আমি এখন কিলগার  নিয়ে টিউন করব।
কিলগার দিয়ে আপনি যে কার যেকোনো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন।
ভিক্তিম যা যা তার কীবোর্ড এ টাইপ করবে সব কিছু চলে আসবে আপনার কাছে।
এ ছারাও তার আইপি,কম্পিউটার এর নাম,দেস্কতপ এর image ইত্যাদি।
এখন সুরু করা যাকঃ
১। এখান থেকে এই তা ডাউনলোড কররে নিন।
Download
*****before you download disable your antivirus*****
২। ওপেন করুন এবং EXTRACT করুন RAR দিয়ে।
৩। Syslogger Builder এই ফাইল টা ওপেণ করুন। এবং ভিতরের কিলগার টা ওপেণ করুন।

৪। ডান পাশ থেকে SMTP SELECT করুন।
৫। EMAIL ADDRESS আ আপণাড় গ্মাঈল আইডি ডীণ।
৬। PASSWORD এ আপনার পাস দিন।
৭। TEST MY MAIL চাপুন এব্নারাপ্নার মেঈল চেক করুন একটা TEST মেইল পাবেন। SURE হন।
৮। বাম পাশে আড়ো কীশূ OPTION আশে এগুলোও দেখতে পারেন।
৯। এবার BUILD SERVER এ চেপে SERVER ফাইল টী তিরী করুন।
১০। এবার BROWSE করে আপণাড় FILE টী SAVE করুন।
১১। এবার  Stealth-crypter ওপেণ এই টা ওপেণ করুন Stealth Crypter-v3।
এটা CRYPTER যা আপণাড় তৈরি ট্রোজান কে ANTIVIRUS DETECT করা থেকে বাঁচাবে।
সোঁ আমরা একটা ভালো CRYPTER ব্যাবহার করব।
১২। CRYPTER টা ওপেণ করুন।
১৩। [FILE SETTING] [#1] BROWSE করে SERVER FILE টি SELECT করুন।
১৪। [FILE SETTING] [#২] এতে আপনি একটা FILE এর সাথে BIND করে দিন।
এটি হতে পাড়ে কোন ছবি,গান, ইত্যাদি যেটা আপনার ভীচটীম সহজেই ওপেণ করবে।
১৫। আপনি ICON পরিবর্তন করতে পারবেন।
১৫**। এশারাও START UP,HIDE FILE,PROG FILES ইত্যাদি কাজ করতে পারেন।
১৬।এবার CRYPT FILE এ CLICK করে FILE টি CRYPT করুন।

কাজ শেষ এবার FILE TI RAR করে পাঠীয়ে দিন ভীচটীম এর কাশে।ওপেণ করবে টাড় সব INF আপনার কাছে আসতে থাকবে।
আর কিছু কথা বলা বাহুল্য যে আগে  ট্রোজান নিয়ে tune হয়েসে তবে এই crypter আর সাথে পরিচয় করে দেয়া হইনি।আর আর আগে stealer দেয়া হয়েসে তবে আবার আমি আপনাদের দিলাম keylogger এটাই বলতে পারেন হ্যাকিং এর সহজ বিসয়।আমি আপনাদের কে আর ভাল ভাল keylogger এর সাথে পরিচয় করিয়া দিব।
কিছু টিপসঃ
  • virus তৈরি করে অবশ্যই crypt করবেন।
  • rar করে তারপর পাথিয়ে দিবেন।
  • আপনার অ্যান্টিভাইরাস থাকলে বন্ধ ক্করে রাখুন।
  • নতুন নতুন সফটওয়্যার এর সাথে bind করবেন জাতে ভিচতিম আগ্রহী হয়।
  • জার পিসি তে ওপেন করবেন তার পিসি র ইনফ আপনার কাসে আস্তে থাকবে।
সবাই ভালো থাকুন।
MRN HACKER
কেউ কারো ক্ষতির জন্য ব্যবহার করলে আমি দায়ী না।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER