ফেইসবুকে ভিডিও আপলোড করা খুব একটা কঠিন কাজ নয়। তবে ভিডিও শেয়ার করার
জন্য ফেইসবুক অফিসিয়ালি কোনো Embed কোড দেয়না। এর কারনে যে সমস্যা গুলোয়
পড়তে হয় তা হলো-
আইডিটি ব্রাউজারের এড্রেস বার হতে কপি করে নিম্নলিখিত কোডে xxxxx লিখিত স্থানে পেস্ট করুন।
এরপর সম্পূর্ন কোডটি কপি করে কাঙ্খিত ওয়েবপেজে পেস্ট করলেই কাজ শেষ।
একদম সহজ !
- মজার কোনো ভিডিও ইচ্ছে করলেই খুব সহজে নিজের ওয়েবসাইট বা ব্লগের ভিজিটরের সাথে শেয়ার করা যায়না।
- ভিডিও দেখতে হলে ফেইসবুকের একাউন্ট থাকতে হবে এবং অবশ্যই লগইন করতে হবে।
সমাধান:
ফেইসবুকে আপলোডকৃত প্রত্যেকটি ভিডিওর একটি ইউনিক আইডি থাকে যেটা আপনার ব্রাউজারের এড্রেস বারে দেখতে পাবেন।আইডিটি ব্রাউজারের এড্রেস বার হতে কপি করে নিম্নলিখিত কোডে xxxxx লিখিত স্থানে পেস্ট করুন।
<object width="400" height="224" >
<param name="allowfullscreen" value="true" />
<param name="allowscriptaccess" value="always" />
<param name="movie" value="http://www.facebook.com/v/xxxxx" />
<embed src="http://www.facebook.com/v/xxxxx" type="application/x-shockwave-flash"
allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="224">
</embed>
</object>
এরপর সম্পূর্ন কোডটি কপি করে কাঙ্খিত ওয়েবপেজে পেস্ট করলেই কাজ শেষ।
একদম সহজ !
0 comments:
Post a Comment