কথা প্রসঙ্গে আমরা অনেকেই বলে থাকি যে, মানুষের উপর নয় যন্ত্রের উপর ভরসা
রাখা যায়। কিন্তু আমী বলবো যে না তাও যায়না। আপনিই দেখুননা কোন একটা
গুরুত্তপূর্ণ কাজ করছেন, হতে পারে কিছু ইন্সটল করছেন, কিংবা অর্ডার
দিয়েছেন কোন একটা প্রোগ্রাম খোলার, কিন্তু কিসের কি! কথা নেই বার্তা নেই
কম্পিউটার সো করে “NOT RESPONDING” তখন অগত্যা বাধ্য হয়েই প্রোগ্রাম CLOSE
বাটন এ ক্লিক করতে হয়। এর ফলে আমাদের সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। এমনকি
চলমান কাজ গুলো সেভ করার সময় ও পাওয়া যায়না। তো যাই হোক কম্পিউটারের
এমন হ্যাং করার যে গ্যাং আছে তাকে বা তাদেরকে খুব সহজেই ধ্বংস করা যায়।
বলে রাখি এই পদ্ধতিটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, বা সেভেন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।
আপনাকে যা যা করতে হবেঃ
• START থেকে RUN এ যান। কিংবা সর্টকাটস অর্ডার দিন, windows key চেপে ধরে “R” চাপুন তাহলে RUN আসবে।
• সেখানে লিখুন regedit তারপর enter চাপুন।
• এরপর সাবধানে দেখে HKEY_CURRENT_USER এই মেনুতে যান।
• তারপর control Panel এ যান ।
• সেখান থেকে সিলেক্ট করুন Desktop
• সেখানে ডানপাশের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন।
• প্রাপ্ত মেনুতে value data হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK তে ক্লিক করুন। তারপর বের হয়ে আসুন।
আশা করি এবার Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এখন আর কম্পিউটার হ্যাং হবেনা।
নির্ভয়ে এবার কাজ করে যান
হ্যাং চিন্তা রেখে দূরে
ব্যাকগ্রাউন্ড এ একটু গান ছেড়ে দিন
বাজিবে প্রাণ সুরে।
কম্পিউটার এর সুস্থতা
কামনায় আমী
পোষ্ট করে যাব
পোষ্ট এর শেষে এমনি করে
একটু কথা কব ।
বলে রাখি এই পদ্ধতিটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, বা সেভেন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।
আপনাকে যা যা করতে হবেঃ
• START থেকে RUN এ যান। কিংবা সর্টকাটস অর্ডার দিন, windows key চেপে ধরে “R” চাপুন তাহলে RUN আসবে।
• সেখানে লিখুন regedit তারপর enter চাপুন।
• এরপর সাবধানে দেখে HKEY_CURRENT_USER এই মেনুতে যান।
• তারপর control Panel এ যান ।
• সেখান থেকে সিলেক্ট করুন Desktop
• সেখানে ডানপাশের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন।
• প্রাপ্ত মেনুতে value data হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK তে ক্লিক করুন। তারপর বের হয়ে আসুন।
আশা করি এবার Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এখন আর কম্পিউটার হ্যাং হবেনা।
নির্ভয়ে এবার কাজ করে যান
হ্যাং চিন্তা রেখে দূরে
ব্যাকগ্রাউন্ড এ একটু গান ছেড়ে দিন
বাজিবে প্রাণ সুরে।
কম্পিউটার এর সুস্থতা
কামনায় আমী
পোষ্ট করে যাব
পোষ্ট এর শেষে এমনি করে
একটু কথা কব ।
0 comments:
Post a Comment