ফেইসবুকে ভিডিও আপলোড করা খুব একটা কঠিন কাজ নয়। তবে ভিডিও শেয়ার করার জন্য ফেইসবুক অফিসিয়ালি কোনো Embed কোড দেয়না। এর কারনে যে সমস্যা গুলোয় পড়তে হয় তা হলো-
  1. মজার কোনো ভিডিও ইচ্ছে করলেই খুব সহজে নিজের ওয়েবসাইট বা ব্লগের ভিজিটরের সাথে শেয়ার করা যায়না।
  2. ভিডিও দেখতে হলে ফেইসবুকের একাউন্ট থাকতে হবে এবং অবশ্যই লগইন করতে হবে।
তাই যাদের ফেইসবুক একাউন্ট নেই তাদের সাথে ভিডিও শেয়ার করা যায়না।

সমাধান:

ফেইসবুকে আপলোডকৃত প্রত্যেকটি ভিডিওর একটি ইউনিক আইডি থাকে যেটা আপনার ব্রাউজারের এড্রেস বারে দেখতে পাবেন।
facebook_embed
আইডিটি ব্রাউজারের এড্রেস বার হতে কপি করে নিম্নলিখিত কোডে xxxxx লিখিত স্থানে পেস্ট করুন।

<object width="400" height="224" >
<param name="allowfullscreen" value="true" />
<param name="allowscriptaccess" value="always" />
<param name="movie" value="http://www.facebook.com/v/xxxxx" />
<embed src="http://www.facebook.com/v/xxxxx" type="application/x-shockwave-flash"
allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="224">
</embed>
</object>

এরপর সম্পূর্ন কোডটি কপি করে কাঙ্খিত ওয়েবপেজে পেস্ট করলেই কাজ  শেষ।
একদম সহজ ! :)

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER