আপনারা হয়ত crysis গেম এর নাম শুনে থাকবেন।
এটি ২০০৭ এ আবমুক্ত হয়েছিল । এটি একটি শুটিং গেম । শুটিং গেম হলেও এটি
প্রথাগত শুটিং গেম থেকে ভিন্ন । এর গল্প শুরু ২০২৩ সালে যখন usa এর
স্পেসিয়াল ফর্সের একটি টিম কোরিয়া তে গিয়ে তাদের গোপন ল্যাব এ হামলা চালআয় ,
আর আবিষ্কার করে তারা পৃথিবী তে খুঁজে পাওয়া একটি এলিয়েন শিপ নিএ তা
দিইয়ে গবেষণা করছে । গবেষণা করতে গিয়ে তারা তাদের আজান্তে এলিয়েন শিপ এ
পাওয়ার সাপ্লাই দেয় এবং পৃথিবী তে এলিএন দের সক্রিয় করে ফেলে । এর অস্তিত্ত
প্রকাশিত হলে neuclear বিস্ফরন ঘটান হয় । কিন্তু এ শক্তি কাজএ লাগিয়ে
এলিএন রা তাদের ক্ষমতা এতও বারিএ ফেলে যে তারা সারা পৃথিবী তে আক্রমন করে ।
crysis 2 এ গেমার কে এই আক্রমন ঠেকিয়ে মানব
জাতি কে রক্ষা করতে হবে । এ জন্য সে পাবে ২০২৩ সালের অত্যাধুনিক অস্ত্র ।
কিন্তু অস্ত্র এই গেম এর বিশেষত্ব নয় । এর প্রধান উপজীব্য nano suit , যা
একটি পোশাকের মত । এ nano suit এর আছে কিছু বিশেষ ক্ষমতা , যেমন অস্বাভাবিক
দ্রুত গতিতে চলা , অস্বাভাবিক শক্তি,অস্বাভাবিক resistense ইত্যাদি ।
আপনাকে এই শক্তি দেইয়ে nano suit এরমাধমে new york city এ থাকা এলিয়েন
মাদার শিপ ধংস করতে হবে । একে একে বাধা অত্তিক্রম করে এ শিপ এ পউছাতে হবে ।
আপনার অস্ত্র upgrde করার মাধমে শক্তিশালি enimy মারতে পারবেন ।
তো বসে যান pc তে আর save করুন বিশ্ব কে ।
তো বসে যান pc তে আর save করুন বিশ্ব কে ।
0 comments:
Post a Comment