জুমলার এই পর্বে সবাইকে স্বাগতম। পূর্বের পর্বে আমরা জুমলায় আর্টিকেল তৈরী এবং পরিচালনা প্রক্রিয়া দেখেছিলাম এবং আগের পর্বসমূহে জুমলার বেসিক বিষয় সমূহ দেখানো হয়েছিল। একটি জুমলা সাইটের প্রাথমিক দিক মূলত এগুলোই। এছাড়া আরো কয়েকটি বিষয় আছে যেগুলো সাইটের বৈশিষ্ঠ্য পরিচালনা করে যেমন টেমপ্লেট, প্লাগিন, মডিউল ইত্যাদি। আজকের পর্বে জুমলায় টেমপ্লেট ইনস্টল এবং টেমপ্লেট পরিবর্তন প্রক্রিয়া দেখানো হবে। জুমলায় টেমপ্লেট বা প্লাগিন যেকোন কিছু ইনস্টল করার জন্য একটি ম্যানেজার আছে যার নাম “Extension Manager”। Extension Manager এ যাবার জন্য প্রথমেই এডমিন প্যানেলে লগিন করুন। এর উপরে থাকা লিস্ট থেকে Extension এ মাউস পয়েন্টার রাখলেই ড্রপডাউন লিস্টের ন্যায় একটি তালিকা আসবে সেখান থেকে Extension Manager এ ক্লিক করলে আপনি Extension Manager এ চলে যাবেন। এখন Upload Package File অংশ থেকে ব্রাউজ করে জুমলার টেমপ্লেটের ফাইলটি আপনি আপনার হার্ডডিস্ক থেকে সিলেক্ট করুন। এখানে উল্লেখ্য যে আপনাকে টেমপ্লেটটি আগেই ডাউনলোড করে নিতে হবে। অথবা Install from URL অংশ থেকে সরাসরি থিমের লিংক দিয়ে ইনস্টল করতে পারেন। যাইহোক এরপর Upload & Install এ ক্লিক করে থিম ইনস্টল সম্পন্ন করুন।  
এখন আমরা জুমলায় টেমপ্লেট পরিবর্তন করব। টেমপ্লেট পরিবর্তন বা পরিচালনার জন্য Template Manager ব্যবহার করা হয়। এডমিন প্যানেল থেকে Template Manager এ ক্লিক করলেই আপনি আপনার সাইটে থাকা Template গুলো দেখতে পারবেন এর মধ্যে একটি থাকবে ডিফল্ট অবস্থায়।  
এখানে জুমলার টেমপ্লেটগুলোর মধ্যে এক একাধিক টেমপ্লেট শুধুমাত্র এডমিন অংশের জন্য থাকতে পারে। টেমপ্লেট পরিবর্তন করার জন্য প্রথমে যেই টেমপ্লেটটি সাইটে ব্যবহার করতে চান সেই টেমপ্লেটের বামপাশে থাকা চেকবক্স ক্লিক করে Make Default ক্লিক করলেই সাইটের টেমপ্লেট পরিবর্তন হয়ে যাবে। টেমপ্লেট পরিবর্তন হয়ে গেলে আপনি আপনার সাইটে টেমপ্লেটটি দেখতে পাবেন। জুমলার টেমপ্লেট অনলাইনে খুবই সহজলভ্য। আপনার পছন্দ অনুযায়ী আপনি টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন সাইটে জুমলার বাণিজ্যিক, অবাণিজ্যিক অথবা বিনামূল্যে টেমপ্লেট পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে www.joomla24.com আরেকটি বিষয় উল্লেখ্য তা হচ্ছে যেই টেমপ্লেটই ব্যবহার করুন না কেন তা যেন আপনার সাইটের ব্যবহৃত জুমলার সংষ্করনকে সমর্থন করে অর্থাৎ কম্প্যাটিবল হয়।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER