সালাম সবাইেক। আিম তহ ভালাইয়ে আসি আপ্নারা কেমন আছেন? আগেই মাফ চায়া লই কারন আমি আজ এমন একটা বাইক নিয়ে লিখব যেটা বাংলাদেশে নিষিদ্ধ! আর বাইকটা হল Bajaj Pulser 220। সব বাইক এর বস! হইল আই বাইক!!  আই বাইক মত জোশ! বাইক আর একটাও পাবেন না।  কিন্ত সমস্যা হইল পেপার। বাইক এর পেপার করতে ভেজাল। পরিচিত কেও না থাকলে পেপার ছাড়া চালাইতে হইব। আরেহ আওল কথাই কইলাম না। বাইক আনবেন কেমনে ওইটা না বইলাই কইতাসি পেপার লয়া। আই বাইক আনতে হয় Border Cross কইরা। পরিচিত কেও না থাকলে সম্ভব না। আর একদম নিউ প্যাকেট করা বাইক আনতে খরছ পরবে ২ লাখ ১৫ হাজার এর মত।
একদম নিউ থাকবে এমন কি ১ কিঃ মিঃ অও রান থাকবে না। Border থেকে আপনার বাসা পর্যন্ত যত কিলো চলে তত তুকুইএ থাকবে। এর Top Speed 150+ । মাইলেজ সম্পর্কে জানি না তবে জানতে পারলেই আপডেট করে দিব। এই বাইক আমি ১ বার চালাইসিলাম আমার ভাইয়ার বন্ধুর আসে একটা বাইক চালায়ে আত মজা কনদিন পাই নাই ওইদিন যেমন পাইসিলাম। তবে যারা কাগজ করাইতে পারবেন না  তাদের একটাই বুদ্ধি দিতে পারি ওইটা হইল বাইক আইন্না সব Kitz খুলে Pulser 150 এর মত বানায়ে ফেলবেন তাইলে এর সার্জন রা বুঝতে পারব না। তবে ঢাকায় কাগজ ছাড়া না চালানই ভাল কওা তহ জায় না কখন ধইরা লইয়া যায়। এর ঢাকার বাইরে তেমন প্রব্লেম নাই। এখন এই বাইক এর Specification সম্পর্কে জানিঃ

VEHICLE SUMMARY

Name:Pulsar 220F
Type:Sports

VERDICT

FORStyle
AGAINSTNA

OUR RATINGS

Appearance:  ***** ( 5 Star )
Comfort:  ****   ( 4 Star )
Features:  ****   ( 4 Star )
Performance:  ****   ( 4 Start )
Value for money:  *****  ( 5 Star )

ENGINE SPECIFICATIONS

Displacement:220cc
Engine:220cc
Maximum Power:20.8 Bhp @ 8500 rpm
Maximum Torque:19.12 Nm @ 7000 rpm
Gears:5 Speed
Clutch:Wet Multiplate Type
Bore:67
Stroke:62.4
No. of Cylinders:1
Cylinder Configuration:NA
Valve Per Cylinder:2
Engine Block Material:NA
Chassis Type:Double Cradle Down Tube
Cooling Type:Air Cooling
Carburetor:NA

DIMENSIONS

Length:2035.00 mm
Width:750.00 mm
Height:1165.00 mm

OTHER SPECIFICATIONS

Weight:150.00 kg
Ground Clearance:165.00 mm
Fuel Tank:15.00 ltrs
Wheelbase:1350.00 mm
Turn Circle:2.73 mtrs
Electrical System:DC
Headlamp:55W, Ellipsoidal
Horn:DC, 2
Wheel Type:6 Spoke Black Mag Alloys
Wheel Size:90/90-17" tubeless, 120/80-17" tubeless mm
Tubeless:
Colors:Cocktail Wine Red, Midnight Black, Plasma Blue
দামঃ  Brand New Border Cross ( 2.15 - 2.25 Lakhs )  Used Border Cross ( 1.35- 1.50 Lakhs )

বাইক এর কিছু ছবিঃ

  















মনে রাখবেন, নিজের বাইক দিয়ে কখনো  Stunts করবেন না । বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ  ৫০ কিঃ মিঃ রাখুন  খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।  রাস্তায়  ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না।

..:: কোন ভুল থাকলে মাফ করে দিয়েন ::...
ধন্যবাদ সবাইেক :D :D

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER