একটা ওয়েব পেজের মধ্যেই অপর এক বা একাধিক ওয়েব পেজ প্রদর্শন করার অন্যতম উপায় হচ্ছে আই ফ্রেম। কোন বিষয় বিস্তারিতভাবে উপস্থাপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ের উপর বিভিন্ন ওয়েব পেজের লিংক প্রকাশ করা গুরুত্বপূর্ণ, পাশাপাশি উক্ত পেজটিকে সংক্ষিপ্ত স্থানের মধ্যে স্ক্রলিং করে প্রদর্শন করতে পারলে মন্দ হয় না।
উদাহরণ প্রোগ্রাম
<html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body bgcolor=" #f00">
<center>
<h2 style="color:#f00">This is an example of iframe.</h2><br />
<iframe src="http://www.tutohost.com/bangla/html/" width="350" height="170">
<p>This rowser does not support iframes.</p>
</iframe>
</center>
</body>
</html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body bgcolor=" #f00">
<center>
<h2 style="color:#f00">This is an example of iframe.</h2><br />
<iframe src="http://www.tutohost.com/bangla/html/" width="350" height="170">
<p>This rowser does not support iframes.</p>
</iframe>
</center>
</body>
</html>
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।
প্রোগ্রাম আলোচনা
আই ফ্রেম তৈরির জন্য <iframe></iframe> ট্যাগ ব্যবহার করা হয়।width="350" height="170" এই দুটি এট্রিবিউটের মাধ্যমে আই ফ্রেম এর আকৃতি কেমন হবে তার নির্দেশ প্রদান করা হয়।
যদি কোন ব্রাউজার আই ফ্রেম সাপোর্ট না করে তাহলে <p>This rowser does not support iframes.</p> এর জন্য This rowser does not support iframes. লেখাটি প্রদর্শিত হবে।
0 comments:
Post a Comment