অনেক সময় দেখা যায় কোন প্রোগ্রাম আনইনষ্টল করার পরেও Add/Remove প্রোগ্রামের তালিকায় থেকে যাচ্ছে।অনেক সময় দেখা যায় অনেকেই কোন প্রোগ্রাম আনইনষ্টল না করে ডিলেট করে দেন।ফলে এই সমস্যাগুলো তৈরি হয়।এর সমাধানের জন্য ছোট্ট একটা পরামর্শ আমি আপনাদের সাথে শেয়ার করছি।হয়তোবা অনেকের উপকার হ’তে পারে।

প্রথমে start>Run ডায়ালগ বক্সে regedit লিখে এন্টার চাপুন।HKEY_LOCAL_MACHINE-এর বামের প্লাস চিহ্নতে ক্লিক করুন, এবার software\ Microsoft\ Windows\ Current Version\ Uninstall অংশ থেকে যেসব প্রোগ্রাম ডিলিট করেছিলেন বা যেসব প্রোগ্রাম আপনার কাজের নয় সেসব প্রোগ্রাম এখান থেকে ডান বাটনে চেপে ডিলিট করে বেরিয়ে আসুন, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ্।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER