ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের
জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অপেক্ষা রাখে না। চাইলেই আপনিও এইচটিএমএল,
সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তবে, ভাল করতে হলে আপনাকে
অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএলও জানতে হবে। এখন কথা হল, আপনি দুই ভাবে
ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। ১. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই
ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে, এবং ২. রিমোর্ট/ওয়েব সার্ভারে,
মানে ইন্টারনেট লাইন ব্যবহার করে। রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটআপ
করতে পারবেন, ক) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে, খ)
ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।
তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের
আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি লোকাল কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার
বানিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন...
১ প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানাতে WAMP অথবা XAMP ইন্সটল করে নিন। আপনার কাছে সফটওয়্যার দুটি না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখানে এবং এখানে থেকে। অন্যন্য সফটয়ারের মতই এর ইন্সটলেশন পদ্ধতি তাই নতুন করে এটা নিয়ে লিখলাম না। (উল্লেখঃ আমি উইন্ডোজ এক্সপি এবং WAMP সার্ভার ব্যবহার করে টিউটরিয়ালটি তৈরী করছি।( আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন)।
২. ওয়াম্প ইন্সটাল করার পর আপনার
হার্ডডিস্কের C: ড্রাইভে wamp নামে একটি ফোল্ডার তৈরী হবে। এবং এর ভিতরে
www নামের যে ফোল্ডার – টি পাবেন তার ভিতরেই আপনাকে ওয়ার্ডপ্রেস বা
অন্যান্য সিএমএস গুলো ইন্সটাল করেতে হবে। যেহেতু আমারা ওয়ার্ডপ্রেস নিয়ে
কাজ করবে তাই ওয়ার্ডপ্রেস সিএমএস সফটওয়্যারটি একটি নতুন ফোল্ডার এর ভিতরে
সরাসরি আনজিপ করবো। ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আমি www ফোল্ডারের ভিতরে
Trail Blog নামের একটি ফোল্ডার করেছি এবং এর ভিতরে ওয়ার্ডপ্রেস আনজিপ
করেছি। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করুন এখানে থেকে।
৩. এবার চলুন ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি
Trail Blog ফোল্ডারের ভিতরে আনজিপ করি। আপনার হার্ডডিস্কের যেখানে জিপ করা
ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আছে সেখানে চলুন...
৪. জিপ ফাইলটির উপরেই মাউস রেখে Extract Files... এ ক্লিক করুন। এবার নিচের মতো স্ক্রীন আসলে My Computer> C: ড্রাইভ > wamp > www > Trail Blog (ফোল্ডার নামটি আপনার ইচ্ছা মতো দিতে পারেন।) নির্বাচন করে দিন। নিচের মতো করে ...
৫. OK ক্লিক করার সাথে সাথে আনজিপ হওয়া শুরু হবে। নিচের মতো করে...
৬. আনজিপ হয়ে গেলে ব্রাউজ করুন আপনার ইন্সটলেশন ফোল্ডারটি। সঠিকভাবে ইন্সটল হলে নিচের মতো ফাই্ল+ ফোল্ডারগুলো পাবেন...
৭. এবার ওয়েব ব্রাউজারে http://localhost
লিখে ব্রাউজ করুন। আমি ওয়াম্প এর পুরাতন ভার্সন ব্যবহার করছি তাই আপনাদের
আমার স্ক্রীনের সাথে কিছুটা অমিল থাকবে। নয়তো নিচের মতো উইন্ডো আসবে...
৮. সেখানের নিচে থেকে Trail Blog অথবা আপনার দেয়া ফোল্ডার নামে ক্লিক করুন। নিচের মতো পেজ পাবেন ব্রাউজারে... সেখানে থেকে Create a Configuration File বাটনে ক্লিক করুন...
৯. আবারো নিচের মতো পেজ পাবেন। Let’s go! তে ক্লিক করুন...
১০. এবার নিচের ইমেজ পাবেন...
১১. আবারো আপনার ব্রাউজারে http://localhost/phpmyadmin/ ব্রাউজ করুন। নিচের মতো স্ক্রীন পেলে Create a database এ আপনার ডাটাবেজের নাম দিয়ে Create বাটনে ক্লিক করুন।
১২. সব কিছু ঠিক থাকলে, এবার আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীর wp-config-sample.php ফাইলটি নোটপ্যাড বা ড্রীমওয়েভার দিয়ে ওপেন করুন। এবং নিচের দেখানো পদ্ধতিতে শুধু database নামে দিয়ে ফাইলটি সেভ করুন।
১৩. এবার নিচের মতো করে ডেটাবেজ নাম,
ডাটাবেজ হোস্ট ঠিকানা, টেবিল প্রিফিক্স দিন। আর হ্যা উইজার নাম এবং
পাসওয়ার্ড অবশ্যই ফাঁকা রাখবেন। তারপর Submit ক্লিক করুন।
১৪. নিচের মতো পেজ আসলে Run the install এ ক্লিক করুন।
১৫. নিচের মতো পেজ আসলে আপনার সাইট টাইটেল, উইজার নেম, পাসওয়ার্ড, ইমেইল ঠিকানা দিয়ে শেষে Install WordPress বাটনে ক্লিক করুন...
১৬. কয়েক সেকেন্ডের মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল হবে এবং আপনার সামনে ইন্সটল সফল হয়েছে এমন বার্তাসহ পেজ উপস্থিত হবে নিচের মতো...
১৭. উপরের Log In বাটনে ক্লিক করুন, নিচের মতো লগিন পেজ পাবেন ...! উইজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন বাটনে ক্লিক করুন।
১৮. সর্বশেষ আপনার ওয়ার্ডপ্রেস এর Dashboard পাবেন নিচের মতো। :D
লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন পদ্ধতির এখানেই সমাপ্তি! কোনো প্রকার সমস্যা হলে মন্তব্য করে জানাতে ভুলবেন না!
0 comments:
Post a Comment