জুমলার আজকের পর্বে স্বাগতম। আগের পর্বে মডিউল নিয়ে আলোচনা করা হয়েছে।
আজকের পর্বে প্লাগিন ইনস্টল এবং ব্যবহার পদ্ধতি দেখানো হবে।
জুমলায় তৈরীকৃত সাইটের বৈশিষ্ঠ্য পরিবর্তন বা বৃদ্ধি করতে অথবা নতুন
বিভিন্ন ফিচার যোগ করার জন্য প্লাগিন ব্যবহার করা যায়। প্লাগিন ব্যবহারের
মাধ্যমে অনেক কাজই সহজ হয়ে যায়। জুমলায় প্লাগিন ব্যবহারের জন্য তা প্রথমে
ডাউনলোড করে নিতে হবে। টেমপ্লেটের মতই প্লাগিনও বাণিজ্যিক, অবাণিজ্যিক অথবা
বিনামূল্যে হতে পারে। বিভিন্ন সাইট থেকেই প্লাগিন ডাউনলোড করা যায় তবে তা
আপনার ব্যবহৃত জুমলার সংষ্করনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
যাই হোক জুমলায় প্লাগিন বা টেমপ্লেট যেকোন কিছু ইনস্টল করার জন্য Extension
Manager ব্যবহার করা হয়। এডমিন প্যানেলের উপরে অবস্থিত Extension অংশে
কার্সর রাখলে ড্রপডাউন ম্যানুর ন্যায় তালিকা আসবে সেখান থেকে Extension
Manager সিলেক্ট করুন।
Extension
Manager এ প্লাগিন ইনস্টলের অপশন পাবেন। Upload Package File অংশে ব্রাউজে
ক্লিক করে ডাউনলোডকৃত প্লাগিনের ফাইলটি আপনার হার্ডডিস্ক থেকে সিলেক্ট করে
Upload & Install এ ক্লিক করলেই প্লাগিন ইনস্টল হয়ে যাবে।
প্লাগিন ব্যবস্থাপনা বা পরিচালনার জন্য ব্যবহার করা হয় Plugin Manager।
এখান থেকে আপনার সাইটে থাকা প্লাগিনগুলো দেখতে পাবেন। নতুন ইনস্টল করা
প্লাগিনও এখানে দেখতে পাবেন। কোন প্লাগিনটি সাইটে সক্রিয় আছে কোনটি বন্ধ
আছে তাও প্রদর্শিত হবে।
Plugin Manager এ যাওয়ার জন্য Extension অংশে কার্সর রেখে Plugin Manager এ
ক্লিক করলেই Plugin Manager দেখতে পাবেন।
যেই প্লাগিনের পাশে সবুজ্ রঙয়ের সঠিক চিহ্ন দেয়া আছে সেগুলো সক্রিয় আর
যেগুলোর পাশে লাল রঙয়ের গোল চিহ্ন সেগুলো বন্ধ প্লাগিন।
কোন বন্ধ থাকা প্লাগিন সক্রিয় করতে চাইলে প্লাগিনের পাশে চেকবক্স ক্লিক করে
Enable এ ক্লিক করুন। তাহলে প্লাগিন সক্রিয় হয়ে যাবে। আবার কোন সক্রিয়
প্লাগিন বন্ধ করতে চাইলে সেই প্লাগিনের পাশে চেকবক্স ক্লিক করে Disable এ
ক্লিক করুন। তাহলে সক্রিয় প্লাগিনটি বন্ধ হয়ে যাবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment