সালাম সবাইকে। আমি ভাল আছি আশা করি আপনারাও ভাল আছেন। হয়তবা অনেকেই এই Tricks টা জনেন অথবা এই বিষয় নিয়ে আগেও টিউন হয়েছে। যদি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তই চলুন কাজ শুরু করা যাক::

নিচের Step গুলি অনুসরন করুন:

১) প্রথমে আপনার Browser এর Address Bar এ  “about:config” লিখে Enter চাপুন।

২) তারপর কোন Notification পেলে Ok ক্লিক করুন।

৩)  উপরের Search Box এ “network.http” লিখুন এবং Enter চাপুন।

৪) “‘network.http.pipelining” এবং ”network.http.proxy.pipelining” এই দুটি Option এ Double Click করুন।

৫) “network.http.pipelining.maxrequests” Right Click করে Value টাকে “30” তে Modify করুন।

৬) খালি জায়গায় Right Click করে “New” Select করুন তারপর “integer” Select করুন।

৭)  তারপর “nglayout.initialpaint.delay”এই Name টি লিখুন এবং OK Press করুন তারপর Type করুন “0”

8) ব্যাস!! কাজ শেষ!! এবার দেখুন আপনার Firefox কত Fast হয়ে গেছে!!

মনে রাখবেন আপনার Firefox Browser অবশ্যই নতুন ভার্সন এর হতে হবে আর সব সময় Internet Download Manager ( IDM) Use করুন।

কোন সমস্যার সম্মখিন হলে আমার সাথে যোগাযোগ করুনঃ

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER