে। বর্তমানে সম্ভবত ৮১ করে পাওয়া যাবে। যেদিন আপনি ট্রান্সফার করবেন সেই দিনের রেট দেখে ট্রান্সফার করুন। কারণে ট্রান্সফার করার দিনের রেটেই আপনি পেজার মূল্য পাবেন আপনার একাউন্ট এ।
আর যে কোন ব্যাংক এ ট্রান্সফার করতে পারেন তবে প্রাইভেট ব্যাংক এ দ্রুত পাওয়া যায়। ডাচ বাংলা,ব্রাক ব্যাংক এ ৫-৬ দিন সময় লাগে জমা হতে। আর ব্যাংক এশিয়ায় আসতে দুই দিন লাগে। ব্যাংক এ যে পরিমাণের ডলার আনুন না কেন আপনার ২৪০ টাকা কেটে নিবে। আর রবিবারে করার চেষ্টা করবেন। বাংলাদেশের  কর্মদিবস আর বাহিরের দেশের কর্ম দিবস আলাদা আলাদা। তাই বরিবারে ট্রান্সফার দিলে সপ্তাহের শেষ দুই দিনে টাকা পেয়ে যাবেন।













0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER