17.***কিছু কথা। ***

Posted by Monir Hossain On 9:37:00 pm | No comments
জুমলার সর্বশেষ পর্বে সবাইকে স্বাগতম। আগের পর্বসমূহে আমরা জুমলার বেসিক বিষয় সমূহ বিস্তারিত ভাবে দেখেছি। মূলত একটি সাইট পরিচালনার জন্য জুমলার এসকল বিষয়ই যথেষ্ট। তবে বিভিন্ন ধরনের সাইটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈশিষ্ঠ্য এবং ফিচার প্রয়োজন হতে পারে কিন্তু মূল এবং মৌলিক বিষয়সমূহ মোটামুটি এতটুকুই। একটি কথা বলে রাখা উচিত যে অন্যান্য যেকোন সিএমএস এর মতই জুমলার পরিধিও অনেক ব্যাপক। টিউটোরিয়ালের বাইরেও অনেক বিষয় থেকে যায় যা নিজ থেকেই শিখে নিতে হয়। এছাড়া কিছু বিষয় টিউটোরিয়ালের বাইরে পড়ে যেতে পারে। আবার একটি বিষয়ই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন হতে পারে যেমন এক ব্লগ সাইটের জন্য জুমলার ব্যবহার যেমন হবে একটি ইকমার্স সাইটের জন্য জুমলার ব্যবহার প্রক্রিয়া একইরকম হবে না কিন্তু মৌলিক বিষয় সমূহ একই থাকবে। তাই জুমলার টিউটোরিয়ালের মাধ্যমে জুমলার মৌলিক শিখে নেবার পর সবচেয়ে ভালো জুমলা নিয়ে নিজ থেকে কাজ শুরু করে দেওয়া বিশেষ করে হাতে কলমে করলে ভালো হয়। এছাড়া নতুন কোন বিষয় নিয়ে জানার জন্য ইন্টারনেটে অনেক টিউটোরিয়াল ও ম্যানুয়াল আছে যেখান থেকে আপনি জুমলা ভালোভাবে রপ্ত করে নিতে পারেন। জুমলা ব্লগ জুমলা সম্পর্কে আপডেটেড থাকার জন্য এবং সর্বশেষ তথ্যে নিয়মিত জুমলার অফিসিয়াল ব্লগ দেখতে পারেন। জুমলা ফোরাম জুমলা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বা কোন কিছু জানতে চাইলে তা জুমলা ফোরামে জিজ্ঞেস করতে পারেন। এখানে জুমলায় অভিজ্ঞরা আপনাকে সাহায্য করবেন। জুমলা এক্সটেনশন জুমলার যেকোন ধরনের প্লাগিন বা টেমপ্লেট খুজতে পারেন এখানে। জুমলা হেল্প সাইট এখানে জুমলা সংক্রান্ত অনেক টিউটোরিয়াল এবং আর্টিকেল পাওয়া যায় । জুমলা ডেভেলপমেন্ট জুমলা একটি ওপেন সোর্স সিএমএস। আপনি ইচ্ছা করলে নিজেও জুমলাকে নিজেরমত করে ডেভেলপ করতে পারেন অথবা জুমলা ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত থাকতে পারেন। ক্যারিয়ার জুমলা মূলত একটি সম্ভবনাময় ক্ষেত্র আপনি ওয়েব ডেভেলপার হয়ে থাকলে জুমলার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। ইচ্ছা করলে নিজেকে জুমলা ডেভলপমেন্ট এক্সপার্ট হিসেবে তৈরী করতে পারেন। এর জন্য ভাল ওয়েব ডেভেলপমেন্ট এ দক্ষ হওয়া আবশ্যক। যেসকল বিষয় জানা থাকা জরুরী তা হচ্ছে – এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এবং ডাটাবেজ হিসেবে মাই এসকিউএল। এছাড়া জুমলা ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু দিক জানা থাকা দরকার যা আপনি ইন্টারনেটে সার্চ করে জানতে পারেন এছাড়া এই সম্পর্কে আছে প্রচুর টিউটোরিয়াল। জুমলা ডেভেলপার হয়ে নিজেই টেমপ্লেট বা প্লাগিন তৈরী করতে পারেন অথবা জুমলা কাস্টমাইজ করতে পারবেন। কিংবা ইচ্ছা করতে করলে জুমলা অনলাইনে ফ্রীল্যান্স কাজ করতে পারেন। অথবা বিভিন্ন ফার্মে জুমলা ডেভেলপার হিসেবে যোগ দিতে পারবেন।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER