কেমন আছেন আপনারা? আজকে একটা চরম টিপস দিলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু।

১.  মনিটরের আলো জ্বলা/নিভাঃ
মনিটর ক্যাবল, ডেটা ক্যাবল, র‍্যাম, ডিসপ্লে কার্ড, সিপিইউ এর সকল কানেকশন ঠিক মত লাগাইতে হবে।
২. অনবরত ৩টা শব্দঃ
র‍্যামের সংযোগে সমস্যা আছে। পুনরায় র‍্যাম লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
৩. শুধু ৩টা শব্দঃ
গ্রাফিক্স কার্ডের সংযোগে সমস্যা আছে। পুনরায় লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
৪. দীর্ঘ সময় ধরে ৩টা শব্দঃ
বাইওস অথবা র‍্যাম এর সমস্যা আছে।
৫. অনবরত শব্দঃ
কিবোর্ডের কোনো কী-তে চাপ পরে আছে।
৬. মনিটরে ডিসপ্লে নাইঃ
হার্ড ডিস্ক এর সংযোগ সঠিক ভাবে লাগানো হয়নি। পুনরায় লাগিয়ে পিসি রিস্টার্ট দিতে হবে।
৭.  হার্ড ডিস্কের পার্টিশন দেখাচ্ছে নাঃ
হার্ড ডিস্কের ফরম্যাট মাদারবোর্ড কে সাপোর্ট করতেছে না।
৮. রেজিস্ট্রি ভুলঃ
অনাকাংক্ষিত ভাবে কম্পিউটার বন্ধ করা হয়েছে।পুনরায়, অপারেটিং সিস্টেম দিতে হবে।
৯. হার্ড ডিস্ক পাচ্ছে নাঃ
হার্ড ডিস্ক এর সংযোগ পাইনি।
কম্পিউটারের আরো বিস্তারিত সমস্যা ও সমাধান  জানতে আমার ব্লগ সাইটে Contact করুন।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER