এই
টিউটোরিয়ালে ওয়েব সার্ভারে জুমলা সেটআপের প্রক্রিয়া বর্ণনা করা হবে।
ওয়েব সার্ভারে জুমলা ব্যবহার করতে হলে প্রথমেই যা লাগবে তা হচ্ছে একটি
ওয়েবহোস্টিং সার্ভিস। উক্ত ওয়েব হোস্টিংকে অবশ্যই পিএইচপি এবং মাই
এসকিউএল সাপোর্ট করতে হবে এবং পাশাপাশি জুমলা সেটআপের জন্য কিছু খালি স্পেস
বা জায়গা প্রয়োজন হবে। সেটআপের জন্য ৫০ মেগাবাইট জায়গাই যথেষ্ট কিন্তু
পরিবর্তীতে অন্যান্য কন্টেন্ট যোগ করলে আরো জায়গার প্রয়োজন পড়তে পারে যা
আপনার উপর নির্ভর করবে। এছাড়া জুমলার জন্য একটি খালি মাইএসকিউএল
ডাটাবেজের প্রয়োজন হবে।
১) প্রথমেই আপনার ওয়েব হোস্টিং এর সিপ্যানেলে লগিন করে নিন। সাধারনত
সিপ্যানেলের এড্রেস হয় cpanel.domain.com। এখানে domain অংশে আপনার ডোমেইন
নেম বসিয়ে দিন।
২) সিপ্যানেলে লগিন করার পর নিচের দিকে Software and Service অংশে লক্ষ্য
করুন। বিভিন্নধরনের স্ক্রিপ্ট বা সিএমএস অটো ইনস্টল করার জন্য সাধারনত কিছু
ইনস্টলার থাকে যেমন ফ্যান্টাসটিকো ডিলাক্স, সফটক্লাউস ইত্যাদি। যেটাই
থাকুক না কেন আপনাকে সেই ইনস্টলারে ক্লিক করতে হবে। টিউটোরিয়ালে আমি
ফ্যান্টাসটিকো ডিলাক্স দিয়ে ইনস্টল করার প্রক্রিয়া দেখিয়েছি। অন্য
ইনস্টলারের ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না।
৩) নতুন পেজে আপনি যেসকল সিএমএস বা স্ক্রিপ্ট এর মাধ্যমে সেটআপ দিতে পারবেন
তার একটি তালিকা পাবেন। “Content Management” ক্যাটাগরি থেকে জুমলার
সর্বশেষ সংষ্করন নির্বাচন করুন। আমার এখানে জুমলা ১.৫ সর্বশেষ সংষ্করন।
এক্ষেত্রে সংষ্করনভিন্ন হলেও সেটআপে সমস্যা হবে না।
৪) নতুন লোড হওয়া পেজে “New Installation” এ ক্লিক করুন।
৫) এই পেজে “Install on domain” অংশে আপনার যেই ডোমেইনে জুমলা সেটআপ দিতে
চান সেটি নির্বাচন করুন। যদি রুট ডিরেক্টরি অর্থাৎ যদি চান যে ডোমেইনে
প্রবেশ করলেই যেন ভিজিটর আপনার জুমলায় তৈরী করা সাইটটি দেখতে পাবে তাহলে
“Install on directory” অংশ খালি রাখুন। আর যদি কোন সাব ডিরেক্টরিতে সেটআপ
দিতে চান তবে সেই এড্রেস ওই অংশটিতে টাইপ করুন। এক্ষেত্রে www.domain.com
এর পরের অংশটুকু দিতে হবে। “Admin access data” অংশে প্রথমে এডমিন
ইউজারনেম টাইপ করুন এবং পরের টেক্সট বক্সে এডমিন পাসওয়ার্ড টাইপ করুন।
এর পর Base Configuration অংশে Admin email এ আপনার ইমেইল এড্রেস দিন।
Admin Full Name এ আপনার নাম লিখুন। Site Name এ আপনার ওয়েবসাইটের নাম
লিখুন। “Install Sample Data” অংশে টিক দিলে আপনার সুবিধার জন্য সাইটে নিজ
থেকে কিছু নমূনাস্বরূপ কন্টেন্ট যোগ হবে। যদি সেটা না চান তবে টিক উঠিয়ে
দিতে পারেন।
৬) এই পেজে আপনি আপনার সাইটের জন্য তৈরীকৃত মাইএসকিউএল ডাটাবেজ পেয়ে যাবেন। “Finish installation” এ ক্লিক করে সেটআপ সম্পন্ন করুন।
৭) এর জুমলা সেটআপ প্রক্রিয়া সম্পন্ন নিশ্চিতকরন একটি পেজ লোড হবে। এটি আসলেই ওয়েবসাইটে জুমলা সেটআপ প্রক্রিয়া শেষ হবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment