বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক
প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ
রহমতে সবাই ভালো আছেন।
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্কুলে
ক্লাসের প্রথম বেঞ্চের শিক্ষার্থী ছাড়া সবার মধ্যেই একটা অংকভীতি লক্ষ্য
করা যায়। অংক প্রীতি আছে এমন স্টুডেন্ট পাওয়া দুষ্কর। এখন কি অবস্থা কে
জানে তবে আমাদের স্কুল জীবনে এমন অবস্থা ছিলো। এজন্য ছাত্র/ছাত্রী, অংক
শিক্ষক নাকি ম্যাথমেটিকসের আবিষ্কারক কে দায়ি আজ অবাধি বুঝতে পারছি না।
আমার একটা সময় অংক ভিষন বিরক্তের বিষয় ছিলো। এখন নেই। রবীন্দ্রনাথের
“ইচ্ছে পূরণ” গল্পের মতো আবারও স্কুলে যেতে ইচ্ছে হয়। কিন্তু ভাই সময়
বড্ড ধুরন্ধর!!! যখন বোঝা উচিৎ তখন বুঝি না আর যখন বুঝি তখন সময় ব্যাটা
হারিয়ে যায়।
যাই হোক, এখন যে টিউনটি দিচ্ছি তা
মূলত বাচ্চাদের অংক শেখার কিছু গেমের সাথে পরিচয় করিয়ে দেয়া সংক্রান্ত।
মজার ব্যাপার হচ্ছে এই গেমগুলো আমারও ভিষন প্রিয়। কিন্তু আমি তো বাচ্চা
না ; আমার ভালো লাগবে কোন যুক্তিতে।
0 comments:
Post a Comment