আজ আবার হাজির হলাম শর্টকাটস নিয়ে দ্বিতীয় বারের মত। চলুন পোষ্টে ফিরে যাই...

জুম সংক্রান্ত :
পেজ এর জুম বাড়াতে :Ctrl+plus sign(+)
পেজ এর জুম কমাতে :Ctrl+Minus sign (-)
১০০% জুম এর জন্য :Ctrl+0

সার্চ সংক্রান্ত :
সার্চ বক্স এ যেতে :Ctrl+E
একটি নতুন ট্যাবে সার্চ করার জন্য :Alt+Enter
সার্চ প্রোভাইডার মেনু বের করতে :Ctrl+Down Arrow

অ্যাড্রেসবার সংক্রান্ত
আড্রেস বার এর টেক্সট সিলেক্ট করতে :AlT+D
আপনার ইনফুট দেয়া অ্যাড্রেস গুলোর একটি তালিকা দেখতে :F4
অ্যাড্রেসবার এর মধ্যে কারসার কে বামদিকের স্ল্যাশ এ সরাতে :Ctrl+Left Arrow
অ্যাড্রেসবার এর মধ্যে কারসার কে ডানদিকের স্ল্যাশ এ সরাতে :Ctrl+Right Arrow
কোন একটি অ্যাড্রেস এর পূর্বে www. এবং শেষে .com লাগাতে :Ctrl+Enter

টুল্বার মেনুঃ
হোম মেনু খুলতে :Alt+M
প্রিন্ট মেনু খুলতে :Alt+R
RSS মেনু খুলতে :Alt+J
টুলস মেনু খুলতে :AlT+O
সেফ্‌টি মেনু খুলতে :Alt+S
হেল্প এর জন্য :Alt+L

এডিটিং
সিলেক্ট করা উপাদান কে রিমুভ করতে এবং সেটাকে ক্লিপবোর্ড এ কপি করতে :Ctrl+X
শুধুমাত্র সিলেক্টেড উপাদান কে ক্লিপবোর্ড এ কপি করতে :Ctrl+C
ওয়েব পেজের সব উপাদান একসাথে সিলেক্ট করতে :Ctrl+A
ইন্টারনেট এক্সপ্লোরারের ডেভেলপার টুলস মেনু খুলতে :F12

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER