সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়  ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি। আজকে অনেক দিন পর বাইক নিয়ে টিউন করতে বসলাম। আজকে যেই বাইক নিয়ে আলোচনা করব সেটি হল Hero Honda Hunk  এই বাইক অনেক ভালো। এটি চালিয়ে আপনি অনেক Comfort Feel করবেন। তাছাড়া দুরের যাত্রার জন্য এই বাইক অনেক ভালো। এটি চালিয়ে আপনি অনেক মজা পাবেন। এর ইঙ্গিন খুব বেশি শব্দ করে না। ৫ গিয়ার এর বাইক এটি । ১ টি নিছে বাকি সবগুলা উপরে। এর মাইলেজ ২৬-২৯ কিঃ মিঃ। এর স্পীড আমি ৮৩ কিঃ মিঃ পাইসি। আরও বেশি পাবেন আপনারা তবে এত বেশি স্পীড না দেওয়াই ভালো। 2011 তে Hunk এ কিছু নতুন Feature যোগ হয়েছে। সেগুল হলঃ
  • - Rear Disc Brake
  • - Digital and Analog Speedometer
  • - All New Visor
  • - All New Front Fender
  • - Tubeless Tyres
  • - LED Tail Lamps
  • - Attractive Graphics On The Tank
  • - Bull Logo on Tank Shrouds
  • - Maintenance-Free Battery
  • - New Design!
বর্তমানে আমার বাবাও এই বাইক ইউস করতেসে ১৪০০০+ কিঃ মিঃ চলার পরও এই বাইক এখন পর্যন্ত কোন প্রব্লেম করে নাই। এই বাইক অনেক ভালো আপনি এই বাইক নিঃসন্দেহে কিনতে পারেন। এতটুকু বলতে পারি যে এই বাইক Pulsar 150 থেকে ভালো।
তহ চলুন দেখে নেওা যাক Hunk এর Full Engine Specification:


ENGINE SPECIFICATIONS

Displacement:149.2cc
Engine:149.2cc. 4-Stroke
Maximum Power:14.2 Bhp @ 8500 rpm
Maximum Torque:12.8 Nm @ 6500 rpm
Gears:5 Speed
Clutch:Multiplate Wet
Bore:57.3
Stroke:57.8
Cylinder Configuration:NA
Engine Block Material:NA
Chassis Type:Tubular Diamond Type
Cooling Type:Air Cooling
Carburetor:C. V Type
0 to 60:5.08 sec.         


DIMENSIONS

Length:2080.00 mm
Width:765.00 mm
Height:1095.00 mm


OTHER SPECIFICATIONS

Weight:146.00 kg
Ground Clearance:145.00 mm
Fuel Tank:12.40 ltrs
Wheelbase:1325.00 mm
Electrical System:NA
Headlamp:12V-35W
Horn:NA
Wheel Type:Alloys
Wheel Size:2.75 X 18 42P/ 100/90 X 18 - 56P mm
Colors: Black, Blue, Red, Silver


দামঃ 1.97 Lakhs [ Showroom Price ]
কোথায় পাবেনঃ Hero Honda Showroom Or Other Bike Showroom
আমার জানা মতে এই বাইক এর সাথে কোন ফ্রী সার্ভিসিং পাবেন না। তবে আমি নিশ্ছিত না কারন ১ বছর আগে যখন আমি কিনি তখন কোন সার্ভিসিং দেয় নাই। তবে এই পর্যন্ত সার্ভিসিং করাই নাই।

বাইক এর ছবিঃ



মনে রাখবেন, নিজের বাইক দিয়ে কখনো  Stunts করবেন না । বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ  ৫০ কিঃ মিঃ রাখুন  খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।  রাস্তায়  ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না।

আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন,
ধন্যবাদ সবাইকে :D :D

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER