একটা ওয়েব পেজের গুরুত্বপূর্ণ উপাদান সমূহের একটি
হচ্ছে ইমেজ । ওয়েবপেজে ইমেজের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পেজটি
ব্যবহারকারীদের কাছে যেমন আকর্ষণীয় হয়ে ওঠে তেমনি ব্যবহার বান্ধবও হয়।
আকর্ষনীয় নেভিগেশন বার, বাটন, ব্যানার, ইত্যাদিতে ইমেজের ব্যবহার
অপরিহার্য। ওয়েব পেজে ইমেজ বা ছবি যুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্যাগটি
হচ্ছে <img> । এর কোন শেষ ট্যাগ নেই। শুধুমাত্র <img> দিয়ে
কোন কাজ হয় না, এর সাথে সবসময়ই src এট্রিবিউটটি ব্যবহার করতে হয়। যেমন
<img src=”pic.png”> , তাহলে pic.png ইমেজটি প্রদর্শিত হবে।পূর্ব প্রস্তুতি
ডেক্সটপে একটা webpage নামে folder নিতে হবে এর মধ্যে pic.png নামে save করা একটা ছবি রাখতে হবে।উদাহরণ প্রোগ্রাম
<html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body bgcolor=" green" style="text-align:center">
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body bgcolor=" green" style="text-align:center">
<h3> This is an example of image.</h3>
<img src="pic.png">
</body>
</html>
<img src="pic.png">
</body>
</html>
অনলাইনে সার্ভারে কোন ইমেজ আপলোড করা থাকলে উক্ত ইমেজ যুক্ত করার জন্য তার এড্রেস pic.png এর স্থানে লেখতে হবে। যেমন
<img src="http://www.tutohost.com/bangla/html/images/pic.png">
0 comments:
Post a Comment