শুভকামনা সবার জন্য।
বর্তমানে আমরা সবাই প্রায় উইন্ডোজ ৭ ব্যবহার করি তো সে কথা মাথায় রেখে উইন্ডোজ ঘেঁটে অনেক গুলো শর্টকাটস খুজে পেলাম। কাজ করতে গিয়ে সত্যিই এগুলো আমাদের অনেক কাজ দেয়। আর তাই আপনাদের সাথে শেয়ার করার নেশায় মত্ত হলাম। আসেন দেখে নিই.....

ম্যাগ্নিফায়ারঃ
জুম বাড়াতে বা কমাতে :Windows logo key+ Plus sign or Minus sign
মাউস পয়েন্টার দেখতে :Ctrl+Alt+Spacebar
ফুলস্ক্রিন মুড এ যেতে :Ctrl+Alt+F
লেন্স মুড এ যেতে :Ctrl+Alt+L
আলাদাভাবে অর্থাৎ ডকড(docked) মুড এ যেতে : Ctrl+Alt+D
ম্যগ্নিফায়ার এর কালার ইনভার্ট এর জন্য : Ctrl+Alt+I

ম্যাগ্নিফায়ার স্ক্রিন এর ডিরেকশান পরিবর্তন করতে: Ctrl+Alt+arrow keys

লেন্স কে রিসাইজ করতে : Ctrl+Alt+R

ম্যাগ্নিফায়ার এক্সিট করতে : Windows logo key + Esc

উইন্ডোজ হেল্প ভিউইয়ারের জন্যঃ
উইন্ডোজ হেল্প এবং সাপোর্ট মেনু ঊইন্ডোতে নিন্মোক্ত সর্টকাটস গুলো কাজ করবে,

হেল্প মেনুর আওতায় সূচি সমূহের লিস্ট দেখতে Alt+C

কানেকশান সেটিংস মেনু দেখতে Alt+N

অপশন মেনু দেখতে F10

আপনার দেখা পূর্ববর্তি টপিক টি পুনরায় দেখার জন্য Alt+Left Arrow
কাস্টমার সাপোর্ট পেজ দেখতে Alt+A

হেল্প এন্ড সাপোর্ট হোম্পেজ দেখতে Alt+Home

বর্তমান টপিক এর প্রথমাংশ দেখতে Home

বর্তমান টপিক এর শেষাংশ দেখতে End

বর্তমান টপিক টিতে সার্চ করতে Ctrl+F

কারসার কে সার্চ বক্স এর মাঝে মুভ করতে F3

আজকে এ পর্যন্তই... একি কাজ নিয়ে আবারো ফিরে আসবো , শর্টকাটস নিয়ে

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER