Showing posts with label জুমলা. Show all posts
Showing posts with label জুমলা. Show all posts

17.***কিছু কথা। ***

Posted by Monir Hossain On 9:37:00 pm | No comments
জুমলার সর্বশেষ পর্বে সবাইকে স্বাগতম। আগের পর্বসমূহে আমরা জুমলার বেসিক বিষয় সমূহ বিস্তারিত ভাবে দেখেছি। মূলত একটি সাইট পরিচালনার জন্য জুমলার এসকল বিষয়ই যথেষ্ট। তবে বিভিন্ন ধরনের সাইটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈশিষ্ঠ্য এবং ফিচার প্রয়োজন হতে পারে কিন্তু মূল এবং মৌলিক বিষয়সমূহ মোটামুটি এতটুকুই। একটি কথা বলে রাখা উচিত যে অন্যান্য যেকোন সিএমএস এর মতই জুমলার পরিধিও অনেক ব্যাপক। টিউটোরিয়ালের বাইরেও অনেক বিষয় থেকে যায় যা নিজ থেকেই শিখে নিতে হয়। এছাড়া কিছু বিষয় টিউটোরিয়ালের বাইরে পড়ে যেতে পারে। আবার একটি বিষয়ই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন হতে পারে যেমন এক ব্লগ সাইটের জন্য জুমলার ব্যবহার যেমন হবে একটি ইকমার্স সাইটের জন্য জুমলার ব্যবহার প্রক্রিয়া একইরকম হবে না কিন্তু মৌলিক বিষয় সমূহ একই থাকবে। তাই জুমলার টিউটোরিয়ালের মাধ্যমে জুমলার মৌলিক শিখে নেবার পর সবচেয়ে ভালো জুমলা নিয়ে নিজ থেকে কাজ শুরু করে দেওয়া বিশেষ করে হাতে কলমে করলে ভালো হয়। এছাড়া নতুন কোন বিষয় নিয়ে জানার জন্য ইন্টারনেটে অনেক টিউটোরিয়াল ও ম্যানুয়াল আছে যেখান থেকে আপনি জুমলা ভালোভাবে রপ্ত করে নিতে পারেন। জুমলা ব্লগ জুমলা সম্পর্কে আপডেটেড থাকার জন্য এবং সর্বশেষ তথ্যে নিয়মিত জুমলার অফিসিয়াল ব্লগ দেখতে পারেন। জুমলা ফোরাম জুমলা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বা কোন কিছু জানতে চাইলে তা জুমলা ফোরামে জিজ্ঞেস করতে পারেন। এখানে জুমলায় অভিজ্ঞরা আপনাকে সাহায্য করবেন। জুমলা এক্সটেনশন জুমলার যেকোন ধরনের প্লাগিন বা টেমপ্লেট খুজতে পারেন এখানে। জুমলা হেল্প সাইট এখানে জুমলা সংক্রান্ত অনেক টিউটোরিয়াল এবং আর্টিকেল পাওয়া যায় । জুমলা ডেভেলপমেন্ট জুমলা একটি ওপেন সোর্স সিএমএস। আপনি ইচ্ছা করলে নিজেও জুমলাকে নিজেরমত করে ডেভেলপ করতে পারেন অথবা জুমলা ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত থাকতে পারেন। ক্যারিয়ার জুমলা মূলত একটি সম্ভবনাময় ক্ষেত্র আপনি ওয়েব ডেভেলপার হয়ে থাকলে জুমলার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। ইচ্ছা করলে নিজেকে জুমলা ডেভলপমেন্ট এক্সপার্ট হিসেবে তৈরী করতে পারেন। এর জন্য ভাল ওয়েব ডেভেলপমেন্ট এ দক্ষ হওয়া আবশ্যক। যেসকল বিষয় জানা থাকা জরুরী তা হচ্ছে – এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এবং ডাটাবেজ হিসেবে মাই এসকিউএল। এছাড়া জুমলা ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু দিক জানা থাকা দরকার যা আপনি ইন্টারনেটে সার্চ করে জানতে পারেন এছাড়া এই সম্পর্কে আছে প্রচুর টিউটোরিয়াল। জুমলা ডেভেলপার হয়ে নিজেই টেমপ্লেট বা প্লাগিন তৈরী করতে পারেন অথবা জুমলা কাস্টমাইজ করতে পারবেন। কিংবা ইচ্ছা করতে করলে জুমলা অনলাইনে ফ্রীল্যান্স কাজ করতে পারেন। অথবা বিভিন্ন ফার্মে জুমলা ডেভেলপার হিসেবে যোগ দিতে পারবেন।
জুমলার এই পর্বে সবাইকে স্বাগতম। আগের পর্বে আমরা জুমলায় প্লাগিন ইনস্টল এবং পরিচালনা প্রক্রিয়া দেখেছিলাম। জুমলায় তৈরী একটি সাইট তৈরীর জন্য বেসিক বিষয়সমূহ এতটুকুই যথেষ্ট। আশাকরি এর মাধ্যমে আপনি আপনার সাইট সফলভাবে পরিচালনা করতে পারবেন। আমরা জুমলা ইনস্টলের সময় দেখেছিলাম জুমলায় ইনস্টলেশন ম্যানুয়াল বাংলা পাওয়ার সুবিধা আছে। কিন্তু সেটা শুধু ইনস্টলেশন পর্যন্তই সীমাবদ্ধ। জুমলার অন্যতম সুবিধা হচ্ছে আপনি জুমলার মাধ্যমে একটি বাংলা সাইটও পরিচালনা করতে পারবেন। শুধুমাত্র বাংলা নয়, জুমলায় মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকার কারনে আরো অনেক ভাষাতেই জুমলায় সাইট তৈরী করা যায়। আজকের এই পর্বে আমরা দেখব জুমলায় কিভাবে অন্যভাষা ব্যবহার করা যায়। অন্যভাষা হিসেবে আমরা বাংলা ভাষা দেখব। জুমলায় ভাষা পরিবর্তন এবং পরিচালনার জন্য ব্যবহার করা হয় “Language Manager”। এডমিন প্যানেলে লগিনের পর Language Manager এ ক্লিক করলে জুমলা সাইটে ব্যবহৃত ভাষাটি দেখা যাবে। এখান থেকে আপনি আপনার সাইটের ভাষাটি দেখতে পাবেন এবং সেটি হচ্ছে English (United Kingdom). এখন আমরা সাইটে বাংলা ভাষা যোগ করব। এরজন্য প্রথমে যা করতে হবে জুমলার জন্য “Benglai (Bangladesh) Translation” প্যাক ডাউনলোড করে সাইটে ইনস্টল করতে হবে। এটি ডাউনলোড করতে পারবেন এখান থেকেডাউনলোড হয়ে গেলে সেটি সাইটে ইনস্টল করতে হবে। এরজন্য প্রথমেই এডমিন প্যানেলে Extension Manager এ চলে যেতে হবে। এখানে Upload Package File অংশে Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত ফাইলটি নির্বাচন করে Upload & Install এ ক্লিক করলেই ফাইলটি ইনস্টল হয়ে যাবে। এখন Language Manager এ ইনস্টলকৃত ভাষাটি অর্থাৎ বাংলা ভাষা প্রদর্শিত হবে। সাইটের ভাষা বাংলা ভাষায় পরিবর্তন করতে হলে Language Manager এ Bengali (Bangladesh) এর পাশে রেডিও বাটন এ ক্লিক করে Default বাটনে ক্লিক করলেই ভাষা পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি আপনার সাইটে বাংলা ভাষা দেখতে পাবেন নিচের মত করে – উল্লেখ্য যে সাইটের কন্টেন্ট অপরিবর্তিতই থাকবে। সেগুলো আপনাকে নিজেই বাংলাভাষায় তৈরী করতে হবে।
জুমলার আজকের পর্বে স্বাগতম। আগের পর্বে মডিউল নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের পর্বে প্লাগিন ইনস্টল এবং ব্যবহার পদ্ধতি দেখানো হবে। জুমলায় তৈরীকৃত সাইটের বৈশিষ্ঠ্য পরিবর্তন বা বৃদ্ধি করতে অথবা নতুন বিভিন্ন ফিচার যোগ করার জন্য প্লাগিন ব্যবহার করা যায়। প্লাগিন ব্যবহারের মাধ্যমে অনেক কাজই সহজ হয়ে যায়। জুমলায় প্লাগিন ব্যবহারের জন্য তা প্রথমে ডাউনলোড করে নিতে হবে। টেমপ্লেটের মতই প্লাগিনও বাণিজ্যিক, অবাণিজ্যিক অথবা বিনামূল্যে হতে পারে। বিভিন্ন সাইট থেকেই প্লাগিন ডাউনলোড করা যায় তবে তা আপনার ব্যবহৃত জুমলার সংষ্করনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যাই হোক জুমলায় প্লাগিন বা টেমপ্লেট যেকোন কিছু ইনস্টল করার জন্য Extension Manager ব্যবহার করা হয়। এডমিন প্যানেলের উপরে অবস্থিত Extension অংশে কার্সর রাখলে ড্রপডাউন ম্যানুর ন্যায় তালিকা আসবে সেখান থেকে Extension Manager সিলেক্ট করুন। Extension Manager এ প্লাগিন ইনস্টলের অপশন পাবেন। Upload Package File অংশে ব্রাউজে ক্লিক করে ডাউনলোডকৃত প্লাগিনের ফাইলটি আপনার হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে Upload & Install এ ক্লিক করলেই প্লাগিন ইনস্টল হয়ে যাবে। প্লাগিন ব্যবস্থাপনা বা পরিচালনার জন্য ব্যবহার করা হয় Plugin Manager। এখান থেকে আপনার সাইটে থাকা প্লাগিনগুলো দেখতে পাবেন। নতুন ইনস্টল করা প্লাগিনও এখানে দেখতে পাবেন। কোন প্লাগিনটি সাইটে সক্রিয় আছে কোনটি বন্ধ আছে তাও প্রদর্শিত হবে। Plugin Manager এ যাওয়ার জন্য Extension অংশে কার্সর রেখে Plugin Manager এ ক্লিক করলেই Plugin Manager দেখতে পাবেন। যেই প্লাগিনের পাশে সবুজ্ রঙয়ের সঠিক চিহ্ন দেয়া আছে সেগুলো সক্রিয় আর যেগুলোর পাশে লাল রঙয়ের গোল চিহ্ন সেগুলো বন্ধ প্লাগিন। কোন বন্ধ থাকা প্লাগিন সক্রিয় করতে চাইলে প্লাগিনের পাশে চেকবক্স ক্লিক করে Enable এ ক্লিক করুন। তাহলে প্লাগিন সক্রিয় হয়ে যাবে। আবার কোন সক্রিয় প্লাগিন বন্ধ করতে চাইলে সেই প্লাগিনের পাশে চেকবক্স ক্লিক করে Disable এ ক্লিক করুন। তাহলে সক্রিয় প্লাগিনটি বন্ধ হয়ে যাবে।
জুমলার আজকের পর্বে স্বাগতম। পূর্বের পর্বে আমরা জুমলায় টেমপ্লেট ইনস্টল এবং পরিবর্তন করার প্রক্রিয়া দেখেছিলাম। আজ জুমলায় মডিউল তৈরীর প্রক্রিয়া বর্ণনা করা হবে। জুমলায় মডিউল পরিচালনার একটি বিভাগ আছে যার নাম “Module Manager”। এখান থেকে মডিউল তৈরী বা পরিচালনা করা যায়। Module Manager এ যাওয়ার জন্য প্রথমে এডমিন প্যানেলে লগিন করে Module Manager এ ক্লিক করুন।
 
 Module Manager এ আপনার সাইটে থাকা মডিউলগুলো দেখতে পাবেন। কোন মডিউল ইতিমধ্যে তৈরী করে থাকলে তাও দেখা যাবে।
 নতুন মডিউল তৈরী করার জন্য New এ ক্লিক করুন। নতুন একটি পর্দার মত উইন্ড বা পেজ প্রদর্শিত হবে। এখান থেকে আপনি কি ধরনের মডিউল তৈরী করতে চান তা নির্বাচন করতে হবে। মডিউল টাইপ সিলেক্ট করার পর মডিউল তৈরীর জন্য প্রয়োজনীয় তথ্য প্রদানের পেজ দেখতে পাবেন।
প্রথমে রয়েছে Details অংশ। এখানে Title এ মডিউলের নাম দিন। টাইটেল প্রদর্শন করাতে চাইলে Show Title এ Show সিলেক্ট করুন অথবা করতে না চাইলে Hide সিলেক্ট করুন। Position এ মডিউল এ অবস্থান নির্বাচন করতে হবে। Status এ মডিউল কি পাবলিশ অবস্থায় রাখবেন নাকি আনপাবলিশ রাখবেন তা নির্বাচন করুন। Access এ কোন ধরনের ইউজার ব্যবহার করতে পারবে তা নির্দিষ্ট করতে পারেন। এছাড়া ডানপাশে আছে Advance অংশ এখান থেকে মডিউলের জন্য অতিরিক্ত সেটিংস নির্দিষ্ট করতে পারেন। মডিউল এর জন্য প্রয়োজনীয় তথ্য দেয়া হয়ে গেলে Save & Close এ ক্লিক করুন। তাহলে মডিউল সেভ হয়ে যাবে এবং Module Manage এ তা প্রদর্শিত হবে। সেই মডিউলটি ব্যবহারও করতে পারবেন।


জুমলার এই পর্বে সবাইকে স্বাগতম। পূর্বের পর্বে আমরা জুমলায় আর্টিকেল তৈরী এবং পরিচালনা প্রক্রিয়া দেখেছিলাম এবং আগের পর্বসমূহে জুমলার বেসিক বিষয় সমূহ দেখানো হয়েছিল। একটি জুমলা সাইটের প্রাথমিক দিক মূলত এগুলোই। এছাড়া আরো কয়েকটি বিষয় আছে যেগুলো সাইটের বৈশিষ্ঠ্য পরিচালনা করে যেমন টেমপ্লেট, প্লাগিন, মডিউল ইত্যাদি। আজকের পর্বে জুমলায় টেমপ্লেট ইনস্টল এবং টেমপ্লেট পরিবর্তন প্রক্রিয়া দেখানো হবে। জুমলায় টেমপ্লেট বা প্লাগিন যেকোন কিছু ইনস্টল করার জন্য একটি ম্যানেজার আছে যার নাম “Extension Manager”। Extension Manager এ যাবার জন্য প্রথমেই এডমিন প্যানেলে লগিন করুন। এর উপরে থাকা লিস্ট থেকে Extension এ মাউস পয়েন্টার রাখলেই ড্রপডাউন লিস্টের ন্যায় একটি তালিকা আসবে সেখান থেকে Extension Manager এ ক্লিক করলে আপনি Extension Manager এ চলে যাবেন। এখন Upload Package File অংশ থেকে ব্রাউজ করে জুমলার টেমপ্লেটের ফাইলটি আপনি আপনার হার্ডডিস্ক থেকে সিলেক্ট করুন। এখানে উল্লেখ্য যে আপনাকে টেমপ্লেটটি আগেই ডাউনলোড করে নিতে হবে। অথবা Install from URL অংশ থেকে সরাসরি থিমের লিংক দিয়ে ইনস্টল করতে পারেন। যাইহোক এরপর Upload & Install এ ক্লিক করে থিম ইনস্টল সম্পন্ন করুন।  
এখন আমরা জুমলায় টেমপ্লেট পরিবর্তন করব। টেমপ্লেট পরিবর্তন বা পরিচালনার জন্য Template Manager ব্যবহার করা হয়। এডমিন প্যানেল থেকে Template Manager এ ক্লিক করলেই আপনি আপনার সাইটে থাকা Template গুলো দেখতে পারবেন এর মধ্যে একটি থাকবে ডিফল্ট অবস্থায়।  
এখানে জুমলার টেমপ্লেটগুলোর মধ্যে এক একাধিক টেমপ্লেট শুধুমাত্র এডমিন অংশের জন্য থাকতে পারে। টেমপ্লেট পরিবর্তন করার জন্য প্রথমে যেই টেমপ্লেটটি সাইটে ব্যবহার করতে চান সেই টেমপ্লেটের বামপাশে থাকা চেকবক্স ক্লিক করে Make Default ক্লিক করলেই সাইটের টেমপ্লেট পরিবর্তন হয়ে যাবে। টেমপ্লেট পরিবর্তন হয়ে গেলে আপনি আপনার সাইটে টেমপ্লেটটি দেখতে পাবেন। জুমলার টেমপ্লেট অনলাইনে খুবই সহজলভ্য। আপনার পছন্দ অনুযায়ী আপনি টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন সাইটে জুমলার বাণিজ্যিক, অবাণিজ্যিক অথবা বিনামূল্যে টেমপ্লেট পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে www.joomla24.com আরেকটি বিষয় উল্লেখ্য তা হচ্ছে যেই টেমপ্লেটই ব্যবহার করুন না কেন তা যেন আপনার সাইটের ব্যবহৃত জুমলার সংষ্করনকে সমর্থন করে অর্থাৎ কম্প্যাটিবল হয়।

জুমলা টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। পূর্বের পর্বে আমরা জুমলায় ক্যাটাগরি তৈরী ও পরিচালনা করার পদ্ধতিসমূহ দেখেছিলাম। আজকের পর্বে সাইটের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ‘কন্টেন্ট’ তথা জুমলায় আর্টিকেল তৈরী এবং সেগুলো পরিচালনার প্রক্রিয়াগুলো দেখব। জুমলায় কন্টেন্টগুলো তৈরী করে বিভিন্ন পেজে প্রদর্শন করা যায়। আপনি যদি স্যাম্পল ডাটা ইনস্টল না করেন তবে নিজ থেকে আর্টিকেল তৈরী হবে না। আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল করেন তাহলে বেশ কিছু আর্টিকেল পূর্বের থেকেই তৈরীকৃত অবস্থায় দেখতে পারবেন। হোমপেজ ছাড়াও অন্যান্য পেজেও আর্টিকেল দেখতে পাবেন। জুমলায় আর্টিকেল তৈরী এবং সেগুলো পরিচালনার জন্য একটি বিভাগ আছে যার নাম “Article Manager”। এই বিভাগ থেকে আপনি আপনার সাইটের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট তৈরী করতে পারবেন এবং প্রয়োজনমত তা পরিচালনা করতে পারবেন। Article Manager এ যাবার জন্য প্রথমে জুমলার এডমিন প্যানেলে লগিন করুন। কন্ট্রোল প্যানেলেই Article Manager দেখতে পাবেন।
স্যাম্পল ডাটা ইনস্টল করা থাকলে পূর্বের থেকে তৈরীকৃত আর্টিকেলগুলো দেখতে পাবেন।
আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল না করে থাকেন তাহলে কোন আর্টিকেল দেখতে পাবেন না।
এখন আমরা নতুন একটি আর্টিকেল তৈরী করব। এরজন্য এডমিন প্যানেল থেকে “Add New Article” অথবা Article Manager থেকে “New” এ ক্লিক করুন।
এখানে Title এ আর্টিকেলটির টাইটেল দিন। Alias আপনার সুবিধামত দিন এবং Category থেকে আর্টিকেলটির জন্য ক্যাটাগরি সিলেক্ট করুন। Status থেকে আর্টিকেলটি পাবলিশ অবস্থায় রাখবেন নাকি আনপাবলিশ রাখবেন তা নির্বাচন করুন। Access এ কোন ইউজাররা আর্টিকেলটি দেখতে পারবে তা নির্বাচন করুন। Featured থেকে আপনি আর্টিকেলটি কি প্রথম পাতায় প্রদর্শন করতে চান নাকি চান না তা নির্বাচন করতে পারবেন। যদি চান যে আর্টিকেলটি প্রথম পাতায় প্রদর্শিত হোক তাহলে Featured এ Yes নির্বাচন করুন। এরপর Article Text এ আর্টিকেলটি লিখুন। এখানে আপনি ছবি এবং লিঙ্ক যোগ করতে পারবেন এবং অন্যান্য সব টেক্সট এডিটরের প্রায় সকল সুবিধাই পাবেন।
এরপর লক্ষ্য করুন ডানপাশে। এখানে আর্টিকেলটির জন্য আরো বেশ কিছু সেটিংস দেখতে পারবেন সেগুলো আপনি নিজের সুবিধামত পরিবর্তন করতে পারেন। যেমন এসইও এর জন্য মেটা কীওয়ার্ড, ডেস্ক্রিপশন এখানে যোগ করে দিতে পারেন।
 
এছাড়া আর্টিকেলটির জন্য ইউজার গ্রুপ্সসমূহের পারমিশন ঠিক করে দিতে পারেন নিচ থেকে। আর্টিকেল লেখা শেষ হয়ে গেলে Save & Close এ ক্লিক করলেই আর্টিকেলটি সেভ হয়ে যাবে। তবে এখানে উল্লেখ্য বিষয়টি হচ্ছে, আর্টিকেল সেভ হয়ে গেলেই আর্টিকেলটি প্রদর্শিত হবে। এর জন্য আর্টিকেলের ক্যাটাগরি এবং আলাদা পেজও থাকতে হবে যা পূর্বের পর্বসমূহে দেখানো হয়েছে। তবে যদি প্রথম পাতায় প্রদর্শন করানোর Featured অংশে Yes নির্বাচন করা হয় তবে সেটি প্রথম পাতায় দেখতে পাবেন।

জুমলার এই পর্বে সবাইকে স্বাগতম। পূর্বের পর্বে জুমলায় মেনু তৈরী পরিচালনার জন্য মেনু ম্যানেজার এর পরিচয় করানো হয়েছে এবং এর ব্যবহার দেখানো হয়েছে। আজকের পর্বে সাইটে কন্টেন্ট সংযোজনের জন্য বিভিন্ন ক্যাটাগরির ব্যবহার এবং এর তৈরী প্রক্রিয়া বর্ণনা করা হবে। জুমলায় ক্যাটাগরি তৈরী এবং পরিচালনা করা হয় Category Manager অংশ থেকে। এখন Category Manager এর সাথে পরিচিত হব। অন্যান্য ম্যানেজারের মত এটিও এডমিন প্যানেল থেকে পরিচালনা করা হয়। তাই প্রথমেই এডমিন প্যানেলে লগিন করে Category Manager এ ক্লিক করুন।
আপনার সাইটে তৈরী করা সকল ক্যাটাগরী এখানে প্রদর্শিত হবে। যদি আপনি স্যাম্পল ডাটা ইনস্টল না করে থাকেন তাহলে ডিফল্টভাবে শুধুমাত্র Uncategorized নামক একটি পূর্বের থেকে তৈরী ক্যাটাগরি দেখতে পাবেন।
আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল করে থাকেন তবে পূর্বে থেকে তৈরী অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন।
এখান থেকে আপনি যেকোন ক্যাটাগরি প্রয়োজনমত পরিবর্তন করতে পারবেন অথবা তৈরী বা মুছে ফেলত পারবেন। যদি কোন ক্যাটাগরি মুছে ফেলতে চান তাহলে ক্যাটাগরিটির বামপাশে থাকা চেকবক্সটি ক্লিক করে চেক করে Trash এ ক্লিক করুন। আর যদি কোন ক্যাটাগরি পরিবর্তন করতে চান তাহলে সেই ক্যাটাগরিতে ক্লিক করলেই ক্যাটাগরির যেকোন পরিবর্তন করতে পারবেন। তবে পরিবর্তন করা শেষে Save & Close এ ক্লিক করতে হবে। এখন আমরা একটি ক্যাটাগরি তৈরী করব। ক্যাটাগরি তৈরী করার জন্য প্রথমেই Category Manager এর মধ্যে New এ ক্লিক করুন। নতুন একটি ক্যাটাগরি তৈরীর তথ্যপূরনের ফর্ম পাবেন।
 এখানে ডানপাশের অংশে Title এ ক্যাটাগরির নাম দিন। যদি ক্যাটাগরির কোন Parent Category রাখতে চান তাহলে তা Parent থেকে নির্বাচন করুন। Access অংশ থেকে নির্বার্চন করুন কাদের জন্য ক্যাটাগরিটি উন্মুক্ত থাকবে, Permission অংশে ক্লিক করে তা বিস্তারিতভাবে নির্দিষ্ট করে দিতে পারেন। Alias এবং Description নিজের সুবিধামত দিন। বামপাশের অংশে আরো কিছু বিষয় নিজথেকে নির্দিষ্ট করে দিতে পারেন যেমন এসইও এর জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করতে পারেন Metadata Option এ।
ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় তথ্যপ্রদান শেষ হলে ক্যাটাগরির তৈরী সম্পন্ন করার জন্য Save & Close এ ক্লিক করুন। এরপর আপনি আপনার তৈরীকৃত ক্যাটাগরিটি Category Manager এর অধীনে দেখতে পাবেন।
 আর যদি ক্যাটাগরিটি পরিবর্তন করতে চান তাহলে পূর্ব বর্ণনানুযায় পরিবর্তন করতে পারবেন ক্যাটাগরিটিতে ক্লিক করেই।

সবাইকে স্বাগতম জুমলার আজকের পর্বে। পূর্ববর্তী পর্বে জুমলার Menu Manager এর ব্যবহার এবং পেজ তৈরীর প্রক্রিয়া দেখানো হয়েছিল। আজকের পর্বে জুমলায় নেভিগেশন বার তৈরী এবং এতে পেজ সংযোজন করা ও নেভিগেশনবার পরিচালনার প্রক্রিয়াসমূহ বর্ণনা করা হবে। জুমলার নেভিগেশনবারও Menu Manager থেকে পরিচালনা করতে হবে। যদি আপনি স্যাম্পল ডাটা ইনস্টল করে থাকেন তবে নিজথেকেই নেভিগেশনবার তৈরী হয়ে যাবে শুধু প্রয়োজনমত পরিবর্তন করতে হবে অর্থাৎ পেজ সংযোজন বা বাদ দিতে হবে। আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল না করে থাকেন তবে নেভিগেশনবার তৈরী করে নিতে হবে। এখন নেভিগেশনবার তৈরী প্রক্রিয়া দেখব। যাদের স্যাম্পল ডাটা ইনস্টল করা আছে তাদের এই অংশ প্রয়োজন নেই। নেভিগেশন তৈরীর জন্য প্রথমেই এডমিন প্যানেলে লগিন করে Menu Manager এ চলে যান।
  
New এ ক্লিক করে নতুন একটি মেনু তৈরী করুন যেটিকে আপনি নেভিগেশনবার হিসেবে ব্যবহার করবেন।
নেভিগেশনবারের মেনুর জন্য Title এ একটি নাম দিন যেমন আমি এখানে Nevigation Menu নাম দিয়েছি। এরপর আপনার সুবিধামত Menu Type ও Description দিয়ে Save & Close এ ক্লিক করে নেভিগেশন মেনু তৈরী শেষ করুন।
এখন আপনার নেভিগেশনবারের মেনুর জন্য সাইটে অবস্থান ঠিক করে দিতে হবে। এজন্য তৈরীকৃত মেনু বরাবর ডানপাশে Add a Module for this menu type এ ক্লিক করুন। নতুন আসা এই পেজে আপনাকে তৈরিকৃত মেনুটির জন্য একটি মডিউল তৈরী করতে হবে। এখানে Title এ একটি নাম দিন, মেনুর নামই এখানে ব্যবহার করতে পারেন। Position টেক্সটবক্সের পাশে Select Position এ ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে যেখান থেকে আপনি নেভিগেশনবারের অবস্থান ঠিক করে দিবেন। যেহেতু মেনুটি নেভিগেশনবার এবং হেডারের উপরে থাকবে সেহেতু এখানে position-1 সিলেক্ট করুন।
এরপর Save & Close এ ক্লিক করলে নেভিগেশনবার তৈরী হয়ে যাবে।
 কিন্তু যেহেতু নেভিগেশনে প্রদর্শনের জন্য কোন পেজ বা লিঙ্ক তৈরী করা হয়নি তাই নেভিগেশনবার সাইটে দেখা যাবেনা যতক্ষন কোন পেজ বা লিঙ্ক নেভিগেশনে থাকবে না। এখন আমরা নেভিগেশনবারে পেজ তৈরী করব। এই প্রক্রিয়ার আপনি আপনার প্রয়োজনমত এক একাধিক পেজ নেভিগেশনে যুক্ত করতে পারেন। ধরুন আমরা এমন একটি পেজ তৈরী করব যেখানে রেজিস্টার্ড ইউজাররা তারে প্রোফাইলের তথ্য দেখতে পারবে। পেজ তৈরী করার জন্য প্রথমেই নেভিগেশন এর মেনুতে প্রবেশ করে New বাটনে ক্লিক করুন।
এখানে Menu Item Type টেক্সট বক্সের পাশে Select বাটনে ক্লিক করলে একটি লিস্ট আসবে যেখান থেকে আপনি কি ধরনের পেজ তৈরি করতে চান তা সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা ইউজার প্রোফাইল এর জন্য পেজ তৈরী করব সেজন্য লিস্ট থেকে Users Manager এ থাকা Users Profile এ ক্লিক করুন। এরপর Menu Title এ পেজ এর নাম এবং Alias এবং Note আপনার সুবিধামত দিতে পারেন। ডানপাশে থাকা ড্রপডাউন মেনুগুলো থেকে আপনি পেজ এর প্রয়োজনীয় সেটিংস সমূহ নিয়ন্ত্রন করতে পারেন। যেমন মেটা ট্যাগ যোগ করার জন্য Metadata Options এ ক্লিক করে মেটাট্যাগ যোগ করতে পারেন। এরপর Save & Close এ ক্লিক করলেই পেজ তৈরী হয়ে যাবে এবং নেভিগেশনবারও প্রদর্শিত হবে।
সাইটে লগিন করে পেজে ক্লিক করলে আপনার প্রোফাইল দেখতে পারবেন।

সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে জুমলার একটি গুরুত্বপূর্ন বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে সাইটের মেনু পরিচালনা। একটি সাইটের সাইডবার কিংবা অন্য কোন জায়গায় বেশ কিছু মেনু থাকে। যেমন জুমলা ইনস্টলের সময় যদি আপনি সেম্পল ডাটা ইনস্টল করে থাকেন তাহলে আপনি সাইটে নিজ থেকে তৈরী বেশ কিছু মেনু দেখতে পাবেন।
যদি সেম্পল ডাটা ইনস্টল না করেন তাহলে দেখতে পাবেন



শুধু একটি মেনু যেখানে শুধু হোমপেজ প্রদর্শন করা হচ্ছে। জুমলার এই সকল মেনু পরিচালনা করা এডমিন প্যানেলের Menu Manager অংশে। তাই প্রথমেই এডমিন প্যানেলে লগিন করে Menu Manager এ ক্লিক করুন।
আপনি যদি স্যাম্পল ডাটা ইনস্টল করে থাকেন তবে বেশ আপনার সাইটে থাকা বিভিন্ন পজিশনের মেনুগুলো প্রদর্শন করবে।
 যদি না করে থাকেন তবে একটি মাত্র মেনু থাকবে এবং সেটাই প্রদর্শিত হবে।
যদি কোন মেনু পরিবর্তন করতে চান তবে সেই মেনুর পাশে থাকা চেকবক্সে ক্লিক করে উপরে Edit বাটনে ক্লিক করুন। আর যদি মেনুর মধ্যে থাকা লিঙ্কগুলো পরিবর্তন করতে চান তবে সেই মেনুতে ক্লিক করলে লিঙ্কগুলো দেখতে পাবেন। যেই লিঙ্কটি পরিবর্তন করতে চান সেই লিঙ্ক ক্লিক করে পরিবর্তন করতে পারেন তবে পরিবর্তন করা হয়ে গেলে Save & Close এ ক্লিক করতে হবে। ধরুন আমরা সাইটের সাইডবারে একটি নতুন মেনু তৈরী করতে চাই যা মেইন মেনুর নিচে অবস্থান করবে। এর জন্য প্রথমে নতুন মেনু তৈরী করে নিতে হবে। Menu Manager এ প্রবেশ করে New তে ক্লিক করলে নতুন মেনু তৈরী পেজ আসবে।
 Title এ আপনার মেনুটির নাম দিন। Menu Type এবং Description এ নিজের ইচ্ছামত একটি মেনু টাইপ ও ডেস্ক্রিপশন টাইপ করুন। এরপর উপরে থাকা Save & Close বাটনে ক্লিক করতে হবে। আমাদের মেনু তখন তৈরী হয়ে যাবে।
 কিন্তু মেনুটি সাইটের কোথায় প্রদর্শন করবে তা এখনো নির্বাচন করা হয়নি। এটি করার জন্য তৈরীকৃত মেনু বরাবর লিস্টের ডানপাশে থাকা Add a module for this menu type ক্লিক করুন।
এখানে Title এ মেনু টাইটেল দিন। এই পেজে Position লেখা টেক্সট বক্স এর পাশে Select Position এ ক্লিক করুন। নিচের মত দেখান একটি পেজ আসবে যেখান থেকে মেনুর অবস্থান নির্বাচন করতে হবে। যেহেতু আমরা সাইডবারে মেইন মেনুর নিচে আরেকটি মেনু তৈরী করব তাই লিস্ট থেকে position-7 নির্বাচন করব। কোন পজিশন সাইটে কোথায় প্রদর্শন করবে তা পাশেই লেখা থাকে। যাই হোক position-7 এ ক্লিক করে Save & Close বাটনে ক্লিক করলে মেনুর অবস্থান ঠিক হয়ে যাবে এবং সংশ্লিষ্ট মেনুর জন্য একটি মডিউল তৈরী হবে। এখন আমরা এই মেনুতে একটি পেজ তৈরী করব। এই জন্য Menu Manager থেকে তৈরীকৃত মেনুতে ক্লিক করে নতুন পেজ তৈরীকরার জন্য New এ ক্লিক করতে হবে। তাহলে নতুন পেজ তৈরী জন্য একটি ফরম আসবে।
এখানে Menu Item Type টেক্সট বক্সের পাশে Select বাটনে ক্লিক করলে একটি লিস্ট আসবে যেখান থেকে পেজে কি আইটেম প্রদর্শন করাতে চাই সেটা নির্বাচন করতে পারব।
ধরুন আমরা ইউজার রেজিষ্ট্রেশনের ফর্ম সম্পন্ন একটি পেজ তৈরী করব। সেজন্য লিস্ট থেকে Users Managers এ Registration Form ক্লিক করুন। এখন এখান থেকে আর কিছু পরিবর্তন না করলেও চলবে তবে এসইও এর জন্য পেজে আলাদা মেটা ডাটা যোগ করতে চান তবে ডানপাশে থাকা Metadata Options ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেটাডাটা যোগ করতে পারেন। ইচ্ছা করলে অন্যান্য বিষয়গুলো নিজের প্রয়োজনমত পরিবর্তন করতে পারেন যেমন ব্রাউজারে আলাদা টাইটেল প্রদর্শন করাতে চাইলে Page Display Option এ তা যোগ করে দিতে পারেন। এরপর Save & Close বাটনে ক্লিক করলে আমাদের মেনুর জন্য একটি পেজ তৈরী হয়ে যাবে।
 
সাইটে ভিজিট করে সাইডবার থেকে পেজটি দেখতে পারেন। পেজে ক্লিক করলে ইউজার রেজিস্ট্রেশন ফরম চলে আসবে।

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER