জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করার সময় যদি ব্রাউজারটি কোন টেক্সট (লেখা) শব্দ হিসাবে পড়ে শোনাতো তাহলে কেমন হতো! মাইক্রোসফট উইন্ডোজে টেক্সট টু স্পেস এর মতই ফায়ারফক্সের এ্যাড-অন্স দ্বারাও সাইটের যেকোন টেক্সট এক ক্লিকেই পড়ে শোনার ব্যবস্থা আছে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 থেকে মাত্র ১০ কিলোবাইটে স্পীকইট এ্যাড-অন্সটি ইনষ্টল করুন।



ইনস্টল শেষে ফায়ারফক্সটি রিস্টার্ট করুন। এবার যেকোন টেক্সট যতটুক ইচ্ছা নির্বাচন করে মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনুর নিচের Say It এ ক্লিক করলে তা পড়ে শোনাবে। এতে মাইক্রোসফটের (টিটিএস) টেক্সট টু স্পীস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।


মজিলা ফায়ারফক্স এর সর্টকাট কি-গুলো নিচে দেয়া হল-
CTRL + A      Select all text on a web page
CTRL + B     Open the Bookmarks sidebar
CTRL + C     Copy the selected text to the Windows clipboard
CTRL + D     Bookmark the current web page
CTRL + F     Find text within the current web page
CTRL + G     Find more text within the same web page
CTRL + H     Opens the web page History sidebar
CTRL + I     Open the Bookmarks sidebar
CTRL + J     Opens the Download Dialogue Box
CTRL + K     Places the cursor in the Web Search box ready to type your search
CTRL + L     Places the cursor into the URL box ready to type a website address
CTRL + M     Opens your mail program (if you have one) to create a new email message
CTRL + N     Opens a new Firefox window
CTRL + O     Open a local file
CTRL + P     Print the current web page
CTRL + R     Reloads the current web page
CTRL + S     Save the current web page on your PC
CTRL + T     Opens a new Firefox Tab
CTRL + U     View the page source of the current web page
CTRL + V     Paste the contents of the Windows clipboard
CTRL + W     Closes the current Firefox Tab or Window (if more than one tab is open)
CTRL + X     Cut the selected text
CTRL + Z     Undo the last action
টিউন পরার জন্য ধন্যবাদ।  ভালো মনে করলে মন্তব্য করবেন।
মোবাইল ব্যবহারকারীদের মাঝে ব্যাটারি নিয়ে ঝামেলা পোহাতে হয়নি এমন লোক হয়ত খুজে পাওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। ব্যাটারির নান ধরনের সমস্যায় জর্জরিত মোবাইল ব্যবহারকারীরা। কারও চার্য তারাতারি শেষ হয়ে যায়, কারও ব্যাটারি চার্যে দেয়ার সাথে সাথে চার্য ফুল হয়ে যায় আবার একটু পরে মোরাইল অফ, কারও সেট হঠাৎ গরম অতঃপর শাটডাউন। এইরকম নানা সমস্যায় আমরা ভূগছি।
আমরা কিন্তু একটু সতর্ক হলেই এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেতে পারি। আমি আপনাদের সামনে সহজ কিছু টিপস তুলে ধরছি যা আপনাদের মোবাইল ব্যাটারির জীবনকে দির্ঘায়ীত করবে এবং প্রয়েজনের সময় আপনাকে সবার সাথে সংযুক্ত রাখবে বলে আশা করি
১. ব্লু-টুথ, ইনফ্রারেড এবং ওয়াইফাই বন্ধ রাখুন : ডাটা প্রসেসিং এর পর আমরা অনেকেই আমাদের ব্ল-টুথ অথবা ইনফ্রারেড বন্ধ করতে ভূলে যাই। এই কাজটি আমাদের মোবাইলের ব্যাটারি থেকে অনবরত পাওয়ার লস করে থাকে। তাই এখন থেক মনে করে ডাটা পাসিং এর পর ইনফ্রারেড এবং ব্লু-টুথ বন্ধ করে রাখুন।
২. প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিন আপনার মোবাইল ডিসপ্লের ব্রাইটনেস : আপনার মোবাইলে যদি ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করার অপশনটি থেকে থাকে তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিন আপনার মোবাইল ডিসপ্লের ব্রাইটনেস। নকিয়ার স্মার্টফোন গুলোতে লাইট সেন্সর ব্যবহার করা হয় যাতে এক এক ধরনের আলোতে ব্রাইটনেস এর পরিবর্তন হতে পারে। তবে আপনার মোবাইলে যদি অপশনটি থেকে থাকে তাহলে আপনি আপনার মোবাইলের ব্রাইটনেস মিডিয়াম করে রাখতে পারেন যা আপনার ব্যাটারির অনেক চার্য বাচাবে। আর যখন আপনি বাড়ির বাইরে আছেন এবং আপনার মোবাইল চার্য ক্ষুধায় ভূগছে, হাতের কাছে চার্যারটিও নেই তখন আপনি আপনার মোবাইলের ব্রাইটনেস মিনিমাম করে রাখতে পারেন। আর একটি ছোট্ট টিপস্ হল আপনি আপনার মোবাইল এর কলিং অপশনের ব্যাকলাইট এর টাইম কমিয়েও রাখতে পারেন।
৩. যতটা সম্ভব ভাইব্রেশন বন্ধ রাখুন : এই টিপস্ যখন আপনি কোন কনফারেন্স রুমে, হসপিটালে অথবা ক্লাসরুমে থাকবেন সেই সময়ের জন্য প্রযোজ্য নয়। কারণ আপনাকে তখন মোবাইল সাইলেন্ট মোডে রাখতে হয়। তবে একটা জিনিস করা যায়, যেহেতু আপনি ক্লাসরুমে কোন কল রিসিভ করতে পারবেন ই না, তাই মোবাইল এর রিংটোন ও ভাইব্রেটর দুটোই অফ রাখতে পারেন। পরে দেখে নিতে পারবেন। ( এই ক্ষেত্রে একটা ভয় : প্রেমিকার ফোন আসলে আপনি না ধরায় রেগেমেগে ব্রেকআপ ও হয়ে যেতে পারে )। অন্নান্য সময় আপনার মোবাইলের রিংটোনের লেভেল কমিয়ে রাখতে পারেন যা কিছুটা হলেও আপনার ব্যাটারি সঞ্চয় করবে।
৪. নেটসার্ফিং থেকে বিরত থাকুন : এজ সার্ভিসের কল্যানে আমরা সবাই কানেক্টেড। কিন্তু আপনার মোবাইল ব্যাটারির প্রান যখন যায় যায় তখন নেট সার্ফিং থেকে সম্পূর্ণ বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। নতুবা এক ঘন্টা আগেই আপনি শাটঅফ হয়ে যেতে পারেন। তাছারা গেমস, ভিডিও ও এমপিথ্রি থেকে বিরত থাকুন।
৫. যেখানে নেটওয়ার্ক সিগনাল নেই সেখানে মোবাইল অফ রাখুন : যে এলাকায় আপনার ব্যবহার করা মোবাইল অপারেটর এর নেটওয়ার্ক সেবা পৌছায়নি সে সমস্ত এলাকায় আপনি আপনি আপনার মোবাইল অফ রাখলেই অন থাকতে পারবেন! একটু অবাক হলেন? হুম, বুঝিয়ে বলি....আপনি আপনার ইউনিভার্সিটির আন্ডারগ্রাউন্ড স্টাডি এরিয়াতে বসে স্টাডি করছেন কিন্তু সেখানে কোন মোবাইলের সিগনালই পৌছাতে পারেনা। তখন আপনার মোবাইল অনবরত আপনার মোবাইল অপারেটর এর সিগনাল খুজতে থাকে যা অনেক দ্রুত আপনার ব্রাটারি শেষ করে দিতে পারে। এই সময় গুলোতে আপনি আপনার মোবাইলকে খানিকটা সময়ের জন্য বিশ্রামে রাখতে পারেন।
৬. চার্জিং এবং ডিসচার্জিং : এই ব্যাপারটা আমদের অনেকর কাছেই ঘোলাটে। আসলে এই ব্যাপারটা জানার চেষ্টাই করিনা আমরা। আমরা অনেকেই যখনই পারি তখনই ব্যাটারি চার্জ করি। আবার অনেকে অর্ধেক ব্যাটারি ব্যবহার হয়ে যাওয়ার পর চার্য করি। আসলে মোবাইলের লম্বা জীবনের জন্য এই দুটো কাজের কোনটাই ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে তখনই ব্যাটারি চার্য করা উচিৎ যখন ব্যাটারি লেভেল অনেক নিচে নেমে আসে। আর ব্যাটারির লম্বা জীবন নিশ্চিত করতে সম্তাহ অথবা মাসে অন্তত একবার ফুল ব্যাটারি ব্যবহারের পর চার্য করা উচিত।
৭. ব্যাটারি মেইনটেইনেন্স : আপনার মোবাইলের ব্যাটারিকে আদ্রতা ও তাপ থেকে সাবধানে রাখুন। বর্ষাকালে আপনার মেবাইল ব্যাটারির বিশষ যত্ন নিন। যদি অনেক দিন যাবৎ দেশের বাইরে থাকেন অথবা কাজে ব্যস্ত থাকার কারনে মোবাইল ব্যবহার করতে না পারেন তাহলে মোবাইল ব্যাটারিটি খুলে কোন শুকনো জায়গায় সাবধানে রেখে দিন।
এই টিপস গুলো মোটামুটি মেনে চললেও আমাদের মোবাইল ব্যাটারি দীর্ঘ জীবন লাভ করবে বলে আমার ধারনা............
নোয়াখালী সেনবাগ উপজেলায় বাল্যবিয়ের দায়ে বরসহ ১০ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার উপজেলার কেশারপাড় ইউনিয়নের লেদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কেশারপাড় ইউনিয়নের লেদুয়া গ্রামের মো. সোলায়মানের ছেলে সোহাগের সঙ্গে একই গ্রামের আবদুল মান্নানের মেয়ে কানকিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রুবি আক্তারের গোপন বিয়ের দিন ধার্য হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল হক বর ও কনেপক্ষকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আনোয়ার পাশা মঙ্গলবার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরসহ বর পক্ষের ১০ জনকে ২ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। এরা হলেন, বর মো. সোহাগ, বরের বাবা মো. সোলায়মান, বরের আত্মীয় ও সহযোগী দিদার, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন খোকন, আম্বিয়া বেগম, আবদুল মান্নান, জোলেখা বেগম, শাহাজাহান, মাওলানা ইউসুফ ও আবদুস সোবহান।
প্রতি বছর সংযম ও আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র মাহে রমজান। প্রথিবীর সব দেশেই আসে। সারাবছরের পাপ ও আত্মশুদ্ধির জন্য মহান আল্লাহর কাছে মাগফেরত কামনা করে ধর্মপ্রাণ মুসলমান। বিগত দিনের ভুলত্রুটি ও অন্যায়ের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।

সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান এবং বাস্তবতা


প্রতি বছর সংযম ও আত্মশুদ্ধির মহান বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র মাহে রমজান। প্রথিবীর সব দেশেই আসে। সারাবছরের পাপ ও আত্মশুদ্ধির জন্য মহান আল্লাহর কাছে মাগফেরত কামনা করে ধর্মপ্রাণ মুসলমান। বিগত দিনের ভুলত্রুটি ও অন্যায়ের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।



 কিন্তু আমাদের মাঝে আসা এই পবিত্র রমজান যেন হাজির হয় একটু ভিন্ন আঙ্গিকে। রমজান আসলেই যেন এদেশের বাজারে আগুন লাগে। অনেক ঢাকঢোল পিটিয়ে সে আগুন আয়ত্ত্বে রাখার চেষ্টা করলেও কোন এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয় সব চেষ্টা ও কলা কৌশল। মজুদদার-মুনাফাখোর-তোলাবাজদেও গ্রেফতার কর, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া রুখো’ এই সকল শ্লোগান ধ্বনিত হয় সর্বত্র।

প্রতিবছর রমজানের আগে এই মহড়ার পূনরাবৃত্তি ঘটলেও মজুদার,মুনাফাখোর-তোলাবাজরা অঘোষিত আর পূর্ব পরিকল্পনা মোতাবেক নিজ নিজ দায়ত্ব পালনে থাকেন দৃঢ় প্রতিজ্ঞ। ফলে সাধারণ জনগন প্রতি রমজানেই পুড়তে থাকে এক অদৃশ্য অনলে। মহান আল্লাহর দরবারে তার এবাদত বন্দেগী দ্বারা তার পাপ মোচন করতে পারলেও বাজারের আগুনে সে ঝলসাতে থাকে প্রতিনিয়ত।

 
বাড়ে যানজট। এর থেকে তার কোন পরিত্রান নাই। 


 পবিত্র রমজানকে সামনে রেখে মূল্যবৃদ্ধির জুয়া খেলা কেবলমাত্র আমাদের দেশেই সম্ভব। বিশ্বের আর সব মুসলিম দেশেই শুনেছি পবিত্র রমজান এলে জিনিষপত্রের মূল্য কমে, সকল জনগণের মাঝেই সংযম বাড়ে। আর আমাদের দেশে মানুষের মাঝে অসংযমতা বৃদ্ধি পায় আর সেই সুযোগে জিনিস পত্রের মূল্য বৃদ্ধিপায়। জনগণ যেন এই মাসে বেহিসেবীর মত খরচ করতে পিছপা হন না। তারা ভুলে যান রমজান সংযমের মাস।

সারাদিন অভুক্ত থেকে ইফতারী ও সেহরীতে বাহুল্য অতি আয়োজন ও অপচয় করার নাম সংযম বা রোজা নয়। প্রতিক্ষেত্রে সংযম প্রদর্শন করাই রমজানের আদর্শ। আসুন আমরা যার যার অবস্থান থেকে প্রকৃত সংযম প্রদর্শন করে প্রকৃত আত্মশুদ্ধি লাভে ব্রত হই।





ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী, সিলেট সহ দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ইতিমধে্য শুরু হয়েছে। সবার আগে সঠিক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। শুধু তাই নয় বাংলাদেশের শিক্ষামুলক সব ধরনের তথ্য প্রকাশিত হয় এই সাইটটিতে।এখানে ক্লিক করুন।

Posted by Monir Hossain On 12:42:00 pm | No comments

আপনারা হয়ত crysis  গেম এর নাম শুনে থাকবেন। এটি ২০০৭ এ  আবমুক্ত হয়েছিল । এটি একটি শুটিং গেম । শুটিং গেম হলেও এটি প্রথাগত শুটিং গেম থেকে ভিন্ন । এর গল্প শুরু ২০২৩ সালে যখন usa এর  স্পেসিয়াল ফর্সের একটি টিম কোরিয়া তে গিয়ে তাদের গোপন ল্যাব এ হামলা চালআয় , আর আবিষ্কার করে তারা পৃথিবী  তে খুঁজে পাওয়া একটি  এলিয়েন শিপ নিএ তা দিইয়ে গবেষণা করছে । গবেষণা করতে গিয়ে তারা তাদের আজান্তে এলিয়েন শিপ এ পাওয়ার সাপ্লাই দেয় এবং পৃথিবী তে এলিএন দের সক্রিয় করে ফেলে । এর অস্তিত্ত প্রকাশিত হলে neuclear বিস্ফরন ঘটান হয় । কিন্তু এ শক্তি কাজএ লাগিয়ে এলিএন রা তাদের ক্ষমতা এতও বারিএ ফেলে যে তারা সারা পৃথিবী তে আক্রমন করে ।



crysis 2 এ গেমার কে এই আক্রমন ঠেকিয়ে মানব জাতি কে রক্ষা করতে হবে । এ জন্য সে পাবে ২০২৩ সালের অত্যাধুনিক অস্ত্র । কিন্তু অস্ত্র এই গেম এর বিশেষত্ব নয় । এর প্রধান উপজীব্য nano suit , যা একটি পোশাকের মত । এ nano suit এর আছে কিছু বিশেষ ক্ষমতা , যেমন অস্বাভাবিক দ্রুত গতিতে চলা , অস্বাভাবিক শক্তি,অস্বাভাবিক resistense ইত্যাদি । আপনাকে এই শক্তি দেইয়ে nano suit এরমাধমে new york city এ থাকা এলিয়েন মাদার শিপ ধংস করতে হবে । একে একে বাধা অত্তিক্রম করে এ শিপ এ পউছাতে হবে । আপনার অস্ত্র upgrde করার মাধমে শক্তিশালি enimy মারতে পারবেন ।
তো বসে যান pc তে আর save করুন বিশ্ব কে ।
আসসালামুয়ালাইকুম , সবাই কেমন আছেন??? আজ নতুন আর একটি েগমস নিয়ে আসলাম আপনাদের জন্য......
 


 

আমরা অনেকে Project IGI গেমের সাথে পরিচিত। অনেকে বিনা বাধাই গেমটির সব মিশন শেষ করেছেন...... কিন্তু আমার মত যারা তা পারেননি, তারা কেন তা পারেন নি???
উত্তর টা আমি দিয়ে দিচ্ছি।। গুলির সিমাবদ্ধতা আর লাইফ এর সিমাবদ্ধতা...
যদি আমি ঠিক বলে থাকি তাহলে আজকের এই টিউন আপনারই জন্য। কিছু দিন আগে টিউনারপেজে দেখলাম এক ভাইয়া টিউন করেছে কিভাবে Project IGI এ আনলিমিটেড ওয়েপন পাউয়া যায়।
পড়ে ভালই লাগল। বিনা বাধাই পার হলেম ৬ টা মিশন। কিন্তু সমস্যা হল ৭ নং মিশনে এসে।। যারা Project IGI গেম খেলেছেন তারা জানেন ৭ নম্বর মিশনটা কত কঠিন...
এরপর শুরু হল আমার নেটে সার্চ করা... অনেক সময় নষ্ট করে অবশেষে পেলেম কাংখিত ফলাফল।
বাস ১ দিনেই সব মিশন শেষ :D
এবার আপনাদের বলি কিভেবে এটা করবেন...


ধাপ ১ ঃপ্রথমে একটি ফাইল ডাউনলোড করতে হবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ধাপ ২ঃ RAR টি এক্সিট করুন এবং যেখানে Project IGI সেটআপ দেয়া আছে সেখানে এগুলো পেষ্ট করুন...
ধাপ ৩ঃএবার এখান থেকে igi_trn.exe ফাইল টি ওপেন করুন।
ধাপ ৪ঃ এবার ফাইলটি ওপেন থাকা অবস্থাই Project IGI গেম টি ওপেন করুন...
ধাপ ৫ঃ গেমের যেকোন মিশনে যান.
এবার বাটন গুল চাপলে সূবিধা গুলো পাবেন
F9 Unlimited Health
F10 Unlimited Ammo
F11 Rapid fire
F12 Back To Normal
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন.....

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি , আজ আমি আপনাদের সাথে একটি অসাধারন এবং ২০১২ সালের সব চেয়ে জনপ্রিয় গেমটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই গেমটি উপভোগ করবেন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেরি না করে গেমটি ডাউনলুড করে পেলেন।




1 









2 











Download
Installation_Tips
Download
Minimum Requirements :
1. Windows XP SP2/ Vista/ 7 (32 and 64 bits)
2. 1.8 GHz of Processor
3. 1 GB RAM (XP) or 1 GB RAM (Vista/ 7)
4. ~ 8 GB of free HDD space
5. Internet Connection
6. DirectX 9.0c
7. 256 MB of VRAM
সময়ের অভাবে সব গুলু গেম দিতে পারিনি বলে আমি দুঃখিত। যারা গেইম খেলতে ভালবাসেন তারা এখানে দেখে নিন অনেক গেইম আছে, তাই মিস করবেন না।

কিছু দিন আগে দেখলাম  IGI এর unlimited ammo, unlimited health নিয়ে অনেক গুলো পোস্ট হয়েছে । তখন মাথায় আসলো  IGI 2 এর unlimited ammo আর  health পেলে মন্দ হতো না।  গুগল মামা কে জিজ্ঞেস করে পেয়ে ও গেলাম । তাই আপনাদের সাথে তা শেয়ার করার জন্য চলে আসলাম ।
নিচে ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করেনিন 38 KB এর trainer টি ।
এর থেকে কি কি সুবিধা পাবেনঃ
১। unlimited health
২। unlimited ammo
৩। যেকোনো door খুলতে পারবেন।
৪। নিজেকে অদৃশ্য করতে পারবেন।
৫। টাইম freeze করে দিতে পারবেন
বিস্তারিত trainer এর সাথে দেয়া আছে ।
সুতরাং আর দেরি কেন । এখনি ডাউনলোড করেনিন ।




                         

***GTA Vice city Cheat Code..__BY: Mh Raju Esc.***

Posted by Monir Hossain On 4:30:00 am | No comments
গেম খেলতে সবাই ভালবাসে।। কিন্তু আমি এটাতে ৫ হাত এগিয়ে।। আমার কাছে যতগেমের সিডি আছে তা দিয়ে মনেহয় ছোট খাট একটা দোকান দেয়া সম্ভব :) তবে সবগেমতো আর খেলা হয় না বিশেষ কিছু গেম খেলতে ভাললাগে।। আমার ভাললাগা একটা গেমের নাম GTA Vice city... আমার মনে হয় আমরা সবাই কম বেশি এই গেমের সাথে পরিচিত। গেমটা খুব একটা কঠিন না ( আমার কাছে সহজই মনে হয় )।। আবার চিটকোড দিয়ে খেললে আর সহজ হয় আর মজা পাউয়া যায়।। ফালতু পেচাল বাদ দিয়া কামের কথাই আসি :D
ইন্টারনেটে সার্চ দিলেই এইগেমের অনেক Cheat Code পাবেন।। আমি কিছু কমন Cheat Code দিলাম।। ট্রাই করে দেখবেন ভাল লাগতে পারে।। খারাপ লাগলে দোষ নাই :P
আর হ্যা খারাপ লাগলে এমন কমেন্ট করবেন না যে কমেন্ট পরে আমি টিউন করার আগ্রহ হারিয়ে ফেলি।। আর ভাল লাগলে জানাবেন :)


        Vehicle Vice City Cheats

bigbang - Destroy all cars
wheelsareallineed - Strip cars
comeflywithme - Flying dodo car
greenlight - All traffic lights are green
miamitraffic - Traffic moves faster
travelinstyle - Flying car
panzer - Spawn a tank
thelastride - Spawn a hearse
rockandrollcar - Spawn a limo
rubbishcar - Spawn a garbage truck
gettherefast - Spawn a sabre turbo
betterthanwalking - Spwan a caddy
gettherequickly - Fast car
getthereveryfastindeed - Faster car
getthereamazinglyfast - Fastest car
iwantitpaintedblack - Black traffic
seaways - Cars float on water
gripiseverything - Improved car handling
ahairdresserscar - Pink cars
loadsoflittlethings - Change wheel size


           General Game Play/Character Vice City Cheats

apleasantday - Nice weather
alovelyday - Great weather
abitdrieg - Cloudy weather
catsanddogs - Rain
cantseeathing - Fog
lifeispassingmeby - Speed up game
stilllikedressingup - Change pedestrian clothes
fightfightfight - Pedestrian riot
nobodylikesme - Pedestrians attack you
ourgodgivenrighttobeararms - Pedestrians have weapons
onspeed - Walk faster
booooooring - Walk Slower
chickswithguns - Bikini women with guns
chasestat - See wanted stats
fannymagnet - Tommy groupies
certaindeath - Tommy starts smoking
deepfriedmarsbars - Tommy is fatter
programmer - Tommy has thing arms and legs
hopingirl - Pedestrians get in your car
cheatshavebeencracked - Play as Ricardo Diaz
looklikelance - Play as Lance Vance
mysonisalawyer - Play as Ken Rosenberg
looklikehilary - Play as Hilary King
rockandrollman - Play as Love Fist character (Jezz Torent)
weloveourdick - Play as Love Fist character (Dick)
onearmedbandit - Play as Phil Cassidy
idonthavethemoneysonny - Play as Sonny Forelli
foxylittlething - Play as Mercedes
আপনি কি নিড ফর স্পিড খেলতে খেলতে বোরিং হয়ে গেছেন? পুলিশ এর তাড়া খেতে খেতে বিরক্ত? শহরের রাস্তায় আর মন বসছে না? রেসিং রাস্তায় প্রফেশনাল রেসিং গেম খুঁজছেন? তাহলে আজকের গেমস জোন তাদের জন্যই। :P
নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকে থাকছে একটি ড্রাইভিং গেমস। ড্রাইভিং গেমস বলতে প্রথমেই চোখে ভাসে নিড ফর স্পিড এর গেমস গুলো।
আজকের গেমস TOCA Race Driver 3
গেমসটি তৈরি করা হয়েছে একদম প্রফেশনাল রেসিং কে সামনে রেখে। গেমটি খেলতে খেলতে আপনি হারিয়ে যাবেন প্রফেশনাল রেসিং এর দুনিয়ায়। যেকোন পিসিতে গেমটি ভাল গ্রাফিক্স দিয়ে চালাতে পারবেন।

********
TOCA Race Driver 3



Developer:
Codemasters
Publisher:
Codemasters
Platform(s):
Microsoft Windows (Except Windows 7 and 8),
PlayStation Portable (PSP)
Xbox.
Release Date(s):
February 22, 2006 (on North America)
February 24, 2006 (on Europe)
February 16, 2007 (on PSP)
Genre:
Racing
Mode(s):
Single-player,
Multiplayer
Rating(s):
ESRB: E10+
PEGI: 12+

টোকা রেস ড্রাইভার ৩ গেমটি টোকা রেসিং ভিডিও গেমস এর ৩য় রিলিজ। যা শুধুমাত্র উইন্ডোজ এক্স.পি জন্য ফেব্রুয়ারী ২৪, ২০০৬ এ রিলিজ হয়। গেমটি সাজানো হয়েছে সম্পূর্ণ প্রফেশনাল রেসিং গেমস এর আদলে।
টেনস স্পোর্টস এ রেসিং শো দেখতে দেখতে আমারও ইচ্ছা হল যে আমিও যদি পিসিতে সেই রকম রেসিং গেমস খেলতে পারতাম। অবশষে পেয়ে গেলাম টোকা রেসিং ড্রাইভার ৩ গেমটি।
গেমটিতে মোট ১২০টি চ্যাম্পিয়নশিপ এবং ৩৫টি টাইপ এর রেসিং মডেল রয়েছে। সাথে রয়েছে অসংখ্য বোনাস চ্যাম্পিয়নশিপ। এছাড়াও গেমটি তে রিয়াল লাইফ এর চ্যাম্পিয়ন শীপ  যুক্ত করা হয়েছে।
ওভারভিউ:
গেমটির সিঙ্গেল প্লেয়ার মোড টি দুই ভাগে বিভক্ত। World Tour এবং Pro-Career.
Word Tour তে আপনাকে ৩২টি মিক্স ভিন্ন ভিন্ন ইভেন্ট এ খেলতে হবে। আপনার কোচ হিসেবে থাকবে রিক নামের একজন।




Pro-Career টি একটু বড়সড়। মোট ১৭৭টি কাপ রয়েছে এতে।

গেমটিতে বিভিন্ন প্রজন্মের মোট ৭০টি গাড়ি রয়েছে। এগুলো হলো:


 


WSC Sprintcar









গেমটির গ্রাফিক্স একটু হালকা-পাতলা। যেহেতু এটিকে পেন্টিয়াম ৩ এও আমি চালিয়েছি। ভালভাবে গেমটি খেলতে হলে আপনার পিসিকে ডুয়াল কোর এবং ২জিবি Ram এবং ২৫৬এমবি গ্রাফিক্স কার্ড থাকতে হবে। আপনার যদি বিল্ট-ইন গ্রাফিক্স কার্ড (ভিজিএ) থাকে তাহলে তাকে ২৫৬এমবি এক্সটারনাল গ্রাফিক্স কার্ড এ আপডেট করুন। যেকোন পরিমাণ এর গ্রাফিক্স কার্ড আপনার পিসিতে দ্রুতসতির করবে। ২৫৬এমবি মাত্র ১২০০টাকা। আর যদি ২০০০টাকায় ৫১২এমবি তে আপডেট করতে পারলে ভাল। তবে সবচেয়ে ভাল হয় ৩৫০০টাকায় ১জিবি গ্রাফ্রিক্স কার্ড। :roll:
Download Link: (Direct Links):

Part 1: (345KB)

http://games.load.t-online.de/toigamesload/racedriver3.exe
Part 2:(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-1.bin
Part 3(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-2.bin
Part 4:(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-3.bin
Part 5(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-4.bin
Part 6(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-5.bin
Part 7 (533MB)

http://games.load.t-online.de/toigamesload/racedriver3-6.bin
Crack:
http://www.4shared.com/file/bLt4hvIg/crack_TOCA3.html
How To Install :
1. Download all 7 Parts and then put them into a Folder.
2. Download and Install Universal Extractor. Download Here. (Direct Link)
www.legroom.net/scripts/download.php?file=uniextract161
3. After Installation of Universal Extrator. open it.
4. Click Open. Then Select racedriver3.exe
5. Extract all the files into a folder.
6. after extraction, go to that folder and install the game with setup.exe
7. Finaly copy-paste the CRACK into game folder.\
8. Now Play & Enjoy!!!
আজকের গেমস জোন এখানে শেষ করছি। সামনে থাকছে আরো আকর্ষণীয় সব গেমস। গেমস জোন এর পর্ব ২টি ভাগে বিভক্ত। একটি টিউন করছি হাই কোয়ালিটি গেমস নিয়ে আর আরেকটি টিউন করছি প্রায় সব ধরণের পিসিতে খেলা যায় এমন সব গেমস নিয়ে।
ভাল থাকবেন।
ধন্যবাদ। :D




System Requirements:
ModeOSProcessorRamV-RamHDD
MinimumWindows XPPentium 4 1.5GHz512MB64MB6GB Free
MaximumDual Core 2.0GHz2GB256MB
With DirectX 9.0c and Pixel and Vertex Shader 2.0
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
যারা ছোট-খাটো গেইম খেলতে পছন্দ করে তাদের জন্য এই টিউনটি।
আমার অনেকদিনের ইচ্ছে ফ্লাস নিয়ে প্রজেক্ট বেসিস কিছু টিউটেরিয়াল দেয়া। আমি বেঁচে থাকলে পাবেন।

গেম ও ফান দেখতে এখানে ক্লিক করুন।

 

  

এখান থেকে গেমটি বাছাই করে নিন। আপনার পছন্দের গেমে ক্লিক করুন।

 

 


গেমগুলো অনেক মজার।
অফ-লাইনে খেলতে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আসসালামু আলাইকুম,কেমন আছেন গেম পাগলেরা সবাইকে INTOB এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে  এই রমজানে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশি ও আশেপাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। প্রতিটি দিনই আপনাদের সবার ভাল ভাবে কাটুক এটাই কামনা করি।। |আমি কিন্তু ভালো আছি।টেকটিউনে এ প্রতিদিন এত সুন্দর সুন্দর পোষ্ট হচ্ছে এতে কী ভালো না থেকে পারা যায়? টেকটিউনে এটা আমার প্রথম টিউন |এখন থেকে আমি মোবাইল ডাউনলোড নিয়ে বলব|হাতে সময় থাকার কারণে আজ গেমস জোনের নতুন পর্ব দিতে পারেছি
আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্নধরমি একটি মোবাইল গেমসের সাইট | এখানে আপনি অনেক ধরনের গেমস পাবেন | তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করুন আপনার গেমসগুলো |
 
ভাল লাগলে comment করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্কুলে ক্লাসের প্রথম বেঞ্চের শিক্ষার্থী ছাড়া সবার মধ্যেই একটা অংকভীতি লক্ষ্য করা যায়। অংক প্রীতি আছে এমন স্টুডেন্ট পাওয়া দুষ্কর। এখন কি অবস্থা কে জানে তবে আমাদের স্কুল জীবনে এমন অবস্থা ছিলো। এজন্য ছাত্র/ছাত্রী, অংক শিক্ষক নাকি ম্যাথমেটিকসের আবিষ্কারক কে দায়ি আজ অবাধি বুঝতে পারছি না। আমার একটা সময় অংক ভিষন বিরক্তের বিষয় ছিলো। এখন নেই। রবীন্দ্রনাথের “ইচ্ছে পূরণ” গল্পের মতো আবারও স্কুলে যেতে ইচ্ছে হয়। কিন্তু ভাই সময় বড্ড ধুরন্ধর!!! যখন বোঝা উচিৎ তখন বুঝি না আর যখন বুঝি তখন সময় ব্যাটা হারিয়ে যায়।

যাই হোক, এখন যে টিউনটি দিচ্ছি তা মূলত বাচ্চাদের অংক শেখার কিছু গেমের সাথে পরিচয় করিয়ে দেয়া সংক্রান্ত। মজার ব্যাপার হচ্ছে এই গেমগুলো আমারও ভিষন প্রিয়। কিন্তু আমি তো বাচ্চা না ; আমার ভালো লাগবে কোন যুক্তিতে।

অংক শেখা সংক্রান্ত গেমগুলো দেখতে এখানে ক্লিক করুন।

  

ওয়েবসাইটিতে বিভিন্ন ধরনের গেমের সমারহ দেখতে পাবেন। কয়েকটিতে এজ রেঞ্জ দেয়া আছে। আপনার মনের মত করে বাছাই করে ক্লিক করুন।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
পশুপাখির জন্য ভালোবাসা আমাদের জিনগত ব্যাপার। আপনাদের জন্য অতি সহয সরল কিছু টিউন দিতে চাচ্ছি। দয়া করে অবমূল্যায়নের চোখে দেখবেন না। আজ হয়তো যে জিনিসটি অকাজের মনে হবে তা হয়তো ভবিষ্যতে অসম্ভব রকমের নির্ভতার মাধ্যম হতে পারে। কবির সুমনের গানের লাইন মনে পড়ে গেলো-
“আজকে যে প্রেমে পরে উম্মাদ।
ঘোর সংশারী হবে কাল সে”
 “আজকে যে চুল রাখে বাবরী
লুকাবে চাঁদের টাক কাল সে”

পশুপাখির গেম গুলো খেলতে এখানে ক্লিক করুন।

 

 


এখানে যা আছে সবই পশু-পাখি সম্পর্কিত গেম। আপনার মনের মত করে বেছে নিন।
এই গেমগুলো কম নেট স্পীডেও চলবে।
দারুন মজার গেম।
আসুন আমরা পশু-পাখির গেমগুলোর মাধ্যমে কিছুক্ষনের জন্য ছেলেবেলায় হারিয়ে যাই।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়ায় ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি। আজকে আমি যেই টিউনটি করব  সেটি হল বাইক নিয়ে । এখানে বাইক নিয়ে কেও টিউন করেছেন বলে মনে হয় না। জন্মের পর থেকেই বাসায় বাইক দেখে আছসি। কিন্ত আমার বাবার করা নির্দেশ বাইক চালানো শিখা যাবে না  তাই ক্লাস ৬ পর্যন্ত  মনের দুঃখ নিয়েই থাকলাম। ক্লাস ৭ এ উঠার ২-৩ মাস পরেই ভাইয়া বাইক কিনল  Yamaha Fazer 153cc তখন আর আমায় টেখায় কে? বাবার চোখ ফাকি দিয়ে বাইক চালানো খুব ভালভাবেই শিখলাম তবে বাবার বাইক চালাতে পারতাম নাহ আর ভাইয়াও অনেক বিজি থাকতও তাই মাসে ১ বার চালাতে পারতাম ক্লাস ৮ এ উঠে  খুব ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর ১ তা Stunt শিখায় এর মদ্ধে বাবাও নতুন বাইক কিনসে।
আমার বন্ধুদের জখন বলতাম আমি বাইক চালাতে পারি তখন ওরা মনে করত আমি চাপাবাজি করতেসি তহ একদিন ভাইয়া বাইরে থেকে আশার পর বাইক চাইলাম বলল নিয়ে যাও তবে আস্তে চালিয়ো তখন তহ আর মজা বন্ধু এপিক কে কল দিয়া বললাম বাইর হইতে ও তহ বাইর হয়া পুরা তহ। ওই দিন ৬৭ স্পীড এ চালাইলাম আস্তে আস্তে আমার স্পীড বারতে লাগল এর আখন ৯৭ এ আইশা থামল। জানি আত স্পীড দেয়া ঠিক না তবুও আমার মন তহ মানে নাহ। অনেক আজাইরা পেচাল পারলাম এখন কাজের কথা আসি।আজকে আপনাদের যেই বাইক সম্পর্কে বলব সেটি হলঃ Yamaha Fazer 153cc এই বাইকটির সবচেয়ে ভাল গুন হল এই বাইক অনেক Smooth. যারা চালিয়েছেন সুধু তারাইএ বলতে পারবে এটা চালাতে কত মজা । যা অন্য কোন  বাইক এ আমি আজ পর্যন্ত  পাই নাই।
চলুন তাহলে এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ


ENGINE SPECIFICATIONS

Displacement:153cc
Engine:153cc, 4-stroke
Maximum Power:14 Bhp @ 7500 rpm
Maximum Torque:14 Nm @ 6000 rpm
Gears:5 Manual
Clutch:Constant Wet Multi Plate
Bore:58
Stroke:57.9
No. of Cylinders:1
Valve Per Cylinder:2
Chassis Type:Diamond
Cooling Type:Air Cooling


DIMENSIONS

Length:1975.00 mm
Width:770.00 mm
Height:1045.00 mm


OTHER SPECIFICATIONS

Weight:141.00 kg
Ground Clearance:160.00 mm
Fuel Tank:12.00 ltrs
Wheelbase:1335.00 mm
Headlamp:12V35W / 35W+35W
Wheel Type:5 Spoke 17" Alloys
Wheel Size:100/60 - 140/60 mm
Colors: White, Black Cyber Green, Midnight Black and Lava Red


বাংলাদেশি বাজার মূল্যঃ  2.40 Lakhs (( Showroom Price ))
কোথায় পাবেনঃ যেকোনো Yamaha Dealer শপ এ।


বাইক এর কিছু ছবিঃ
























এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing করাবেন।  নিজের বাইক দিয়ে Stunts না করাইএ ভাল এতে Engine ভাল থাকে।  তাছাড়া বাইক নিয়ে কখনো রেস করবেন  না।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুনঃ

পরবর্তী টিউন এ Yamaha R15 V2 সম্পর্কে লিখবো।

ধন্যবাদ সবাইকে..... :D :D
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়  ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি।
অনেক দিন পর টিউন লিখছি। নেট এর স্পীড এর যা অবস্থা কমেন্ট করতেই অনেক কষ্ট হয়। আজকে এর আজাইরা পেচাল পারুম না। আজকে আমরা যে বাইক সম্পর্কে জানব সেটি হল Yamaha R15 v2 এটা বাংলাদেশ এ সবচেয়ে হাই ফাই বাইক। এটা সবচেয়ে বেশি  ব্যাবহার  করা হয় Stunt এ।  তাছাড়া এটা শখের বশেই মানুশ ব্যাবহার করে কাজের জন্য এটা ব্যাবহার করলে গরিবের ঘরে হাতি  পোষার মত হয়ে যাবে। এটা অনেক Stylish একটা বাইক। তাই যাদের প্রেমিকা বাইক পছন্দ করে তাদের জন্য পারফেক্ট! মাইয়া ৩০ সেকেন্ড এ লাইনে আয়া পরব  ১০০% গ্যারান্টি দিলাম। ;) আর এই বাইকটা সবচেয়ে সুন্দর  জিনিশ হইলো এর  Body Kit । এটা অনেক Smooth একটা বাইক। এটা দিয়ে আপনি Stoppie, 360!, Bunout! এইসব Stunt করতে পারবেন।  এটা দিয়ে 12'o Clock  Stunt  করতে পারবেন না। দেখতে বড় হলেও বাইক এর ওজন খুব কম। বলতে গেলে Pulsar 150 এর চেয়েও কম। এই বাইক টা ঢাকার যেকোনো Showroom এ পাবেন। এছাড়া অন্যান্য শহরে Yamahar Showroom এ Order দিলেই আপনাকে এনে দিবে ওরা। বাইক টা  একটো বড় হওয়াতে চিপা চাপা গলি দিয়ে চালাতে অসুবিধা হবে। এটা ৬ গিয়ার এর বাইক। তবে এই বাইক এর সুবিধা হল এর স্পীড অনেক।  আপনি অনেক দ্রুত যাতায়াত করতে পারবেন। তাহলে চলুন এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ


VEHICLE SUMMARY

Name:Yamaha YZF R15
Model:Version 2.0
Type:Sports Bike
Fuel Consumption:
City
32.00
Fuel Consumption:
Highway
42.00


VERDICT

FORLooks
Technology
AGAINSTPrice


OUR RATINGS

Appearance: *****    (5 Star)
Comfort: ****      (4Star)
Features: *****    (5 Star)
Performance: ****      (4 Star)
Value for money: ***        (3 Star)


ENGINE SPECIFICATIONS

Displacement:149.8cc
Engine:149.8cc, 4-stroke
Maximum Power:16.8 Bhp (17 PS) @ 8500 rpm
Maximum Torque:15 Nm @ 7500 rpm
Gears:6 Manual
Clutch:Wet Multiplate
Bore:57
Stroke:58.7
No. of Cylinders:1
Cylinder Configuration:NA
Valve Per Cylinder:4
Chassis Type:Deltabox Frame
Cooling Type:Liquid Cooling
Carburetor:NA


DIMENSIONS

Length:1970.00 mm
Width:670.00 mm
Height:1070.00 mm


OTHER SPECIFICATIONS

Weight:136.00 kg
Ground Clearance:160.00 mm
Fuel Tank:12.00 ltrs
Wheelbase:1345.00 mm
Headlamp:12V35W / 35W+35W
Battery Type:Maintainance Free
Battery Voltage:12V
Battery Capacity:3.5Ah
Horn:Dual
Wheel Type:Alloys
Wheel Size:90/80 R17, 130/70 R17 mm
Colors:Sunset Red, Midnight Black , Racing Blue


 বাংলাদেশি বাজার মূল্যঃ   4.20 Lakhs( চার লাখ ২০ হাজার টাকা মাত্র)  [Show-Room Price]
কোথায় পাবেনঃ                 যেকোনো Yamaha Dealer Shop or  যেকোনো বাইক Show Room এ।



বাইক এর কিছু ছবিঃ



















































এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing করাবেন।  নিজের বাইক দিয়ে Stunts করবেন না কখনো। বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ  ৫০ কিঃ মিঃ রাখুন  খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।  রাস্তায়  ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না। Engine এর ১২ টা বাইজ্জা যাইব।
পরবর্তী টিউন এ  Pulsar 150 সম্পর্কে লিখবো।

আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক অ্যাকাউন্টঃ

ধন্যবাদ সবাইকে :D :D
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়  ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি।
অনেক দিন পর টিউন লিখছি। নেট এর স্পীড এর যা অবস্থা কমেন্ট করতেই অনেক কষ্ট হয়। আজকে এর আজাইরা পেচাল পারুম না কারন আজে ২ টা টিউন এক সাথে পাবলিশ করুম। আজকে আমরা যে বাইক সম্পর্কে জানব সেটা হল Pulsar 150 । এই বাইক দেখে নাই এমন পাবলিক বাংলাদেশে পাওয়া যাইব না। এইটা বহুত কমন একটা বাইক। তবে এর গুন অনেক বেশি। তেল খুব কম খরচ হয়। Engine ভাল তাই সাধারনত ১৬০০০ কিঃমিঃ চলার আগে Trouble দেয় না। বাংলাদেশে বর্তমানে ৩ রঙ এ এই বাইক পাওয়া জাইতেসে। Bajaj এর অনেক বাইক আসে এর মধ্যে এটা অনেক ভাল একটা বাইক। গ্রামে কিংবা শহরে এই বাইক পাওয়া জাবেই। আর যাদের কাজ হল আদিক সেদিক ঘুরাঘুরি করা তাদের জন্য এই বাইক আকদম পারফেক্ট।  এটি ৫ গিয়ার আর বাইক। ১ টা নিচে বাকি ৪ টা উপরে। Pulsar Seriese এর  আরও 3 টি বাইক রয়েছে Pulsar-135,Pulsar-180 আর Pulsar এর নতুন সংজুজন Pulsar-200NS যা এখনও বাংলাদেশে আসে নাই। এ বেপারে আমি আশলে নিশ্চিত না কারন আমার জানা মতে Pulsar-200 Ns  বাংলাদেশে আসে নাই। যাক এখন Pulsar 150 নিয়ে আলোচনা করি। চলাফেরার কাজে এই বাইক ব্যাবহার অনেক ভাল। তেল খরচ কম তাই চিন্তা নাই। তাছাড়া এর Stylish Designও আপনার নজর কারবে। মাত্র ১ সেকেন্ড এ আপনি ৩৫ কিঃ মিঃ স্পীড তুলতে পারবেন। রেস করার জন্য এই বাইক আকদম পারফেক্ট। তবে রেস করতে জাইয়েন না কারন আকবর দুর্ঘটনা গতলে এই বাইক আস্ত থাকব বইলা মনে হয় না কারন আমার দেখা দুর্ঘটনা (Pulsar-150) গুলর মধ্যে একটা বাইক ও ভাল ছিল না সবগুলা পুরা বিধস্ত হয়া গেসিল। এর Engine অনেক ভাল। সহজে গরম হয় নাহ। এই বাইক সম্পর্কে সবাই জানেন তাই আমার মনে হয় না এর কিছু বলা লাগবে আমার।
তাহলে চলুন এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ


VEHICLE SUMMARY

Name:Pulsar 150


VERDICT

FORStyle
DTS-i Technology
AGAINSTNA


OUR RATINGS

Appearance:   ****   (4 Star)
Comfort:   ****   (4 Star)
Features:   ****   (4 Star)
Performance:   ****   (4 Star)
Value for money:   ***** (5 Star)


ENGINE SPECIFICATIONS

Displacement:149.01cc
Engine:149cc, DTS-i
Maximum Power:14.9 Bhp @ 9000 rpm
Maximum Torque:12.5 Nm @ 6500 rpm
Gears:5 Speed
Clutch:Wet Multiplate Clutch
Bore:NA
Stroke:NA
No. of Cylinders:1
Cylinder Configuration:NA
Engine Block Material:NA
Chassis Type:Double Cradle
Cooling Type:Air Cooling
Carburetor:NA


DIMENSIONS

Length:2035.00 mm
Width:750.00 mm
Height:1115.00 mm


OTHER SPECIFICATIONS

Weight:143.00 kg
Ground Clearance:165.00 mm
Fuel Tank:15.00 ltrs
Wheelbase:1320.00 mm
Electrical System:NA
Headlamp:35W/35W Halogen
Horn:NA
Wheel Type:17″ Black Alloys
Wheel Size:90/90 x 17″ - 100/90 × 17″ mm
Colors: Cocktail Wine Red, Midnight Black, Plasma Blue


বাংলাদেশি বাজার মূল্যঃ 1.96 Lakhs (১ লাখ ৯৬ হাজার টাকা মাত্র)   [Show-Room Price]
কোথায় পাবেনঃ Bajaj Showroom Or যেকোনো Bike Showroom এ।

বাইক এর কিছু ছবিঃ















































বাইক এর ইঞ্জিন এর প্রতি যত্নশীল হন প্রতি ১/২ মাস পর পর Servicing করান । নিজের বাইক দিয়ে Stunts করবেন না কখনো। বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ  ৫০ কিঃ মিঃ রাখুন  খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।  রাস্তায়  ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না। Engine এর ১২ টা বাইজ্জা যাইব।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক অ্যাকাউন্টঃ
ধন্যবাদ সবাইকে   :D :D

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER