Operator Logo কি ?

Operator Logo হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটি আপনার ফোনের Operator Name ( Robi , Grameen Phone , etc ) এর জায়গায় দেখাবে ।

কিভাবে এটি তৈরি করবেন ?

  • একটি পিকচার নিন , তার পর সেটিকে সরাসরি মেমোরি কার্ডে কপি করুন ( কোন ফোল্ডারে নয় ) । তারপর সেটিকে BlueFTP দিয়ে logo.oplc নামে রিনেম করুন ।
  • এখন Music Player open করুন এবং Music Menu / Options / Downloads / Go To Address এ যান
  • তারপর "rtsp:// " কেটে দিয়েকোনো Space ছাড়া লিখুন file:///e: /logo.oplc এবং Ok করুন এবং তারপর Exit করুন ।
  • এখন "Operator Logo Recieved. Show? Save? " এমন একটা মেসেজ দেখতে পাবেন ।
  • এটিকে Save করুন । কাজ শেষ ।
  • এবার দেখুন অপারেটরের নামের যায়গায় আপনার পিকচারটি ।
  • এটিকে বন্ধ করতে Phone Setting / Display Settings / Operator Logo / Off করে দেন ।
  • আর এটি বদলাতে logo.oplc টিকে অন্য একটি logo দিয়ে replace করুন ।
শুধু মাত্র NOKIA ফোনের জন্য , সব ফোনে কাজ নাও করতে পারে ।
ধন্যবাদ সবাইকে ।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER