Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

এর জন্য প্রথমে আপনাকে  নিচের দেওয়া কোর্ডটি আপনার ব্লগ  sliderber এর Add a  gadget থেকে Html/Java gadget টি নির্বাচন করে কোর্ডটি পেষ্ট করুন।
এবার আপনার এ্যাডে যে ছবি গুলো ব্যবহার করবেন তা ফটোসপ বা অন্য কোন ইমেজ এডিটিং সফটওয়ার দিয়ে রিসাইজ করে 125x125 করে করেনিন। এখন যে কোন ফ্রি ইমেজ হোষ্টিং সাইটে আপনার ইমেজ গুলো আপলোড করুন।
আপনি চাইলে এখান থেকে Photobucketএ একটি অ্যাকাউন্ট খুলে  আপনার ছবি আপলোড করতে পারেন। Photobucket এ আপনার ইমেজ আপলোড করার পর আপনার এ্যালবামটি হবে এই রকম এখানে ক্লিক করুন । এবার আপনার এ্যালবামের ছবিতে মাউস কারসর রাখুন । এখন Direct Link থেকে কপি করে ছবিটি ব্যাবহার করুন।
এরপর   কোর্ডটি লক্ষ করুন
<a href='আপনার সাইট এর URL ঠিকানা এখানে লিখুন'><img alt='' src='এখানে আপনার ছবির URL ঠিকানা লিখুন'/></a>
এভাবে সব কয়টি লাইন পুরন করুন চাইলে প্রয়োজন মত কমাতে/বাড়াতে পারবেন।এবার Save করুন।আপনার ব্লগে এ্যাড গুলো দেখতে পাবেন।

আমার ব্লগের এর এ্যাড নমুনাটি দেখুন এখানে

নিচের এই কোর্ডটি সঠিকভাবে এডিট করুন এবং Html/Java gadget টি নির্বাচন করে কোর্ডটি পেষ্ট করুন

<div>
<div>
<a href=" YOUR URL  HERE "><img alt="" src=" YOUR IMAGE  URL  HERE "/></a>
<a href=" YOUR URL  HERE "><img alt="" src=" YOUR IMAGE  URL  HERE "/></a>
<a href=" YOUR URL  HERE "><img alt="" src=" YOUR IMAGE  URL  HERE "/></a>
<a href=" YOUR URL  HERE "><img alt="" src=" YOUR IMAGE  URL  HERE "/></a>
<a href=" YOUR URL  HERE "><img alt="" src=" YOUR IMAGE  URL  HERE "/></a>
<a href=" YOUR URL  HERE "><img alt="" src=" YOUR IMAGE  URL  HERE "/></a>
<br clear="all"/>
</div></div>
ধন্যবাদ
বন্ধুরা প্রথমে আমার সালাম নিবেন। আশা করি অপনারা সবাই ভালো আছেন ,যারা জানেন তাদের জন্য এই পোষ্ট না যাই হোক কাজের কথায় আসি
এক মিনিট আপনার ব্লগে যুক্ত করুন Related Posts/You might also like অপশন কোনো Html /Template Editing প্রকার ছাড়াই
Demo দেখুন 
প্রদ্ধতি :
01.Open your Blogger Acoount
02.Then Click Here
Next Follow The Picture



Ok Done And See Your  Blog LIKE As

Operator Logo কি ?

Operator Logo হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটি আপনার ফোনের Operator Name ( Robi , Grameen Phone , etc ) এর জায়গায় দেখাবে ।

কিভাবে এটি তৈরি করবেন ?

  • একটি পিকচার নিন , তার পর সেটিকে সরাসরি মেমোরি কার্ডে কপি করুন ( কোন ফোল্ডারে নয় ) । তারপর সেটিকে BlueFTP দিয়ে logo.oplc নামে রিনেম করুন ।
  • এখন Music Player open করুন এবং Music Menu / Options / Downloads / Go To Address এ যান
  • তারপর "rtsp:// " কেটে দিয়েকোনো Space ছাড়া লিখুন file:///e: /logo.oplc এবং Ok করুন এবং তারপর Exit করুন ।
  • এখন "Operator Logo Recieved. Show? Save? " এমন একটা মেসেজ দেখতে পাবেন ।
  • এটিকে Save করুন । কাজ শেষ ।
  • এবার দেখুন অপারেটরের নামের যায়গায় আপনার পিকচারটি ।
  • এটিকে বন্ধ করতে Phone Setting / Display Settings / Operator Logo / Off করে দেন ।
  • আর এটি বদলাতে logo.oplc টিকে অন্য একটি logo দিয়ে replace করুন ।
শুধু মাত্র NOKIA ফোনের জন্য , সব ফোনে কাজ নাও করতে পারে ।
ধন্যবাদ সবাইকে ।
হ্যাঁক দেখে অনেকে ভাবছেন কি করব? আসলে আমি লিখছি কিভাবে আমরা ADOBE  এর বিভিন্ন software কিভাবে   License ছাড়া চালাব। আমরা যারা Adobe এর Software use করি তারা কেও টাকা দিয়ে কিনতে পারিনা, তাই আমি এই Post টা লিখছি, আগে কেও লিখলে বা জানলে Please দূরে চলে যান, আর পরিয়েন্না। না জানলে পড়ুন।
১.প্রথমে অ্যাডোব এর Software এইখান থেকে Free ডাওনলোড করে নেন।
২.এবার Install করুন। ৩০ দিনের Trial ভারসন Install করবেন।
( বিঃ দ্রঃ – মনে রাখবেন Install করার সময় রেজিস্টার করবেন না। )
৩.এবার Install শেষ হলে Close করুন
৪.Computer re-start  করুন।
৫.এবার Software টি open করুন ।
৬.Trial ভারসন অথবা Register চয়েস করতে বললে Trial for 30 days এ ওপেন করুন।
৭.এবার Close করুন।
৮.ফটোশপ ( Adobe photoshop   ) হলে যে এইখান থেকে কোন একটি কী দিয়ে Activate kore nin.
আর ড্রিময়েবার ( Dreamwaber ) বা ফ্ল্যাশ ( Flash ) হলে  এইখান থেকে Download করে Crack ফাইলটা
“C:\Program Files\Adobe\Adobe Dreamweaver CS5″(ড্রিময়েবার এর জন্য ) “C:\Program Files\Adobe\Adobe Flash CS5″( ফ্ল্যাশ এর জন্য )  এর ভিতর যান। তারপর Download  করা ফাইল্টা  কপি করে দেন।
৯.এবার কাজ শেষ , সুবিধা ভোগ করার পালা।
১০. কম্পিউটার Re-start করে নিতে পারেন , তারপর এবার নিশ্চিন্তে ব্যাবহার করুন।
কাজ হলে জানাবেন,
সবাইকে সালাম । আশা করি ভাল আছেন ।
আমরা ( আমি ) অনেকেই ভাবি যদি কম্পিউটার বাংলায় চলত , কি ভালই না হত। সব কিছু বাংলায় দেখতে পাব যে ভাষার অর্জনর জন্য ৩০ লক্ষ্য মানুষ প্রান দিয়েছে ,   আর আমরা তা বাছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি ।আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে যদি দেখতে পান সবকিছু আপনার সেই  প্রিয় মাতৃভাষায়? বেশ মজাই লাগত, তাইনা? কালকে একটি সফটওয়্যার এর খোজ পেয়েছি যা ইন্সটল করলে আপনার  উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পাবেন। এইটা শুধুমাত্র   উইন্ডোজ ৭ এর নতুন ভার্সন এ কাজ করবে , আমি ইন্সটল করেছি । আপ্নিও করতে পারেন
বাংলা সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১.প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে mlc ফাইলটি নামিয়ে নিন.
২.এবার তা ইন্সটল করুন,
৩.ইন্সটল করা শেষ হলে রি-স্টারট করুন আপনার পি।সি.
৪.আপনার ইন্টারফেস বাংলায় পরিবর্তন হয়েছে।
কিছু ছবিঃ
১.Start Menu:

২.ফাইল খোলার সময়ঃ

৩.খালি স্ক্রিন এ মাউস এর ডানবাটন ক্লিক করলেঃ

ডাউনলোড

আমরা আমাদের ভাষা অনেক ভালোবাসি তাই এই ভালোবাসা পুরো পৃথিবীকে জানিয়ে দেয়ার ব্যবস্থা ও আমাদের করতে হবে না কি? এই জন্য আমারা বাংলাদেশের অনেকেই অনেক বাংলা ব্লগ/সাইট নির্মান করেছেন। কিন্তু বাংলা নিয়ে একটু সমস্যা হয় তা হল বাংলায় দেখা ও লিখা। কিন্তু কম্পিউটারের জন্য সমধান অনেক আগে থেকেই আছে। আর আজ আমি আপনাদের সাথে সেয়ার করতে এলাম কিভাবে আপনার মূঠোফোনে বাংলা পড়া ও লিখা যাবে।
অনেক কিছুই লিখেছিলাম কিন্তু কপাল দোষে সেই লিখাগুলো নাই এই ডিজিটাল দেশের একটা সমস্যাই বেশি সেটা হল বিদ্যুৎ। তাই আর সেই গুলি লিখলাম না।
t mobile g1 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site

প্রথমেই আমি আপনাদের দেখাব যে আপোনাদের মুঠোফোনে কিভাবে বাংলা পড়া যাবে।

বাংলা পড়ার জন্য আপনাকে অপেরা মিনি ব্যবহার করতে হবে অন্য কোন মুঠোফোন ব্রাউজার এ বাংলা দেখা সম্ভব নই।
এই লিংক হতে অপেরা মিনি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন (শুধু জিপি গ্রাহকগন এই লিংক হতে ফ্রী অপেরা মিনি ডাউনলোড করুণ)। এবং নিচের চিত্র গুলো অনুসরণ করুণ।
ডাউনলোড কৃত অপেরা মিনি সফটওয়্যার টি ওপেন করুণ এবং এড্রেস বারে opera:config লিখে অপেরার User power menu তে প্রবেশ করুণ।
BN1 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার নিচের চিত্রের মত আসলে সেখানে সব নিচের অপশন (Use bitmap fonts for complex scripts) এ ইয়েস (Yes) নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করুণ।
BN2 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
ব্যাস হয়ে গেল আপনার বাংলা দেখা সমস্যার সমাধান। ঝকঝকে বাংলা দেখতে পাবেন ঠিক নিচের ছবির মত।
17 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার কিভাবে আপনার মুঠোফোনে বাংলা লিখবেন সেই সমস্যার সমাধান।

