ব্লগের দুনিয়ায় ব্লগস্পট একটি বিপ্লব এনে দিয়েছে। এখানে নিজস্বতা বজায়
রেখে ইউজার ইচ্ছামতো সাজিয়ে নিতে পারে নিজের সাইটটিকে। ব্লস্পটের হাজার
হাজার টেমপ্লেট গতিময়তা এনে দিয়েছে। কিন্তু নিজস্ব বৈশিষ্ট্যমন্ডিত ব্লগ
সাইট ডিজাইন করতে অবশ্যই ব্লগারের কোডে হাত দিতে হবে আপনাকে। নিজের হোস্ট
করা ওয়ার্ডপ্রেসে প্লাগিন ব্যাবহার করে অনেক সহজেই যে কাজটি করা যায় তার
মতো করে করতে হলে ব্লগার হ্যাকিং শিখতে হবে। নিচে জনপ্রিয় সাতটি ব্লগার
হ্যাকিং আলোচনা করা হলো:
ক. ব্লগারে সাইন ইন করে dashboard » Layout » Edit html যান
খ. এই লাইনটি মুছে দিন
নিচের কোড যুক্ত করুন।
নিচের কোডটুকু যুক্ত করতে হবে
ডেমো
নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. Layout->Edit Html এ যান
২. নিচের কোড খুজে নিন:
ক. Layout>Page Elements এ যান
খ. Add Gadget এ ক্লিক করুন
http://w3mag.com/2009/08/31/best-17-blogger-hacks-of-all-time
প্রশ্ন উত্তর:
১. css ডেফিনেশন বলতে এডিট এইচটিএমএল এর কোন জায়গাটিকে বুঝিয়েছেন আমি বুঝতে পারিনাই একটু পরিস্কার বুঝালে ভাল হতো।
উত্তর:
টেমপ্লেট কোডের ভেরিয়্যাবল ডিক্লারেশনের পরের অংশটাতে সাধারনত css কোড থাকে। এক এক টেমপ্লেটে এক এক জায়গায় থাকতে পারে। নিচের ছবিটির জায়গাটা বুঝানো হয়েছে-
২.।লেবেল এর ক্ষেত্রে যে লাইনটি মুছতে বলেছেন সে লাইনটি আমার এডিট এইচটিএমএল নেই।
না থাকলে কোড হাত না দিয়েই করতে পারবেন। লেবেল অপশনেই থাকতে পারে নিচের ছবিটি দেখুন। আনচেক করে,সেভ করুন
৩।হেডারে রেনডম ছবি বসাতে চাইলে কি এডিট এইচটিএমএলে কোড বসাতে হবে নাকিhtml/javascript এ যেয়ে কোড বসাতে হবে?
উত্তর: উভয়ই সম্ভব। যেটা আপনার কাছে ভাল মনে হয় সেটাই করতে পারেন। Image01URL এর জায়গায় ছবির লংক দিবেন।
৪.ট্যাগের মেঘ কিভাবে বানাবো সেটাও বুঝতে পারিনি।
" ট্যাগের মেঘ বানানো" লিংকটিতে ক্লিক করুন।
১. ব্লগার ব্যানার মুছে ফেলা
ব্লগারের ন্যাভ বার অনেকের কাছেই বাজে লাগে। এটি সরিয়ে ফেলা একেবারেই সহজ
পদ্ধতিটি হলো:
১. ব্লগারে লগইন করুন
২. ড্যাশবোর্ড থেকে Layout -->Edit HTML এ যান
৩. সবার উপরে CSS ডেফিনেশনে এই কোডটুকু লিখুন
#navbar-iframe { display: none !important; }সম্পুর্ণ কোড হবে এরকম
... <b:skin><![CDATA[/* ----------------------------------------------- Blogger Template Style Name: Rounders Designer: Douglas Bowman URL: http://www.stopdesign.com Date: 27 Feb 2004 Updated by: Blogger Team ----------------------------------------------- */
#navbar-iframe { display: none !important; }
/* Variable definitions ==================== <Variable name="mainBgColor" description="Main Background Color" type="color" default="#fff" value="#ffffff"> <Variable name="mainTextColor" description="Text Color" type="color" default="#333" value="#333333">
২.ট্যাগের মেঘ বানানো
এটা মূলত: লেবেল গুলোকে ট্যাগ আকারে প্রকাশ করার পদ্ধতি।৩.লেবেলের সংখ্যা মুছে ফেলা
পোস্টের সংখ্যা লেবেল প্রকাশ করা হয় ব্লগারে যা অনেকের কাছেই বাজে মনে হয়। এ থেকে মুক্তি পেতে এবং সুন্দর ক্যাটাগরির স্টাইলের লেবেল পেতে নিচের ধাপগুলো অনুসরন করুন।ক. ব্লগারে সাইন ইন করে dashboard » Layout » Edit html যান
খ. এই লাইনটি মুছে দিন
<span dir='ltr'>(<data:label.count/>)</span>
৩. হেডারে র্যানডম ছবি
ব্লগারে চাইলেই র্যানডম ব্যানার ছবি ব্যবহার করতে পারেন। যেখানে র্যানডম ছবি চান সেখানেনিচের কোড যুক্ত করুন।
<script type="text/javascript">
var banner= new Array()
banner[0]="Image01URL"
banner[1]="Image02URL"
banner[2]="Image03URL"
banner[3]="Image04URL"
banner[4]="Image05URL"
banner[5]="Image06URL"
banner[6]="Image07URL"
banner[7]="Image08URL"
banner[8]="Image09URL"
banner[9]="Image10URL"
var random=Math.floor(10*Math.random());
document.write("<style>");
document.write("#header {");
document.write(' background:url("' + banner[random] + '") no-repeat top left;');
document.write(" }");
document.write("</style>");
</script>
var banner= new Array()
banner[0]="Image01URL"
banner[1]="Image02URL"
banner[2]="Image03URL"
banner[3]="Image04URL"
banner[4]="Image05URL"
banner[5]="Image06URL"
banner[6]="Image07URL"
banner[7]="Image08URL"
banner[8]="Image09URL"
banner[9]="Image10URL"
var random=Math.floor(10*Math.random());
document.write("<style>");
document.write("#header {");
document.write(' background:url("' + banner[random] + '") no-repeat top left;');
document.write(" }");
document.write("</style>");
</script>
৪.ইমোটিকন ব্যবস্থাপনা
<head> সেকশনে নিচের কোডটুকু যুক্ত করুন, তাতেই হয়ে যাবে সব সমস্যার সমাধান<script src='http://aditya.vm.googlepages.com/addSmiley.js' type='text/javascript'></script>
৫.সামাজিক বুকমার্ক তালিকা তৈরী করা
নিচের কোডটুকু যুক্ত করতে হবে
<!-- Start of social bookmarks. Check http://tips-for-new-bloggers.blogspot.com/ for updates --><br/>কোথায় কোডটুকু যুক্ত করবেন?
<a expr:href='"http://digg.com/submit?phase=2&url=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank'><img alt='Digg' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/digg.gif'/></a>
<a expr:href='"http://technorati.com/faves?add=" + data:post.url' target='_blank'><img alt='Technorati' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/technorati.gif'/></a>
<a expr:href='"http://del.icio.us/post?url=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank'><img alt='del.icio.us' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/delicious.gif'/></a>
<a expr:href='"http://www.stumbleupon.com/submit?url=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank'><img alt='Stumbleupon' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/stumbleupon.gif'/></a>
<a expr:href='"http://reddit.com/submit?url=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank'><img alt='Reddit' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/reddit.gif'/></a>
<a expr:href='"http://www.blinklist.com/index.php?Action=Blink/addblink.php&Url=" + data:post.url + "&Title=" + data:post.title' target='_blank'><img alt='Blinklist' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/blink.gif'/></a>
<a expr:href='"http://www.furl.net/storeIt.jsp?t=" + data:post.title + "&u=" + data:post.url' target='_blank'><img alt='Furl' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/furl.gif'/></a>
<a expr:href='"http://www.spurl.net/spurl.php?url=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank'><img alt='Spurl' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/spurl.gif'/></a>
<a expr:href='"http://myweb2.search.yahoo.com/myresults/bookmarklet?t=" + data:post.title + "&u=" + data:post.url' target='_blank'><img alt='Yahoo' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/yahoo.gif'/></a>
<a expr:href='"http://www.simpy.com/simpy/LinkAdd.do?href=" + data:post.url + "&title=" + data:post.title' target='_blank'><img alt='Simpy' src='http://i191.photobucket.com/albums/z76/tipsfornewbloggers/simpy.gif'/></a><br/>
<!-- End of social bookmarks -->
<div class='post-body'>
<p><data:post.body/></p>
<div style='clear: both;'/> <!-- clear for photos floats -->
</div>
এখানে কোডটুকু যুক্ত করুন
<div class='post-footer'>
<p class='post-footer-line post-footer-line-1'>
৬.র্যানডম পোস্ট অপশন
ব্লগারে লগইন করে Blogger >> Layout >> Html/Javascript গিয়ে নিচের কোডটুকু পেস্ট করুন। র্যানডম পোস্টের উইজেট হয়ে যাবে।<script type="text/javascript">
var randarray = new Array();var l=0;var flag;
var numofpost=6;function randomposts(json){
var total = parseInt(json.feed.openSearch$totalResults.$t,10);
for(i=0;i < numofpost;){flag=0;randarray.length=numofpost;l=Math.floor(Math.random()*total);for(j in randarray){if(l==randarray[j]){ flag=1;}}
if(flag==0&&l!=0){randarray[i++]=l;}}document.write('<ul>');
for(n in randarray){ var p=randarray[n];var entry=json.feed.entry[p-1];
for(k=0; k < entry.link.length; k++){if(entry.link[k].rel=='alternate'){var item = "<li>" + "<a href=" + entry.link[k].href + ">" + entry.title.$t + "</a> </li>";
document.write(item);}}
}document.write('</ul>');}
</script>
<script src="/feeds/posts/default?alt=json-in-script&start-index=1&max-results=1000&callback=randomposts" type="text/javascript"></script>
৭.ড্রপ ডাউন লেবেল
ডেমো
নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. Layout->Edit Html এ যান
২. নিচের কোড খুজে নিন:
</head>৩. উপরের কোডের পর নিচের কোডটুকু পেস্ট করুন
<style>৪. মেনু যুক্ত করা:
#sddm
{ margin: 0;
padding: 0;
z-index: 30}
#sddm li
{ margin: 0;
padding: 0;
list-style: none;
float: left;
/*Font of menu top*/
font: bold 11px arial}
#sddm li a
{ display: block;
margin: 0 1px 0 0;
padding: 4px 10px;
/*width of each menu top*/
width: 60px;
/*background color of main menu*/
background: #5970B2;
/*text color of main menu*/
color: #FFFFFF;
text-align: center;
text-decoration: none}
#sddm li a:hover
{
/*background color of main menu on hover*/
background: #49A3FF}
#sddm div
{ position: absolute;
visibility: hidden;
margin: 0;
padding: 0;
/*background color of drop down menu */
background: #FFFFFF;
/*border of the drop down menu*/
border: 1px solid #5970B2}
#sddm div a
{ position: relative;
display: block;
margin: 0;
padding: 5px 10px;
width: auto;
white-space: nowrap;
text-align: left;
text-decoration: none;
/*background color of each menu element*/
background: #FFFFFF;
/*text color of each menu element*/
color: #2875DE;
/*font of each menu element*/
font: 11px arial}
#sddm div a:hover
{
/*background of each element on hover*/
background: #49A3FF;
/*font color of each menu item on hover*/
color: #FFFFFF}
</style>
<script type='text/javascript'>
var timeout = 500;
var closetimer = 500;
var ddmenuitem = 0;
// open hidden layer
function mopen(id)
{
// cancel close timer
mcancelclosetime();
// close old layer
if(ddmenuitem) ddmenuitem.style.visibility = 'hidden';
// get new layer and show it
ddmenuitem = document.getElementById(id);
ddmenuitem.style.visibility = 'visible';
}
// close showed layer
function mclose()
{
if(ddmenuitem) ddmenuitem.style.visibility = 'hidden';
}
// go close timer
function mclosetime()
{
closetimer = window.setTimeout(mclose, timeout);
}
// cancel close timer
function mcancelclosetime()
{
if(closetimer)
{
window.clearTimeout(closetimer);
closetimer = null;
}
}
// close layer when click-out
document.onclick = mclose;
</script>
ক. Layout>Page Elements এ যান
খ. Add Gadget এ ক্লিক করুন
গ. HTML/JAVASCRIPT সিলেক্ট করুন
ঘ.নিচের কোডটুকু সংযুক্ত করুন
ঙ. সেভ করুন
এ সব কিছুই অন্যের করা কাজ আমি মাত্র উপস্থাপনাকারী। শিরোনামের লিংকে ক্লিক করে মূল লেখাগুলো দিখতে পাবেন। লেখাটি পূর্বে এখানে প্রকাশ করা হয়েছে।
শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে। টিউটরিয়ালবিডির লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন। টুইটারেও অনুসরন করতে পারেন।
আরো জানতে
ঘ.নিচের কোডটুকু সংযুক্ত করুন
<ul id="sddm">Note: # চিহ্নিত যায়গায় মেনুটির লিংক দিন।
<li><a href="#"
onmouseover="mopen('m1')"
onmouseout="mclosetime()">Home</a>
<div id="m1"
onmouseover="mcancelclosetime()"
onmouseout="mclosetime()">
<a href="#">HTML Drop Down</a>
<a href="#">DHTML Menu</a>
<a href="#">JavaScript DropDown</a>
<a href="#">Cascading Menu</a>
<a href="#">CSS Horizontal Menu</a>
</div>
</li>
<li><a href="#"
onmouseover="mopen('m2')"
onmouseout="mclosetime()">Download</a>
<div id="m2"
onmouseover="mcancelclosetime()"
onmouseout="mclosetime()">
<a href="#">ASP Dropdown</a>
<a href="#">Pulldown menu</a>
<a href="#">AJAX Drop Submenu</a>
<a href="#">DIV Cascading Menu</a>
</div>
</li>
<li><a href="#">Order</a></li>
<li><a href="#">Help</a></li>
<li><a href="#">Contact</a></li>
</ul>
<div style="clear:both"></div>
ঙ. সেভ করুন
এ সব কিছুই অন্যের করা কাজ আমি মাত্র উপস্থাপনাকারী। শিরোনামের লিংকে ক্লিক করে মূল লেখাগুলো দিখতে পাবেন। লেখাটি পূর্বে এখানে প্রকাশ করা হয়েছে।
শেয়ার করুন: টুইটারে|ফেসবুকে। টিউটরিয়ালবিডির লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন। টুইটারেও অনুসরন করতে পারেন।
আরো জানতে
প্রশ্ন উত্তর:
১. css ডেফিনেশন বলতে এডিট এইচটিএমএল এর কোন জায়গাটিকে বুঝিয়েছেন আমি বুঝতে পারিনাই একটু পরিস্কার বুঝালে ভাল হতো।
উত্তর:
টেমপ্লেট কোডের ভেরিয়্যাবল ডিক্লারেশনের পরের অংশটাতে সাধারনত css কোড থাকে। এক এক টেমপ্লেটে এক এক জায়গায় থাকতে পারে। নিচের ছবিটির জায়গাটা বুঝানো হয়েছে-
২.।লেবেল এর ক্ষেত্রে যে লাইনটি মুছতে বলেছেন সে লাইনটি আমার এডিট এইচটিএমএল নেই।
না থাকলে কোড হাত না দিয়েই করতে পারবেন। লেবেল অপশনেই থাকতে পারে নিচের ছবিটি দেখুন। আনচেক করে,সেভ করুন
৩।হেডারে রেনডম ছবি বসাতে চাইলে কি এডিট এইচটিএমএলে কোড বসাতে হবে নাকিhtml/javascript এ যেয়ে কোড বসাতে হবে?
উত্তর: উভয়ই সম্ভব। যেটা আপনার কাছে ভাল মনে হয় সেটাই করতে পারেন। Image01URL এর জায়গায় ছবির লংক দিবেন।
৪.ট্যাগের মেঘ কিভাবে বানাবো সেটাও বুঝতে পারিনি।
" ট্যাগের মেঘ বানানো" লিংকটিতে ক্লিক করুন।
0 comments:
Post a Comment