
কেমন আছেন সবাই? নিশ্চই ভাল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ইবুক। যার নাম – “হ্যাকিং থেকে নিজেকে নিরাপদে রাখার সামগ্রিক উপায়” । নাম শুনেই তো বুঝে গেছেন কত কাজের ইবুক এটি। কম্পিউটার ব্যবহারকারী সে যে মানেরই হোক না কেন, হ্যাকিং এর কবলে পড়বেন না এমন বোকা কথা হয়ত কেউ বলতে পারবে না। তাই সময় থাকতে সতর্ক হতে হবে। আর সতর্ক হওয়া ও অন্যকে সতর্ক করে দেওয়ার জন্য দরকার হচ্ছে হ্যাকিং এর বিভিন্ন উপায় ও তার থেকে বাঁচার উপায় জানা। সোজা কথা – বাঁচতে হলে জানতে হবে। এই অসাধারণ ইবুকটি আপনাদের জন্য তৈরি করেছেন টিজে রহস্যময়ী পথিক। বইটিতে খুব সুন্দর করে হ্যাকিং থেকে বাঁচার উপায়গুলো সম্পর্কে সাবলিল বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। তাই এক্ষুনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে-
0 comments:
Post a Comment