আসসালামুয়ালাইকুম , সবাই কেমন আছেন??? আজ নতুন আর একটি েগমস নিয়ে আসলাম আপনাদের জন্য......
 


 

আমরা অনেকে Project IGI গেমের সাথে পরিচিত। অনেকে বিনা বাধাই গেমটির সব মিশন শেষ করেছেন...... কিন্তু আমার মত যারা তা পারেননি, তারা কেন তা পারেন নি???
উত্তর টা আমি দিয়ে দিচ্ছি।। গুলির সিমাবদ্ধতা আর লাইফ এর সিমাবদ্ধতা...
যদি আমি ঠিক বলে থাকি তাহলে আজকের এই টিউন আপনারই জন্য। কিছু দিন আগে টিউনারপেজে দেখলাম এক ভাইয়া টিউন করেছে কিভাবে Project IGI এ আনলিমিটেড ওয়েপন পাউয়া যায়।
পড়ে ভালই লাগল। বিনা বাধাই পার হলেম ৬ টা মিশন। কিন্তু সমস্যা হল ৭ নং মিশনে এসে।। যারা Project IGI গেম খেলেছেন তারা জানেন ৭ নম্বর মিশনটা কত কঠিন...
এরপর শুরু হল আমার নেটে সার্চ করা... অনেক সময় নষ্ট করে অবশেষে পেলেম কাংখিত ফলাফল।
বাস ১ দিনেই সব মিশন শেষ :D
এবার আপনাদের বলি কিভেবে এটা করবেন...


ধাপ ১ ঃপ্রথমে একটি ফাইল ডাউনলোড করতে হবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ধাপ ২ঃ RAR টি এক্সিট করুন এবং যেখানে Project IGI সেটআপ দেয়া আছে সেখানে এগুলো পেষ্ট করুন...
ধাপ ৩ঃএবার এখান থেকে igi_trn.exe ফাইল টি ওপেন করুন।
ধাপ ৪ঃ এবার ফাইলটি ওপেন থাকা অবস্থাই Project IGI গেম টি ওপেন করুন...
ধাপ ৫ঃ গেমের যেকোন মিশনে যান.
এবার বাটন গুল চাপলে সূবিধা গুলো পাবেন
F9 Unlimited Health
F10 Unlimited Ammo
F11 Rapid fire
F12 Back To Normal
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন.....

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER