নোয়াখালী সেনবাগ উপজেলায় বাল্যবিয়ের দায়ে বরসহ ১০ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার উপজেলার কেশারপাড় ইউনিয়নের লেদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কেশারপাড় ইউনিয়নের লেদুয়া গ্রামের মো. সোলায়মানের ছেলে সোহাগের সঙ্গে একই গ্রামের আবদুল মান্নানের মেয়ে কানকিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রুবি আক্তারের গোপন বিয়ের দিন ধার্য হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল হক বর ও কনেপক্ষকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আনোয়ার পাশা মঙ্গলবার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরসহ বর পক্ষের ১০ জনকে ২ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। এরা হলেন, বর মো. সোহাগ, বরের বাবা মো. সোলায়মান, বরের আত্মীয় ও সহযোগী দিদার, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন খোকন, আম্বিয়া বেগম, আবদুল মান্নান, জোলেখা বেগম, শাহাজাহান, মাওলানা ইউসুফ ও আবদুস সোবহান।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER