আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও
ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
পশুপাখির জন্য ভালোবাসা আমাদের জিনগত ব্যাপার। আপনাদের জন্য অতি সহয সরল কিছু টিউন দিতে চাচ্ছি। দয়া করে অবমূল্যায়নের চোখে দেখবেন না। আজ হয়তো যে জিনিসটি অকাজের মনে হবে তা হয়তো ভবিষ্যতে অসম্ভব রকমের নির্ভতার মাধ্যম হতে পারে। কবির সুমনের গানের লাইন মনে পড়ে গেলো-
পশুপাখির জন্য ভালোবাসা আমাদের জিনগত ব্যাপার। আপনাদের জন্য অতি সহয সরল কিছু টিউন দিতে চাচ্ছি। দয়া করে অবমূল্যায়নের চোখে দেখবেন না। আজ হয়তো যে জিনিসটি অকাজের মনে হবে তা হয়তো ভবিষ্যতে অসম্ভব রকমের নির্ভতার মাধ্যম হতে পারে। কবির সুমনের গানের লাইন মনে পড়ে গেলো-
“আজকে যে প্রেমে পরে উম্মাদ।
ঘোর সংশারী হবে কাল সে”
“আজকে যে চুল রাখে বাবরী
লুকাবে চাঁদের টাক কাল সে”
পশুপাখির গেম গুলো খেলতে এখানে ক্লিক করুন।
এখানে যা আছে সবই পশু-পাখি সম্পর্কিত গেম। আপনার মনের মত করে বেছে নিন।
এই গেমগুলো কম নেট স্পীডেও চলবে।
দারুন মজার গেম।
আসুন আমরা পশু-পাখির গেমগুলোর মাধ্যমে কিছুক্ষনের জন্য ছেলেবেলায় হারিয়ে যাই।
কষ্ট
করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের
ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের
প্রেরণা।
0 comments:
Post a Comment