সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দুয়ায়।
অনেক দিন অপেক্ষা করালাম আপনাদের এই জন্য আমি দুঃখিত। কিন্ত কি করব বলেন
পড়াশুনার এত চাপ যে সময়ই করতে পারি না। যাক আজাইরা পেচাল না পাইরা কাজের
কথায় আসা যাক। আজকে আমার এই টিউন Yamha FZ-S নিয়ে।বর্তমানে Yamha নতুন
কোন বাইক Realease করছে না কিন্ত আগের বাইক গুলো কেই নতুন নতুন Colour এ
বাজারে Realease করতেসে। আর Yamha FZ-S এরও নতুন Colour Realease করেছে। এর
নতুন colour এর নাম হল Fairy Orange। বর্তমানে এই রঙ এর Yamha FZ-S
বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এর আসল বিশেষত্ব হল এর Stylish Design যা আপনার
নজর কাড়বেই। এর ডিজাইন অত্যন্ত সুন্দর। Yamaha Fazer এর সাথে Yamha FZ-S
এর পার্থক্য হল Body Kits এ। । আমরা যদি ইন্ডিয়ান মার্কেট নিয়ে রিসার্চ
করি তাহলে দেখা যাবে ইন্দিয়ার বেশির ভাগ মানুষ এই বাইক ড্রাইভ করতে
সাচ্ছন্দবোধ করে।। ইন্ডিয়ান বাইক Group (( Indian Street Racer )) এর
রিসার্চ এ আমি দেখতে পেলাম ৭৫% লোক Yamaha FZ-S কে ভোট দিয়েছে। যেখানে
ভোটার সংখা প্রায় ৩৫০০+ , আর এত জন লোক এর মতামত নিশ্চয়ই ভুল নয়।
বর্তমানে এই বাইক যেকোনো Yamha Showroom or Bike Showroom এ পাওয়া যাচ্ছে।
এই বাইক এর Perfomance অসাধারন! এই বাইক ড্রাইভ করেও আপনি সাচ্ছন্দ বোধ
করবেন। এটি মূলত Street Bike তাই আপনি এই বাইক কে আপনার কাজের জন্যও
ব্যাবহার করতে পারবেন। এর মাইলেজ অনেক ভালো। Busy Road এ এই বাইক প্রতি
লিটার তেলে ৫৯ কিঃ মিঃ চলতে পারে। আর Highway Road এ এই বাইক প্রতি লিটার
তেলে ৬৯ কিঃ মিঃ চলতে পারে। আমি আগেই বলেছি Yamaha Companyr বাইক গুলো
অনেক Smooth হয়। এই বাইকও অনেক Smooth। এর Engine ভালো তাই সাধারনত ৬৫০০
কিঃ মিঃ এর আগে ট্রাবল দিবে না। এর প্রধান সমস্যা হল আপনি এই বাইক দিয়ে
বেশি Stunt করতে পারবেন না। এই বাইক দিয়ে আপনি যত বেশি Stunt করবেন Engine
তত তাড়াতাড়ি নষ্ট হবে। Pulsar 150 সাথে তুলনা করলে এই বাইক Best! তাই
যারা Pulsar 150 কিনতে চাচ্ছেন তাদের বলব একবার এই বাইক ড্রাইভ করুন তারপর
সিধান্ত নিন কোনটা কিনবেন। এর দাম টা একটু বেশি তবে মনে রাখবেন ভালো
জিনিসের দাম সবসময় বেশিই হয়। এবার চলুন এর Engine Specification সম্পর্কে
জেনে নেইঃ
ENGINE SPECIFICATIONS | |
Displacement: | 153cc |
Engine: | 153cc, 4-stroke |
Maximum Power: | 14 Bhp @ 7500 rpm |
Maximum Torque: | 14 Nm @ 6000 rpm |
Gears: | 5 Manual |
Clutch: | Constant Wet Multi Plate |
Bore: | 58 |
Stroke: | 57.9 |
No. of Cylinders: | 1 |
Valve Per Cylinder: | 2 |
Chassis Type: | Diamond |
Cooling Type: | Air Cooling |
DIMENSIONS | |
Length: | 1975.00 mm |
Width: | 770.00 mm |
Height: | 1045.00 mm |
OTHER SPECIFICATIONS | |
Weight: | 126.00 kg |
Ground Clearance: | 160.00 mm |
Fuel Tank: | 12.00 ltrs |
Wheelbase: | 1335.00 mm |
Headlamp: | 12V35W / 35W+35W |
Wheel Type: | 5 Spoke Alloys |
Wheel Size: | 100/60 - 140/60 mm |
Tubeless: | Yes! |
Colors: | Fiery Orange, Competition White, Black Cyber Green, Sunset Red |
কোথায় পাবেনঃ যেকোনো Yamaha Dealer Shop or যেকোনো বাইক Show Room এ।
বাইক এর কিছু ছবিঃ
এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ
মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing
করাবেন। নিজের বাইক দিয়ে Stunts করবেন না কখনো। বাইক এর Engine ভাল আসে
কিনা খেয়াল রাখুন । স্পীড লিমিট ৫০ কিঃ মিঃ রাখুন। খুব বেশি তাড়াহুড়া
না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায়
অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা
সারা জীবনের কান্না। রাস্তায় ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে
চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন।
পরবর্তী টিউন এ কোন বাইক সম্পর্কে লিখবো তা জানান ।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুনঃ
পরবর্তী টিউন এ কোন বাইক সম্পর্কে লিখবো তা জানান ।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুনঃ
ধন্যবাদ সবাইকে
0 comments:
Post a Comment