সবাইকে সালাম । আশা করি ভাল আছেন ।
আমরা ( আমি ) অনেকেই ভাবি যদি কম্পিউটার বাংলায় চলত , কি ভালই না হত। সব কিছু বাংলায় দেখতে পাব যে ভাষার অর্জনর জন্য ৩০ লক্ষ্য মানুষ প্রান দিয়েছে , আর আমরা তা বাছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি ।আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে যদি দেখতে পান সবকিছু আপনার সেই প্রিয় মাতৃভাষায়? বেশ মজাই লাগত, তাইনা? কালকে একটি সফটওয়্যার এর খোজ পেয়েছি যা ইন্সটল করলে আপনার উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পাবেন। এইটা শুধুমাত্র উইন্ডোজ ৭ এর নতুন ভার্সন এ কাজ করবে , আমি ইন্সটল করেছি । আপ্নিও করতে পারেন
বাংলা সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১.প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে mlc ফাইলটি নামিয়ে নিন.
২.এবার তা ইন্সটল করুন,
৩.ইন্সটল করা শেষ হলে রি-স্টারট করুন আপনার পি।সি.
৪.আপনার ইন্টারফেস বাংলায় পরিবর্তন হয়েছে।
কিছু ছবিঃ
১.Start Menu:
২.ফাইল খোলার সময়ঃ
৩.খালি স্ক্রিন এ মাউস এর ডানবাটন ক্লিক করলেঃ
ডাউনলোড
আমরা ( আমি ) অনেকেই ভাবি যদি কম্পিউটার বাংলায় চলত , কি ভালই না হত। সব কিছু বাংলায় দেখতে পাব যে ভাষার অর্জনর জন্য ৩০ লক্ষ্য মানুষ প্রান দিয়েছে , আর আমরা তা বাছানোর জন্য চেষ্টা করে যাচ্ছি ।আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে যদি দেখতে পান সবকিছু আপনার সেই প্রিয় মাতৃভাষায়? বেশ মজাই লাগত, তাইনা? কালকে একটি সফটওয়্যার এর খোজ পেয়েছি যা ইন্সটল করলে আপনার উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পাবেন। এইটা শুধুমাত্র উইন্ডোজ ৭ এর নতুন ভার্সন এ কাজ করবে , আমি ইন্সটল করেছি । আপ্নিও করতে পারেন
বাংলা সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১.প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে mlc ফাইলটি নামিয়ে নিন.
২.এবার তা ইন্সটল করুন,
৩.ইন্সটল করা শেষ হলে রি-স্টারট করুন আপনার পি।সি.
৪.আপনার ইন্টারফেস বাংলায় পরিবর্তন হয়েছে।
কিছু ছবিঃ
১.Start Menu:
২.ফাইল খোলার সময়ঃ
৩.খালি স্ক্রিন এ মাউস এর ডানবাটন ক্লিক করলেঃ
ডাউনলোড
0 comments:
Post a Comment