প্রথমে এই লিংক থেকে আপনার মোবাইল এর মডেল দিয়ে সফটওয়্যার ডাউনলোড করুণ। এই সফটওয়্যারটির প্রস্তুতকারক ইন্ডিয়ার eternoinfotech আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই অসাধারণ একটি সফটওয়্যার টি আমাদের উপহার দেয়ার জন্য। এই সফটওয়্যার টি দিয়ে নয়টি (৯টি) ভাষায় লিখা যাবে যেমনঃ Hindi, Marathi, Punjabi, Gujarati, Bengali (বাংলা), Telugu, Kannada, Malayalam ও  Tamil। সফটওয়্যার টি ডাউনলোড হলে আপনার মোবাইল এ ইন্সটল করে ফেলুন।
আপনার ইন্সটল করা সেই IndiSMS সফটওয়্যার টি ওপেন করুণ।
1 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web siteওপেন হচ্ছে............
2 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার আপনার পছেন্দের ভাষা (বাংলা) নির্বাচন করে ওকে (Select) বাটনে চাপ দিন।
3 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার নিচের চিত্রের মত একটা ম্যাসেজ আসবে যদি ইয়েস (Yes) বাটনে ক্লিক করেন তাহলে সফটওয়্যার টি ওপেন হওয়ার সময় আপনাকে প্রথমের মত বাংলা ভাষা নির্বাচন করতে হবে আর যদি নো (No) বাটনে ক্লিক করে তাহলে সরাসরি বাংলা ভাষায় সফটওয়্যার টি ওপেন হবে।
4 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার বার্তা নির্মান (New Message) নির্বাচন করুণ।
5 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার আপনার প্রয়োজন মত জা ইচ্ছা হয় তাই ফোনেটিক লে-আউট এর মত করেই লিখতে শুরু করুণ।  যেমন আমি লিখলামঃ আমি তোমাকে ভালোবাসি! কিন্তু আমি এখন ব্যস্ত আছি আমি আপনাকে পরে কল করবো।:(
8 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
লেখা শেষ হলে ব্যাক (Back) বাটনে চাপ দিন নিচের চিত্রের মত ইয়েস (Yes) নো (No)  চাইবে ইয়েস করে ড্রাফট করে সেভ করুণ। এবং IndiSMS সফটওয়্যার টি বন্ধ করে দিন।
7 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এখন নিশ্চয়ই ভাবছেন এতো কষ্ট করে লেখার এটাই ফল শুধু সেভ করলাম। icon sad মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site না ভাই জানেরা এবার আপনার আসল ম্যাসেজিং মেন্যু বের করুণ এবং সেখান থকে ড্রাফট ওপেন করুণ।
9 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site10 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার দেখুন নিচের চিত্রের মত চারকোনা ঘর ঘর হয়ে একটা মাসেজ সেভ হয়ে আছে। হ্যাঁ এটা আপনার লেখা সেই ম্যাসেজ টি এখানে এই বিকৃত অবস্থা ম্যাসেজ টি ওপেন করুণ।
11 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার পেন টুল দিয়ে পুরো লেখটি সিলেক্ট করে ক্লিপ বোর্ডে কপি করুণ।
12 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
অনেকেই আছেন যারা পেন টুলটিকে চিনতে পারে না ও কিভাবে কোন কিছু ক্লিপবোর্ডে কপি করতে হয় সেটাও বুঝতে পারে না তাই আমি নিচের তাদের সুবিধার জন্য নিচে একটি চিত্র দিলাম যে কোনটা পেন টুল। এই পেন টুল এ চাপ দিয়ে থেকে যেকোন লেখা বা ফাইল মার্ক করা যায় এবং ক্লিক বোর্ডেও কপি করা যায়।
1262914 Copy মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এখন যেখানে আপনার বাংলা লেখার প্রয়োজন সেই এড্রেস টি অপেরা বা যেকোন ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করুণ (অপেরায় ভালো কারন এটাতে বাংলা দেখা যায় অন্য ব্রাউজার দেখা যায় না।)
15 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার রাইটিং বক্সে আবার পেন টুল এর সাহায্যে পেস্ট করে দিন এবং পোস্ট করুণ।
14 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
ব্যাস হলে গেল আপনার বাংলায় পড়া ও লেখার সমধান।
__________________________________________________________________________________________
==================================================================================
দেখুন আমি সেই পাঠানো বাংলা ম্যাসেজটি কেমন সুন্দর হয়েই এসেছে।
16 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
17 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site

ভালো লাগলে আপনার মুল্যবান মন্তব্য দিতে ভুলবেন না যেন! কারন একটি মন্তব্যই একজন লেখক কে ৯০% লেখার আগ্রহ বাড়িয়ে দেয়।
কয়েকদিন হল মুক্ত হয়েছে উইন্ডোজ এর নতুন সংস্করণ এবং তার নাম করন করা হয়েছে উইন্ডোজ ৮ (Windows 8 ) আর পুর্বের সংস্করণ গুলোর চেয়ে সপূর্ন আলাদা। উইন্ডোজ এর প্রথম সংস্করণ থেকে উইন্ডোজ ৭ পর্যন্ত বেশ কিছু পরিবর্তন পাওয়া গেলেও খুব বেশি নয়। তবে উইন্ডোজ ৮ এ বেশ নতুন ধরনের পরিবর্তন দেখতে পাওয়া গেছে।
image আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site

কি কি নতুন যুক্ত হয়েছে উইন্ডোজ ৮ এ?

  • মেট্রো ইন্টারফেস: উইন্ডোজ ৮ এর নতুন চেহারা। এই চেহারার সম্পর্কেই নিচের ফিচার গুলো পড়তে থাকুন।
  • দ্রুত বুট টাইমস: উইন্ডোজ ৭ এর থেকে উইন্ডোজ ৮ আর অনেক তাড়াতাড়ি বুট হবে। তাই কম্পিউটার চালু নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমার কোর-টু-ডুয়ো প্রসেসর আগে উইন্ডোজ এক্সপি বুট হতে ৩০ সেকেন্ড লাগতো আর উইন্ডোজ ৭ এ ২০ থেকে ২৫ সেকেন্ড লাগতো কিন্তু উইন্ডোজ ৮ এ মাত্র ১০-১২ সেকেন্ড এর মধ্যেই বুট কমপ্লিট।
  • কম মেমরি ব্যবহার করে: উইন্ডোজ ৮ এর দারুণ এই ফিচারটি কারন একসাথে বেশকিছু প্রোগ্রাম চালু করে সেই প্রোগ্রাম গুলে কে মিনিমাইজ আকারে রাখলে সেগুলো থেমে (Stop) যায় তাই অনেক কম মেমরি ব্যবহিত হয়।
  • নতুন উইন্ডোজ এক্সপ্লোরার: দারুণ ভাবে সাজানো হয়েছে উইন্ডোজ এক্সপ্লোরার কে। প্রয়োজনীয় টুলস গুলো খুব সহজেই ব্যবহার করতে পারেন।
  •  ARM প্রসেসর সমর্থন :  যা কম শক্তি ব্যাটারির ট্যাবলেট পিসিকে কে দির্ঘস্থায়ি করে রাখবে এই উইন্ডোজ ৮।
  • Hyper-V এখন উইন্ডোজ এ: Hyper-V এখন উইন্ডোজ এর একটি অংশ হয়ে গেছে, তাই আপনি এখন খুব সহজেই ও তাড়াতাড়ি আপনার পিসিতে ভার্চুয়াল পিসি বানাতে পারেন।
  • উইন্ডোজ লাইভ সংযুক্তি: আপনার প্রয়োজনীয় ফাইল, মেইল ও আপনার পিসির সকল সেটিংস সমূহ আপনার স্কাইড্রাইভ এ সংরক্ষণ করতে পারেন।
  • নতুন টাস্ক ম্যানেজার: আমার মতে এটি দারুণ টাস্কম্যানেজার, কারন এই টাস্কম্যানেজার এ যুক্ত হয়েছে বেশ কিছু নতুন ফিচার। বিশেষ করে মজার ও কাজের ফিচার হল পুনঃ চালু (Restart) উইন্ডোজ এক্সপ্লোরার।
উপরের ফিচার গুলো ছাড়াও আরও অনেক ফিচার আছে যা আপনার ব্যবহার করলেই বুঝতে পারবেন।
বর্তমানে উইন্ডোজ সকলের জন্য উন্মুক্ত করা হয়নি, বর্তমানে উইন্ডোজ ডেভেলপার জন্য প্রিভিউ রিলিজ করা হয়েছে। তাই উইন্ডোজ ৮ এর এখনো অনেক কাজ বাকি আছে। তাছাড়া ৩দিন থেকে আমি উইন্ডোজ ব্যবহার করছি বেশ ভালয় লাগছে কিন্তু অনেক সমস্যাও খুজে পেয়েছি। তবে চিন্তার কোন কারন নাই এখন থেকে আপনিও উইন্ডোজ এর ডেভেলপার প্রিভিউ সংস্করণ আপনিও ব্যবহার করতে পারেন।

কি ধরনের পিসি হলে আপনি উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারবেন?

উইন্ডোজ ৭ এর মতই উইন্ডোজ ৮ এর জন্য একই ধরনের পিসির প্রয়োজন হবে। তাই চলুন কিছুটা হলেই উইন্ডোজ ৮ এর জন্য পিসির কনফিগারেশন দেখে নেই।
  • 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  • 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  • Multi Touch Supported screen for using Touch features

উইন্ডোজ ৮ এর ডাউনলোড এর লিঙ্ক (রিজিউম সমর্থন)

উইন্ডোজ ৮ ইন্সটল

উইন্ডোজ ৮ কে উইন্ডোজ সেভেন এর মতই রিমোভাল ডিভাইস বা সিডি/ডিভিডি ড্রাইভ দিয়ে ইন্সটল করতে পারেন। এর জন্য আপনাকে ছোট্ট একটি টুলস (USB/DVD Download Tool) এর প্রয়োজন হবে আর সেই টুলটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। এবং আপনার ডাউনলোডকৃত ISO ফাইলটিকে USB/DVD Download Tool দ্বারা ইউএসবি (রিমোভাল) ডিভাইস বা/ডিভিডি তে ডাউনলোড করুণ করুণ উইন্ডোজ ৭ এর মত করেই ইন্সটল করুণ।
image49 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
উইন্ডোজ ইন্সটল করার পর উইন্ডোজ এর ডিফল্ট ইন্টারফেস হবে মেট্রো স্টাইল (Metro Style ) যা দেখতে কঠিন সুন্দর। নিচে আপনাদের জন্য কিছু স্ক্রিনশত তুলে দিলাম।
উইন্ডোজ ৮ নতুন স্টার্ট মেনুঃ
image আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
উইন্ডোজ ৮ এর আপ্লিকেশন মেন্যু, যেখানে আপনার ইন্সটলকৃত সকল সফটওয়্যার প্রদর্শিত হবে।
sshot 2011 09 14 331 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
লগ অফ অবস্থায় নিচের ছবির মত থাকবে। তবে মজার সিস্টেম হচ্ছে যদি স্ক্রিন এর উপরে মাউসের লেফট (বাম) বাটন ক্লিক করে উপর দিকে টান দিলে নতুন আরও একটি লগইন স্ক্রিন icon wink আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
প্রথম লগইন স্ক্রিনঃ
image65 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
দ্বিতীয় লগইন স্ক্রিনঃ
image66 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
উইন্ডোজ ৮ এর ডেস্কটপঃ
image67 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
উইন্ডোজ ৮ এক্সপ্লোরারঃ
image70 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
উইন্ডোজ ৮ এক্সপ্লোরার মেন্যুর সম্পাদনাঃ
image72 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
ফাইল কপি বা মুভ হবে আগের চেয়ে অনেক দ্রুত ও আকর্ষনিও রূপে ঠিক নিচের ছবির মতঃ
কপি চলাকালীন সাময়িক সময়ের জন্য বন্ধ (Pause) করে রাখতে পারেন এবং পুনরায় চালু করতে পারেন।
image73 আসুন এক নজরে দেখে নেই উইনডোজ ৮ কে ... || Bangla technology, tutorial, tips and tricks web site
আরও অনেক নতুন কিছু ফিচার উইন্ডোজ ৮ এ যুক্ত হয়েছে যা আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করবো।

ভালো থাকুন আর উইন্ডোজ ৮ ব্যবহার করে সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে

আপনি কি একটু ক্রিয়েটিভ টাইপের মানুষ? ক্রিয়েটিভিটির আইডিয়া কি মাথায় গিজ গিজ করছে? সব জায়গাতেই নিজের ক্রিয়েটিভিটির ছাপ রাখতে চান? মোবাইল ফোনের জন্যে ক্রিয়েটিভ থিম বানানোর কথা ভাবছেন? কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাই তো।
নো প্রবলেম, আসুন আমি আপনাদের কাজটা আরেকটু সোজা করে দেই। আমি যে সফটওয়্যারটি দিয়ে মাঝে মাঝেই series 60 মোবাইলের থিম বানিয়ে থাকি সেটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
থিম বানানোর জন্যে হাজারো সফটওয়্যার থাকলেও সবগুলোর মান কিন্তু প্রফেশনাল লেভেলের না। আমি যে সফটওয়্যারটি ব্যবহার করি সেটি হল “Carbide.ui S60 Theme Edition” সাইজে একটু বড় হলেও এতে কাজ করে মজা পাওয়া যায় এবং আপনি ভালো মানের কাজ করতে পারবেন।
প্রথমেই এই ১৩৬ এমবি এর ফাইলটাকে ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন। এরপর আসুন দেখে নেয়া যাক কিভাবে আপনি সিম্পলি কোন থিম ক্রিয়েট করবেন -
১. প্রথমে সফটওয়্যারটি লঞ্চ করুন এবং
1.png
ক্রিয়েট থিম সিলক্ট করুন এর পর একটি ডায়লগ বক্স দেখাবে যেখানে আপনাকে থিমের নাম দিতে বলা হবে
2.png
আপনি পছন্দমত থিমের একটি নাম দিন এবং ফিনিশ এ ক্লিক করুন। এবং ফিনিশ ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে থিম এডিটর ওপেন হবে
3.png
এইবার ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং এর জন্যে আপনাকে প্রেফারেন্স থেকে বিটিএমপি এডিটর ওপেন করতে হবে
41.png
এখানে লক্ষনীয় যে বিটিএমপি এডিটর আপনার পছন্দের যে কোন সফটওয়্যার হতে পারে। যদি আপনার ফটোশপ থেকে থাকে তাহলে আপনি এই কাজ ফটোশপেও করতে পারবেন।
আরো সহজে এই বিটিএমপি এডিটরকে ওপেন করতে হলে click Background > Idle Background > Convert and Edit in Bitmap Editor:5.png
এটি আপনার কাছে বিটিএমপি ফাইলের সাইজ চাইবে
6.png
আপনি আপনার প্রয়োজন মত ছবির ডায়মেনশন চেজ্ঞ করে নিন। নকিয়ার সিরিজ 60 ফোনগুলোর জন্যে default (240X320)করে দেয়া থাকে। ok প্রেস করে কিন্টিনিউ করুন তাছাড়া আপনি কোন কোন অরডিনারি ছবি এডিটিং এর কাজে এমএসপেইন্ট ও ওপেন করতে পারেন।
7.png
ফটো এডিটিং এর জন্যে এইপর্যন্তই যথেষ্ট এবং এর পর আপনি আপনার এই কাজ সেভ কের রাখুন। এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হল থিম হিসেবে ব্যবহার করার জন্যে আপনি যে ছবিটি বেছে নিয়েছেনতার যে কোন অংশই এডিট করতে পারবেন আপনি। উদাহরন স্বরুপ যদি আপনি কনটাক্ট এর বাটন এডিট করতে চান তাহলে আপনি চাইলে এডিটর প্যানেলে এই কন্টাক্ট আইকনকে এক্সপ্লোর করতে পারবেন ফলে আপনার কাজ করতে আরো সুবিধা হবে।
8.png
প্রত্যকটি ইন্টারফেস কে আলাদা আলাদাভাবে এডিটিং এর জন্যে (যেমন এ্যাপ্লিকেশন মেনু) আপনাকে গ্যালারী ট্যাব অন করতে হবে এবং আপনার পছন্দমত আইকন বেছে নিতে হবে।
9.png
স্ক্রীনশটে টাইপ ১ এর এ্যাপ্লিকেশন মেনু এডিট করার জন্যে এ্যাপ্লিকেশানস গ্রিড ১ এ ক্লিক করা হয়েছে (নকিয়ার 60সিরিজ এর জন্যে সাধারনত দুটি এ্যাপ্লিকেশান গ্রিড থেকে থাকে)
কালার এবং ব্যাকগ্রাউন্ডের ছবি এডিটিং এর পরে আপনি আপনার মোবাইলে এক্সপোর্ট করে নিন
10.png
এটি আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোথায় এই ফাইলটি সেভ করতে চান
11.png
ফাইলটি আপনার সেল ফোনে সেভ করুন এবং একটি অরডিনারি এ্যাপ্লিকেশানের মতই ইন্সটল করে নিন।
একদম সিম্পল। ট্রাই করে দেখতে পারেন।
তবে দুটি কথা বলে রাখা প্রয়োজন। সফটওয়্যারটি প্রফেশনাল লেভেলের হওয়ার কারনে এটি অনেকটা মেমরি কনজ্যুম করতে পারে। ফলে এই সফটওয়্যার ব্যবহার কারে আপনার পিসি স্লোডাউন হতে পারে।
এইখান থেকে এই চমৎকার টুলটি ডাউনলোড করে নিন

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER