আগের পর্বগুলোতে লোকাল কম্পিউটার এবং ওয়েব সার্ভারে জুমলা সেটআপের
প্রক্রিয়া বর্ণনা করা হয়েছিল। যেকোন একটি প্রক্রিয়ায় জুমলা সেটআপ দিলেই
আপনি জুমলা নিয়ে কাজ শুরু করতে পারেন। এইপর্বে জুমলা ফ্রন্টএন্ড এবং
ব্যাকএন্ড নিয়ে বর্ণনা করা হবে।
যেকোন পূর্ণাঙ্গ সিএমএস এর মূলত দুটি অংশ থাকে। একটি হচ্ছে ফ্রন্টএন্ড যা
সাইটের ভিজিটর থেকে শুরু করে সবার কাছেই প্রদর্শিত হয় অর্থাৎ সাইটটিকে আমরা
ফ্রন্টএন্ড বলি।
অপরটি হচ্ছে এডমিন প্যানেল, যেখান থেকে সম্পূর্ন সাইটটিকে পরিচালনা করা হয়।
এখানে শুধুমাত্র সাইটের পরিচালক অর্থাৎ এডমিনিস্ট্রেটর প্রবেশ করতে পারে।
এরই আরেক নাম ব্যাকএন্ড।
আপনি ইনস্টলের সময় “Install Sample Data” বাটনে ক্লিক করেন তাহলে সাইটে
নিজথেকেই নমুনাস্বরূপ কিছু ডামি কন্টেন্ট যোগ হবে। ফলে জুমলার হোমপেজ হবে
নিন্মরূপ –
যদি বাটনে ক্লিক না করেন তবে কোন কন্টেন্ট যোগ হবে না ফলে সাইটটি মোটামুটি খালি দেখাবে – এখানে জুমলার হেডার হচ্ছে নিচের মত, ডামি কন্টেন্ট যোগ না করলে নেভিগেশনবার দেখা যাবে না। নেভিগেশন বার নিজে তৈরী করতে হবে। জুমলার সাইডবারে একাধিক অংশ থাকে তবে নিজ থেকে ডামি কন্টেন্ট যোগ না করলে শুধু হোমপেজ লিংক দেখাবে। সাইডবারে জুমলার ইউজার লগিন অংশটি বাই ডিফল্ট প্রদর্শিত হয়।
আর জুমলার ফুটার হচ্ছে নিচের মত। এখানে কিছু ব্যানার আছে। ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করা যায়। জুমলার ফ্রন্টএন্ড মোটামুটি এতটুকুই। এখন দেখব জুমলা ব্যাকএন্ড বা এডমিন প্যানেল। এডমিন প্যানেলে লগিন করলেই নিচের মত পেজ দেখতে পাবেন।
এখানে সাইট পরিচালনার জন্য বিভিন্ন অংশ আছে, এছাড়া কিছু টুল আছে। কোন অংশ কিজন্য ব্যবহৃত হয় তা নিচে বর্ণনা করা হল। Add New Article – সাইটে নতুন কোন আর্টিকেল বা লেখা যোগ করার জন্য। Article Manager – সাইটে থাকা আর্টিকেলগুলো পরিবর্তন ও পরিচালনা করার জন্য। Category Manager – আর্টিকেলগুলো যেই ক্যাটাগরিসমূহে লেখা হয় সেই ক্যাটাগরিগুলো এখান থেকে পরিচালনা করা যায়। Media Manager – সাইটের বিভিন্ন ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া যোগ করা বা পরিচালনার করার জন্য এই অংশ। Menu Manager – সাইডবার ও নেভিগেশনবারে থাকা মেনুগুলো এখান থেকে পরিচালনা করা যায়। User Manager – সাইটের সদস্যদের প্রোফাইল এখান থেকে পরিচালনা করা যায়। Module Manager – জুমলার জন্য বিভিন্ন মডিউল এখান থেকে পরিচালনা করা হয়। Extension Manager – জুমলার এক্সটেনশন পরিচালনার অংশ। Language Manager – ভাষা পরিবর্তন ও পরিচালনার অংশ। Global Configuration – সাইটের প্রয়োজনীয় সেটিংস সমূহ এখান থেকে পরিবর্তন করতে হয়। Template Manager – জুমলার থিম বা টেমপ্লেট ইনস্টল এবং পরিচালনার অংশ। Edit Profile – এখান থেকে আপনার নিজের প্রোফাইল পরিবর্তন করতে পারবেন। বাকিদুটো অংশ জুমলা এবং এর এক্সটেনশান আপডেট করার জন্য ব্যবহৃত হয়।
যদি বাটনে ক্লিক না করেন তবে কোন কন্টেন্ট যোগ হবে না ফলে সাইটটি মোটামুটি খালি দেখাবে – এখানে জুমলার হেডার হচ্ছে নিচের মত, ডামি কন্টেন্ট যোগ না করলে নেভিগেশনবার দেখা যাবে না। নেভিগেশন বার নিজে তৈরী করতে হবে। জুমলার সাইডবারে একাধিক অংশ থাকে তবে নিজ থেকে ডামি কন্টেন্ট যোগ না করলে শুধু হোমপেজ লিংক দেখাবে। সাইডবারে জুমলার ইউজার লগিন অংশটি বাই ডিফল্ট প্রদর্শিত হয়।
আর জুমলার ফুটার হচ্ছে নিচের মত। এখানে কিছু ব্যানার আছে। ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করা যায়। জুমলার ফ্রন্টএন্ড মোটামুটি এতটুকুই। এখন দেখব জুমলা ব্যাকএন্ড বা এডমিন প্যানেল। এডমিন প্যানেলে লগিন করলেই নিচের মত পেজ দেখতে পাবেন।
এখানে সাইট পরিচালনার জন্য বিভিন্ন অংশ আছে, এছাড়া কিছু টুল আছে। কোন অংশ কিজন্য ব্যবহৃত হয় তা নিচে বর্ণনা করা হল। Add New Article – সাইটে নতুন কোন আর্টিকেল বা লেখা যোগ করার জন্য। Article Manager – সাইটে থাকা আর্টিকেলগুলো পরিবর্তন ও পরিচালনা করার জন্য। Category Manager – আর্টিকেলগুলো যেই ক্যাটাগরিসমূহে লেখা হয় সেই ক্যাটাগরিগুলো এখান থেকে পরিচালনা করা যায়। Media Manager – সাইটের বিভিন্ন ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া যোগ করা বা পরিচালনার করার জন্য এই অংশ। Menu Manager – সাইডবার ও নেভিগেশনবারে থাকা মেনুগুলো এখান থেকে পরিচালনা করা যায়। User Manager – সাইটের সদস্যদের প্রোফাইল এখান থেকে পরিচালনা করা যায়। Module Manager – জুমলার জন্য বিভিন্ন মডিউল এখান থেকে পরিচালনা করা হয়। Extension Manager – জুমলার এক্সটেনশন পরিচালনার অংশ। Language Manager – ভাষা পরিবর্তন ও পরিচালনার অংশ। Global Configuration – সাইটের প্রয়োজনীয় সেটিংস সমূহ এখান থেকে পরিবর্তন করতে হয়। Template Manager – জুমলার থিম বা টেমপ্লেট ইনস্টল এবং পরিচালনার অংশ। Edit Profile – এখান থেকে আপনার নিজের প্রোফাইল পরিবর্তন করতে পারবেন। বাকিদুটো অংশ জুমলা এবং এর এক্সটেনশান আপডেট করার জন্য ব্যবহৃত হয়।
0 comments:
Post a Comment