আপনি কি নিড ফর স্পিড খেলতে খেলতে বোরিং হয়ে গেছেন? পুলিশ এর তাড়া খেতে
খেতে বিরক্ত? শহরের রাস্তায় আর মন বসছে না? রেসিং রাস্তায় প্রফেশনাল রেসিং
গেম খুঁজছেন? তাহলে আজকের গেমস জোন তাদের জন্যই।
নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। আজকে থাকছে একটি ড্রাইভিং গেমস। ড্রাইভিং গেমস বলতে প্রথমেই চোখে ভাসে নিড ফর স্পিড এর গেমস গুলো।
আজকের গেমস TOCA Race Driver 3
গেমসটি
তৈরি করা হয়েছে একদম প্রফেশনাল রেসিং কে সামনে রেখে। গেমটি খেলতে খেলতে
আপনি হারিয়ে যাবেন প্রফেশনাল রেসিং এর দুনিয়ায়। যেকোন পিসিতে গেমটি ভাল
গ্রাফিক্স দিয়ে চালাতে পারবেন।
TOCA Race Driver 3
Developer:
Codemasters
Publisher:
Codemasters
Platform(s):
Microsoft Windows (Except Windows 7 and 8),
PlayStation Portable (PSP)
Xbox.
Release Date(s):
February 22, 2006 (on North America)
February 24, 2006 (on Europe)
February 16, 2007 (on PSP)
Genre:
Racing
Mode(s):
Single-player,
Multiplayer
Rating(s):
ESRB: E10+
PEGI: 12+
টোকা রেস ড্রাইভার ৩ গেমটি টোকা রেসিং ভিডিও গেমস এর ৩য় রিলিজ। যা শুধুমাত্র উইন্ডোজ এক্স.পি জন্য ফেব্রুয়ারী ২৪, ২০০৬ এ রিলিজ হয়। গেমটি সাজানো হয়েছে সম্পূর্ণ প্রফেশনাল রেসিং গেমস এর আদলে।
টেনস স্পোর্টস এ রেসিং শো দেখতে দেখতে আমারও ইচ্ছা হল যে আমিও যদি পিসিতে সেই রকম রেসিং গেমস খেলতে পারতাম। অবশষে পেয়ে গেলাম টোকা রেসিং ড্রাইভার ৩ গেমটি।
গেমটিতে মোট ১২০টি চ্যাম্পিয়নশিপ এবং ৩৫টি টাইপ এর রেসিং মডেল রয়েছে। সাথে রয়েছে অসংখ্য বোনাস চ্যাম্পিয়নশিপ। এছাড়াও গেমটি তে রিয়াল লাইফ এর চ্যাম্পিয়ন শীপ যুক্ত করা হয়েছে।
ওভারভিউ:
গেমটির সিঙ্গেল প্লেয়ার মোড টি দুই ভাগে বিভক্ত। World Tour এবং Pro-Career.
Word Tour তে আপনাকে ৩২টি মিক্স ভিন্ন ভিন্ন ইভেন্ট এ খেলতে হবে। আপনার কোচ হিসেবে থাকবে রিক নামের একজন।
Pro-Career টি একটু বড়সড়। মোট ১৭৭টি কাপ রয়েছে এতে।
গেমটিতে বিভিন্ন প্রজন্মের মোট ৭০টি গাড়ি রয়েছে। এগুলো হলো:
- Alpine A110 1600 S Group 4
- AMG Mercedes C Klasse DTM
- Audi A4 DTM
- Audi Quattro
- BMW E26 M1 Group
- Buick Gran Sport
- Caterham 7
- Chevrolet Corvette C5
- Chevrolet Corvette C5-R
- Chevrolet Corvette L88 Sunray DX
- Chevrolet Silverado Truck
- Dallara Formula 3
- Dallara IndyCar
- Dodge Charger
- Ford Falcon AU (TOCA Race Driver 3)
- Ford Falcon BA (TOCA Race Driver 3)
- Ford GT90
- Mygale Formula BMW
- Formula Ford
- Formula J-1000
- Formula Palmer Audi
- Gemballa GTR 750 Evo
- GT Light
- Holden Commodore VX
- Holden Commodore VY
- Holden Commodore VZ (TOCA Race Driver 3)
- Ariel Atom
- Honda Civic 2006
- Honda Civic Type R
- Honda Lawnmower
- Honda NSX
- Honda S2000
- Honda TRX 250 EX
- K500 Pro Baja Duneracer
- Koenig GT
- Koenig GT-D
- Lancia Beta Monte Carlo Turbo
- Lancia Stratos
- Marcos Mantis
- Mari Mk 9 Rotax Max
- Mercedes-Benz W196
- Mercedes-Benz W25
- MG Xpower SVR
- MG ZR Super 1600
- Mitsubishi Lancer Evolution IV
- Mitsubishi Lancer Evolution IV v2 Rallycross Car.
- Mitsubishi Lancer Evolution VI Group A
- Mitsubishi Lancer Evolution VIII
- Mitsubishi Lancer Evolution VIII Group N
- Mitsubishi Pajero Evolution
- Morgan Aero 8
- Mosler MT900R
- Nismo Fairlady Z S-Tune
- Nissan Dakar N04
- Noble M12 GTO-3R
- Opel Vectra GTS V8
- Palmer Jaguar JP1
- Panoz Gforce
- Pontiac Firebird Formula
- Racing Renault Clio
- Renault Clio V6 Rally X
- Renault Clio V6 Sport
- Strana Supertruck
- Subaru Impreza 22B-STi Version
- Subaru Impreza 22B-STi Version v2 Rallycross Car.
- Subaru Impreza N10
- Subaru Impreza N10 Group N
- Lotus 49
- Thunder Mountain
- Turnham Sandframe M4
- TVR T400R
- Ultima Can-Am 2001
- Ultima GTR
- Vauxhall Monaro
- Vauxhall VX220
- Volkswagen Beetle Baja Bug
- Volkswagen Race Touareg
- Williams FW27
- Williams FW11
- Williams FW18
গেমটির গ্রাফিক্স একটু হালকা-পাতলা। যেহেতু এটিকে পেন্টিয়াম ৩ এও আমি চালিয়েছি। ভালভাবে গেমটি খেলতে হলে আপনার পিসিকে ডুয়াল কোর এবং ২জিবি Ram এবং ২৫৬এমবি গ্রাফিক্স কার্ড থাকতে হবে। আপনার যদি বিল্ট-ইন গ্রাফিক্স কার্ড (ভিজিএ) থাকে তাহলে তাকে ২৫৬এমবি এক্সটারনাল গ্রাফিক্স কার্ড এ আপডেট করুন। যেকোন পরিমাণ এর গ্রাফিক্স কার্ড আপনার পিসিতে দ্রুতসতির করবে। ২৫৬এমবি মাত্র ১২০০টাকা। আর যদি ২০০০টাকায় ৫১২এমবি তে আপডেট করতে পারলে ভাল। তবে সবচেয়ে ভাল হয় ৩৫০০টাকায় ১জিবি গ্রাফ্রিক্স কার্ড।
Download Link: (Direct Links):
Part 1: (345KB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3.exe
Part 2:(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-1.bin
Part 3(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-2.bin
Part 4:(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-3.bin
Part 5(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-4.bin
Part 6(620MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-5.bin
Part 7 (533MB)
http://games.load.t-online.de/toigamesload/racedriver3-6.bin
Crack:
http://www.4shared.com/file/bLt4hvIg/crack_TOCA3.html
How To Install :
1. Download all 7 Parts and then put them into a Folder.
2. Download and Install Universal Extractor. Download Here. (Direct Link)
www.legroom.net/scripts/download.php?file=uniextract161
3. After Installation of Universal Extrator. open it.
4. Click Open. Then Select racedriver3.exe
5. Extract all the files into a folder.
6. after extraction, go to that folder and install the game with setup.exe
7. Finaly copy-paste the CRACK into game folder.\
8. Now Play & Enjoy!!!
আজকের গেমস জোন এখানে শেষ করছি। সামনে থাকছে আরো আকর্ষণীয় সব গেমস। গেমস জোন এর পর্ব ২টি ভাগে বিভক্ত। একটি টিউন করছি হাই কোয়ালিটি গেমস নিয়ে আর আরেকটি টিউন করছি প্রায় সব ধরণের পিসিতে খেলা যায় এমন সব গেমস নিয়ে।
ভাল থাকবেন।
ধন্যবাদ।
System Requirements:
Mode | OS | Processor | Ram | V-Ram | HDD |
Minimum | Windows XP | Pentium 4 1.5GHz | 512MB | 64MB | 6GB Free |
Maximum | Dual Core 2.0GHz | 2GB | 256MB | ||
With DirectX 9.0c and Pixel and Vertex Shader 2.0 |
0 comments:
Post a Comment