সাকিব আল হাসান ফাইনালে কলকাতা নাইট রাইদার্সের স্কোয়াদে থাকায় যেন দুই বাংলা এক হয়ে গেল। খেলা দেখতে দেখতে এক সময় মনে হয়েছিল নাজানি আবারও সাকিব আল হাসান ২ রানের হার দেখে বসে। গত দুই মাসে সে এই রকম দুই রানের হার দু দুটি দেখেছেন। একটা পুরো জাতিকে কাঁদিয়েছিল ( সে কথা আর মনে করতে চাইনা), অপরটাতে কলকাতা নাইট রাইডার্স বা শাহরুখ খানের খুব বেশি ক্ষতি করতে পারেনি। তবে আজ এই রকম হলে কে কে আর এর সবাইকে কাঁদতে হত। যাক আপাতত সে দুর্ঘটনা হয়নি। দুই পাড়ের দুই বাঙালি ( সাকিব আল হাসান ও মনোজ তিওয়ারী) যারা কিছু দিন আগেই একটি অনুষ্ঠানে একই সাথে বছরের শ্রেষ্ঠ বাঙ্গালির পুরষ্কার জিতেছিলেন তাঁরাই চেন্নাই স্টেডিয়ামের বাইশ গজের মাটির পিচের দুই পারে দাঁড়িয়ে কে কে আর এর পক্ষে ইতিহাস গড়লেন চেন্নাইয়ের বত্রিশ হাজার দর্শককে কাঁদিয়ে।
জয় হোক বাঙালির জয়।
0 comments:
Post a Comment