জুমলা টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। পূর্বের পর্বে আমরা জুমলায় ক্যাটাগরি তৈরী ও পরিচালনা করার পদ্ধতিসমূহ দেখেছিলাম। আজকের পর্বে সাইটের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান ‘কন্টেন্ট’ তথা জুমলায় আর্টিকেল তৈরী এবং সেগুলো পরিচালনার প্রক্রিয়াগুলো দেখব। জুমলায় কন্টেন্টগুলো তৈরী করে বিভিন্ন পেজে প্রদর্শন করা যায়। আপনি যদি স্যাম্পল ডাটা ইনস্টল না করেন তবে নিজ থেকে আর্টিকেল তৈরী হবে না। আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল করেন তাহলে বেশ কিছু আর্টিকেল পূর্বের থেকেই তৈরীকৃত অবস্থায় দেখতে পারবেন। হোমপেজ ছাড়াও অন্যান্য পেজেও আর্টিকেল দেখতে পাবেন। জুমলায় আর্টিকেল তৈরী এবং সেগুলো পরিচালনার জন্য একটি বিভাগ আছে যার নাম “Article Manager”। এই বিভাগ থেকে আপনি আপনার সাইটের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট তৈরী করতে পারবেন এবং প্রয়োজনমত তা পরিচালনা করতে পারবেন। Article Manager এ যাবার জন্য প্রথমে জুমলার এডমিন প্যানেলে লগিন করুন। কন্ট্রোল প্যানেলেই Article Manager দেখতে পাবেন।
স্যাম্পল ডাটা ইনস্টল করা থাকলে পূর্বের থেকে তৈরীকৃত আর্টিকেলগুলো দেখতে পাবেন।
আর যদি স্যাম্পল ডাটা ইনস্টল না করে থাকেন তাহলে কোন আর্টিকেল দেখতে পাবেন না।
এখন আমরা নতুন একটি আর্টিকেল তৈরী করব। এরজন্য এডমিন প্যানেল থেকে “Add New Article” অথবা Article Manager থেকে “New” এ ক্লিক করুন।
এখানে Title এ আর্টিকেলটির টাইটেল দিন। Alias আপনার সুবিধামত দিন এবং Category থেকে আর্টিকেলটির জন্য ক্যাটাগরি সিলেক্ট করুন। Status থেকে আর্টিকেলটি পাবলিশ অবস্থায় রাখবেন নাকি আনপাবলিশ রাখবেন তা নির্বাচন করুন। Access এ কোন ইউজাররা আর্টিকেলটি দেখতে পারবে তা নির্বাচন করুন। Featured থেকে আপনি আর্টিকেলটি কি প্রথম পাতায় প্রদর্শন করতে চান নাকি চান না তা নির্বাচন করতে পারবেন। যদি চান যে আর্টিকেলটি প্রথম পাতায় প্রদর্শিত হোক তাহলে Featured এ Yes নির্বাচন করুন। এরপর Article Text এ আর্টিকেলটি লিখুন। এখানে আপনি ছবি এবং লিঙ্ক যোগ করতে পারবেন এবং অন্যান্য সব টেক্সট এডিটরের প্রায় সকল সুবিধাই পাবেন।
এরপর লক্ষ্য করুন ডানপাশে। এখানে আর্টিকেলটির জন্য আরো বেশ কিছু সেটিংস দেখতে পারবেন সেগুলো আপনি নিজের সুবিধামত পরিবর্তন করতে পারেন। যেমন এসইও এর জন্য মেটা কীওয়ার্ড, ডেস্ক্রিপশন এখানে যোগ করে দিতে পারেন।
 
এছাড়া আর্টিকেলটির জন্য ইউজার গ্রুপ্সসমূহের পারমিশন ঠিক করে দিতে পারেন নিচ থেকে। আর্টিকেল লেখা শেষ হয়ে গেলে Save & Close এ ক্লিক করলেই আর্টিকেলটি সেভ হয়ে যাবে। তবে এখানে উল্লেখ্য বিষয়টি হচ্ছে, আর্টিকেল সেভ হয়ে গেলেই আর্টিকেলটি প্রদর্শিত হবে। এর জন্য আর্টিকেলের ক্যাটাগরি এবং আলাদা পেজও থাকতে হবে যা পূর্বের পর্বসমূহে দেখানো হয়েছে। তবে যদি প্রথম পাতায় প্রদর্শন করানোর Featured অংশে Yes নির্বাচন করা হয় তবে সেটি প্রথম পাতায় দেখতে পাবেন।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER