আমরা সবাই বিভিন্ন মোবাইল অপারেটের দেয়া ইন্টারনেট ব্যবহার করছি। অনেকে
অনেক রকম স্পিড দিয়ে থাকে। এটি থাকে মূলত তাদের হাতে। আপনি ইচ্ছা করলে
মাত্র দুটো কোড দিয়ে আপনার ডায়াল আপ বা মডেমের স্পীড বাড়াতে পারেন ২০০%।
তাহলে আসুন মূল টুইটে………
- প্রথমে আপনার ইন্টারনেট বন্ধ করুন।
- এবার Start >>> Control Panel >>> Phone & Modem এ যান।
- এখানে দেখুন কিছু ফিল্ড খালি আছে।
- Country ফিল্ডে লিখুন আপনার দেশের নাম Bangladesh
- এবার তার নিচের ফিল্ড Area Code এ লিখুন 02
- এবার OK করুন।
- এবার Modem ট্যাবে যান।
- আপনার মডেমটি নির্বাচন করে Properties এ ক্লিক করুন।
- ডায়লগ বক্স থেকে Advanced ট্যাবে যান।
- এখানে কিছু ফিল্ড দেখতে পাবেন।
- এখান থেকে Extra Initialization Commands ফিল্ডে লিখুন at&fx.
- কোডটি আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখবেন। নতুবা কাজ করার সম্ভবনা কম।
- এবার OK করুন।
- আপনার ইন্টারনেট কানেকশান চালু করে দেখুন স্পীডের কি অবস্থা।
- ব্যস কাজ শেষ।
সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ….
0 comments:
Post a Comment