২৪ শে জুন ঘরে আগুন লেগে ২৫ বছরের সন্তান কে হারিয়েছেন পিতা- মাতা । University of Wisconsin-Madison থেকে গ্রাজুয়েট হবার ২ সপ্তাহ পূর্বে ছেলেটি তার বাবা মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে । ঘটনাটি ঘটবার কয়েকদিন আগে ছেলেটা হোস্টেলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করে কিন্তু তার মা বাড়িতে না থাকায় ছেলেটিকে আরও কয়েকদিনের জন্য থেকে যেতে হয়। অপেক্ষার সময়টিতে ছেলেটি তার কাজ গুছিয়ে নিতে থাকে ল্যাপটপ এ । কয়েকদিন পর ভোরবেলা প্রতিবেশীরা 911 এ কল করে পাশের বাড়িতে ধোঁয়া দেখতে পাবার রিপোর্ট করে । কিন্তু ইমারজেন্সি সার্ভিস এসে পৌঁছাতে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ছেলেটির মৃত্যু ঘটে । উল্লেখ্য ছেলেটির বাবা সে রাত বাড়িতে ছিল না । বেশ কিছু দিনের তদন্তের পর দেখা যায় , কাজ শেষ এ বিছানায় ল্যাপটপ চালু রেখেই রেখে ঘুমিয়ে পড়ে ছেলেটা । যার কারনে কুলিং ফ্যান দিয়ে বাতাস যেতে পারছিল না এবং বিছানা গরম হয়ে আগুন লেগে যায় । ঘুমে থাকার কারনে আগুনে নয় কার্বন-ডাই-অক্সাইড ছেলেটির স্বাভাবিক প্রতিক্রিয়া বন্ধ করে দেয় । তাই উঠে পালাবে যে সেই উপায় ও ছিল না ।

বিছানায় ল্যাপটপের নিচে কিছু না রেখে ইউজ করায় বাতাস যেতে পারে না । এর কারনে অনেক সময় রিস্টার্ট নেয় বা স্লো হয়ে থাকে। কিংবা নষ্ট হয়ে যেতে পারে প্রসেসরও। অনেক ভোগান্তির করন হয়ে উঠে এভাবে ইউজ করাটা । ল্যাপটপ চালানোর সময় তাই কুলিং ফ্যানে বাতাস যাবার রাস্তা ফাকা রাখুন । অনেক ফায়দা না হোক। কিছু ক্ষুদ্র ঝামেলা থেকে বেচে যাবেন ,অন্তত বড় দুর্ঘটনা ঘটবে না।

(ইন্টারনেট থেকে সংগৃহীত। এই বিষয়ে আপনার যদি কিছু জানা থাকে সবার সাথে শেয়ার করুন)

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER