বিসমিল্লাহির রাহমাণীর রাহীম
আসসালামু আলাইকুম। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। অনেকদিন পর এই
সাইটে পোষ্ট করছি। এতদিনে মূলত নিজের ব্যতি-ব্যস্ত, পড়াশোনা ও পরীক্ষার
কারনে সময় দিতে পারেনি।এবার একটু সুযোগ হয়ে উঠল তাই টেকটুইটস একটু ঢুঁ
মারছি। আজকে দিনের শুরুতে আপনাদেরকে একটি বিশেষ পোষ্ট দিয়ে শুরু করছি। অআর
সেটি হচ্ছে একটি এন্টি স্পাইওয়্যার সফটওয়্যার সম্পর্কে। হ্যা এটি অনেকটা
এন্টিভাইরাস সফটওয়্যারের মতই কাজ করে কিন্তু এন্টিভাইরাস হিসাবে ধরলে ভূল
হবে। কেননা, এই সফটওয়্যারটি শুধুমাত্র পিসির ক্ষতিকর প্রোগ্রাম যেমন-
Trojans, AntiRootkit, Malware, Antifishing ইত্যাদি সমূহকে পিসি থেকে
ঝেটিয়ে বিদায় করতে অত্যন্ত পটু। অনেকক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এন্টিভাইরাস
এই সব ক্ষতিকর প্রোগ্রামকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারে না। তাই অনেকে
এন্টিভাইরাসের পাশাপাশি যে কোন একটি Spyware software ব্যবহার করেন।কিন্তু
Spyware software ব্যবহার করলে হবেনা।ভাল কোন ব্রান্ড ব্যবহার করতে হবে।
ইন্টারনেটে সার্চ করলে এই রকম বহু সফটওয়্যার দেখে নিজেই কিম্ভূদকিমাকার হয়ে
যাবেন কোনটি রেখে কোনটি ব্যবহার করবেন। আজ আমি আপনাদের সেই বিষয়েই বলছি-
আমি এইরকম একটি সফটওয়্যারের খোজ পেয়েছি এবং নিজেও ব্যবহার করে এর ভাল ফল
পাচ্ছি এর নাম- Super Antispyware (Free version)। এই software এর কিছু
উল্লেখযোগ্য দিক রয়েছে-১। অন্য কোন Antispyware সফটওয়্যারের মত পিসিকে স্লো করবে না বা হ্যাং করবে না।
২। সহজেই আপডেট নেয় ও আপডেট ফাইল সাইজ ছোট আকারের।
৩। প্রায় ৫০ রকমের সবচেয়ে ক্ষতিকর প্রোগ্রাম সমূহকে ডিটেক্ট করতে ও রিমুভ করতে অত্যন্ত এক্সপার্ট।
৪। যে কোন এন্টিভাইরাসের পাশাপাশি কাজ করে।অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে।কোন সমস্যা সৃষ্টি করে না।
৫। বর্তমানে বিশ্ব Ranking এর দিক দিয়ে এটিই প্রথম। প্রায় ৩০ লক্ষের বেশী ব্যবহারকারী এর সেবা উপভোগ করছে।
৬। অসংখ্যা পুরষ্কারে ভূষিত হয়েছে। এবং ডাউনলোড ব্যবহারকরীর সংখ্যা ও অত্যাধিক। বিশেষ করে সিনেট ডাউনলোড সাইটে ডাউনলোডের দিক থেকে +++ এ- আছে।
৭। যাইহোক অনেক কথাই বললাম। এবার মুল কাজে অআসি- সফট ওয়্যারটি ইনষ্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে।
৮। এবার Select Scan Type থেকে যে কোন একটি টিক মার্ক দিন যেমন-Complete/Custom Scan
এবার Scan Your Computer এ- ক্লিক করুন। স্ক্যান প্রসেস শুরু হবে। প্রায় সমগ্র পিসি স্ক্যান শেষ করতে ১০-১৫ মিনিট সময় নিবে। পরিশেষে ফলাফল দেখাবে যদি কোন ক্ষতিকর কিছু পায়। যেমন-
৯। এবার উক্ত প্রোগ্রামগুলো রিমুভ করতে Continue তে ক্লিক করতে হবে।ব্যাস কাজ শেষ।এবার সম্পূর্ণ স্পাইওয়্যার ম্যাল ওয়্যারমুক্ত একটি সুস্থ সবল পিসি দিয়ে নিশ্চিন্ত মনে কাজ করুন। যদি কিছু না পাওয়া যায় তাহলে Threats Detected শো করবে না। ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না!
আগ্রহীগণ এই সফটওয়্যারটি ডাউনলোড করতে ও ব্যবহার করতে আমার দেয়া লিংক অনুসরন করুন-
0 comments:
Post a Comment