2.*****জুমলার ইতিহাস! ****

Posted by Monir Hossain On 8:57:00 pm | No comments
জুমলা শব্দটি মূলত “Swahili” ভাষার একটি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে “সবাই একসাথে”। জুমলার প্রথম সংষ্করন জুমলা ১.০ উন্মুক্ত করা হয় ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর। জুমলা নামক এই সিএমএসটির ডেভেলপার গ্রুপ “The Joomla Project Team” হিসেবে পরিচিত। ধারনা করা হয় ওয়ার্ডপ্রেসের পরে এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুল প্রচলিত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তবে এর অন্যতম বৈশিষ্ঠ্য হচ্ছে এটি নির্দিষ্ট কোন ওয়েবসাইট এর জন্য খ্যাত নয় অর্থাৎ জুমলা দিয়ে প্রায় সব ধরনেই ওয়েবসাইট তৈরী করা হয়

 
“The Joomla Project Team” এর লিডার হচ্ছেন Andrew Eddie. জুমলা নামটি অফিসিয়ালি ঘোষনা করা হয় সেপ্টেম্বরের ১ তারিখ ২০০৫ যদিও এর তৈরীর প্রক্রিয়া শুরু হয় আরো আগে থেকেই। অগাস্টের ১৮ তারিখে প্রজেক্ট লিডার Andrew Eddie তাদের প্রজেক্টের জন্য নাম আহবান করেন এবং সেপ্টেম্বরের ৬ তারিখ অফিসিয়াল জুমলা লোগোর জমা দেয়ার ঘোষনা দেয়া হয়। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর প্রজেক্ট টিম তাদের সিদ্ধান্ত জানান। জুমলা ২০০৬, ২০০৭ এবং ২০১১ তে Packt Publishing Open Source Content Management System এওয়ার্ড অর্জন করে। PACKT Publishing অক্টোবর ২০০৮ এ Johan Jansensse কে তার কাজের জন্য MVP অর্থাৎ সবচেয়ে মূল্যবান ব্যাক্তিত্ব হিসেবে ঘোষনা দেয় যিনি জুমলা ১.৫ সংষ্করনের অন্যতম কারিগর হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০০৯ সালে Louis Laundry একই সম্মাননা অর্জন করেন, তিনিও জুমলার অন্যতম কারিগর হিসেবে কাজ করেছিলেন। ১৬ সেপ্টেম্বর ২০০৫ এ জুমলার প্রথম সংষ্করন উন্মুক্ত হবার পর ২০০৮ সালের ২২ জানুয়ারী লং টার্ম সাপোর্ট সহ জুমলা ১.৫ সংষ্করন উন্মুক্ত করা হয়। ২০১১ এর ১০ জানুয়ারী এর পরবর্তী সংষ্করন জুমলা ১.৬ বের হয়। এই সংষ্করনে এডমিন ইন্টারফেস ও ক্যাটাগরি সহ বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। সেই বছরের ১৯ জুলাই নিরাপত্তা বিষয়ক উন্নতি সাধন করে জুমলা ১.৭ বের করা হয়। বর্তমানে জুমলার সর্বশেষ উন্মুক্ত সংষ্করন হচ্ছে জুমলা ২.৫ যা বের হয়েছে চলতি বছর অর্থাৎ ২০১২ সালের জানুয়ারী মাসের ২৪ তারিখ। এটি একটি লং টার্ম সাপোর্ট রিলিজ। সর্বশেষ তথ্যানুযায়ী ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত জুমলাকে ডাউনলোড করা হয়ে ৩০ মিলিয়নেরও বেশি সংখ্যক বার। এছাড়া জুমলার অফিসিয়াল ওয়েবসাইটে আছে ৯২০০ এর বেশি বিনামূল্যের এবং বাণিজ্যিক এক্সটেনশন। পাশাপাশি আন্যান্য উৎস থেকেও জুমলার আরো অনেক এক্সটেনশন সহজলভ্য। আশা করা হচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসেই জুমলার ৩.০ সংষ্করন উন্মুক্ত করা হবে। যদিও নিয়মানুযায়ী এটি বের হবার কথা ছিল জুলাই মাসে কিন্তু বিশেষ প্রয়োজনে তা পরিবর্তন করা হয়।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER