আমরা আমাদের ভাষা অনেক ভালোবাসি তাই এই ভালোবাসা পুরো পৃথিবীকে জানিয়ে দেয়ার ব্যবস্থা ও আমাদের করতে হবে না কি? এই জন্য আমারা বাংলাদেশের অনেকেই অনেক বাংলা ব্লগ/সাইট নির্মান করেছেন। কিন্তু বাংলা নিয়ে একটু সমস্যা হয় তা হল বাংলায় দেখা ও লিখা। কিন্তু কম্পিউটারের জন্য সমধান অনেক আগে থেকেই আছে। আর আজ আমি আপনাদের সাথে সেয়ার করতে এলাম কিভাবে আপনার মূঠোফোনে বাংলা পড়া ও লিখা যাবে।
অনেক কিছুই লিখেছিলাম কিন্তু কপাল দোষে সেই লিখাগুলো নাই এই ডিজিটাল দেশের একটা সমস্যাই বেশি সেটা হল বিদ্যুৎ। তাই আর সেই গুলি লিখলাম না।
t mobile g1 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site

প্রথমেই আমি আপনাদের দেখাব যে আপোনাদের মুঠোফোনে কিভাবে বাংলা পড়া যাবে।

বাংলা পড়ার জন্য আপনাকে অপেরা মিনি ব্যবহার করতে হবে অন্য কোন মুঠোফোন ব্রাউজার এ বাংলা দেখা সম্ভব নই।
এই লিংক হতে অপেরা মিনি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন (শুধু জিপি গ্রাহকগন এই লিংক হতে ফ্রী অপেরা মিনি ডাউনলোড করুণ)। এবং নিচের চিত্র গুলো অনুসরণ করুণ।
ডাউনলোড কৃত অপেরা মিনি সফটওয়্যার টি ওপেন করুণ এবং এড্রেস বারে opera:config লিখে অপেরার User power menu তে প্রবেশ করুণ।
BN1 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার নিচের চিত্রের মত আসলে সেখানে সব নিচের অপশন (Use bitmap fonts for complex scripts) এ ইয়েস (Yes) নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করুণ।
BN2 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
ব্যাস হয়ে গেল আপনার বাংলা দেখা সমস্যার সমাধান। ঝকঝকে বাংলা দেখতে পাবেন ঠিক নিচের ছবির মত।
17 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার কিভাবে আপনার মুঠোফোনে বাংলা লিখবেন সেই সমস্যার সমাধান।

প্রথমে এই লিংক থেকে আপনার মোবাইল এর মডেল দিয়ে সফটওয়্যার ডাউনলোড করুণ। এই সফটওয়্যারটির প্রস্তুতকারক ইন্ডিয়ার eternoinfotech আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই অসাধারণ একটি সফটওয়্যার টি আমাদের উপহার দেয়ার জন্য। এই সফটওয়্যার টি দিয়ে নয়টি (৯টি) ভাষায় লিখা যাবে যেমনঃ Hindi, Marathi, Punjabi, Gujarati, Bengali (বাংলা), Telugu, Kannada, Malayalam ও  Tamil। সফটওয়্যার টি ডাউনলোড হলে আপনার মোবাইল এ ইন্সটল করে ফেলুন।
আপনার ইন্সটল করা সেই IndiSMS সফটওয়্যার টি ওপেন করুণ।
1 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web siteওপেন হচ্ছে............
2 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার আপনার পছেন্দের ভাষা (বাংলা) নির্বাচন করে ওকে (Select) বাটনে চাপ দিন।
3 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার নিচের চিত্রের মত একটা ম্যাসেজ আসবে যদি ইয়েস (Yes) বাটনে ক্লিক করেন তাহলে সফটওয়্যার টি ওপেন হওয়ার সময় আপনাকে প্রথমের মত বাংলা ভাষা নির্বাচন করতে হবে আর যদি নো (No) বাটনে ক্লিক করে তাহলে সরাসরি বাংলা ভাষায় সফটওয়্যার টি ওপেন হবে।
4 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার বার্তা নির্মান (New Message) নির্বাচন করুণ।
5 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার আপনার প্রয়োজন মত জা ইচ্ছা হয় তাই ফোনেটিক লে-আউট এর মত করেই লিখতে শুরু করুণ।  যেমন আমি লিখলামঃ আমি তোমাকে ভালোবাসি! কিন্তু আমি এখন ব্যস্ত আছি আমি আপনাকে পরে কল করবো।:(
8 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
লেখা শেষ হলে ব্যাক (Back) বাটনে চাপ দিন নিচের চিত্রের মত ইয়েস (Yes) নো (No)  চাইবে ইয়েস করে ড্রাফট করে সেভ করুণ। এবং IndiSMS সফটওয়্যার টি বন্ধ করে দিন।
7 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এখন নিশ্চয়ই ভাবছেন এতো কষ্ট করে লেখার এটাই ফল শুধু সেভ করলাম। icon sad মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site না ভাই জানেরা এবার আপনার আসল ম্যাসেজিং মেন্যু বের করুণ এবং সেখান থকে ড্রাফট ওপেন করুণ।
9 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site10 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার দেখুন নিচের চিত্রের মত চারকোনা ঘর ঘর হয়ে একটা মাসেজ সেভ হয়ে আছে। হ্যাঁ এটা আপনার লেখা সেই ম্যাসেজ টি এখানে এই বিকৃত অবস্থা ম্যাসেজ টি ওপেন করুণ।
11 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার পেন টুল দিয়ে পুরো লেখটি সিলেক্ট করে ক্লিপ বোর্ডে কপি করুণ।
12 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
অনেকেই আছেন যারা পেন টুলটিকে চিনতে পারে না ও কিভাবে কোন কিছু ক্লিপবোর্ডে কপি করতে হয় সেটাও বুঝতে পারে না তাই আমি নিচের তাদের সুবিধার জন্য নিচে একটি চিত্র দিলাম যে কোনটা পেন টুল। এই পেন টুল এ চাপ দিয়ে থেকে যেকোন লেখা বা ফাইল মার্ক করা যায় এবং ক্লিক বোর্ডেও কপি করা যায়।
1262914 Copy মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এখন যেখানে আপনার বাংলা লেখার প্রয়োজন সেই এড্রেস টি অপেরা বা যেকোন ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করুণ (অপেরায় ভালো কারন এটাতে বাংলা দেখা যায় অন্য ব্রাউজার দেখা যায় না।)
15 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
এবার রাইটিং বক্সে আবার পেন টুল এর সাহায্যে পেস্ট করে দিন এবং পোস্ট করুণ।
14 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
ব্যাস হলে গেল আপনার বাংলায় পড়া ও লেখার সমধান।
__________________________________________________________________________________________
==================================================================================
দেখুন আমি সেই পাঠানো বাংলা ম্যাসেজটি কেমন সুন্দর হয়েই এসেছে।
16 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site
17 মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট || Bangla technology, tutorial, tips and tricks web site

ভালো লাগলে আপনার মুল্যবান মন্তব্য দিতে ভুলবেন না যেন! কারন একটি মন্তব্যই একজন লেখক কে ৯০% লেখার আগ্রহ বাড়িয়ে দেয়।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER