Password ভুলে যাওয়া বা কোনো কারণে যদি লক করা ড্রাইভকে খুলতে না পারেন তবে দু্চিন্তার কারণ নেই।



· যে ড্রাইভটি আপনি খুলতে পারছেন না, সে ড্রাইভের Proparties অপশনে যেতে হবে। সেখান থেকে Security ট্যাবে গিয়ে Advance অপশনে যান।



· Advance-এ যাবার পর একটি উইন্ডো আসবে। সেখান থেকে Owner ট্যাবে যান। সেখান থেকে নির্দিষ্ট করে দেয়া Administrator-এ ক্লিক করুন।



· এবার Replace Owners on Subcontainers of objects-এ ক্লিক করুন।



· তারপর Apply অপশনে ক্লিক করে বেরিয়ে আসুন। এরপর যে উইন্ডো আসবে এবং তারপর যে উইন্ডো আসবে সবখানে Apply দিয়ে বের হয়ে আসুন। এবার দেখুন লক খুলে গেছে।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER