জুমলার এই পর্বে সবাইকে স্বাগতম। আগের পর্বে আমরা জুমলায় প্লাগিন ইনস্টল এবং পরিচালনা প্রক্রিয়া দেখেছিলাম। জুমলায় তৈরী একটি সাইট তৈরীর জন্য বেসিক বিষয়সমূহ এতটুকুই যথেষ্ট। আশাকরি এর মাধ্যমে আপনি আপনার সাইট সফলভাবে পরিচালনা করতে পারবেন। আমরা জুমলা ইনস্টলের সময় দেখেছিলাম জুমলায় ইনস্টলেশন ম্যানুয়াল বাংলা পাওয়ার সুবিধা আছে। কিন্তু সেটা শুধু ইনস্টলেশন পর্যন্তই সীমাবদ্ধ। জুমলার অন্যতম সুবিধা হচ্ছে আপনি জুমলার মাধ্যমে একটি বাংলা সাইটও পরিচালনা করতে পারবেন। শুধুমাত্র বাংলা নয়, জুমলায় মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকার কারনে আরো অনেক ভাষাতেই জুমলায় সাইট তৈরী করা যায়। আজকের এই পর্বে আমরা দেখব জুমলায় কিভাবে অন্যভাষা ব্যবহার করা যায়। অন্যভাষা হিসেবে আমরা বাংলা ভাষা দেখব। জুমলায় ভাষা পরিবর্তন এবং পরিচালনার জন্য ব্যবহার করা হয় “Language Manager”। এডমিন প্যানেলে লগিনের পর Language Manager এ ক্লিক করলে জুমলা সাইটে ব্যবহৃত ভাষাটি দেখা যাবে। এখান থেকে আপনি আপনার সাইটের ভাষাটি দেখতে পাবেন এবং সেটি হচ্ছে English (United Kingdom). এখন আমরা সাইটে বাংলা ভাষা যোগ করব। এরজন্য প্রথমে যা করতে হবে জুমলার জন্য “Benglai (Bangladesh) Translation” প্যাক ডাউনলোড করে সাইটে ইনস্টল করতে হবে। এটি ডাউনলোড করতে পারবেন এখান থেকেডাউনলোড হয়ে গেলে সেটি সাইটে ইনস্টল করতে হবে। এরজন্য প্রথমেই এডমিন প্যানেলে Extension Manager এ চলে যেতে হবে। এখানে Upload Package File অংশে Browse এ ক্লিক করে ডাউনলোডকৃত ফাইলটি নির্বাচন করে Upload & Install এ ক্লিক করলেই ফাইলটি ইনস্টল হয়ে যাবে। এখন Language Manager এ ইনস্টলকৃত ভাষাটি অর্থাৎ বাংলা ভাষা প্রদর্শিত হবে। সাইটের ভাষা বাংলা ভাষায় পরিবর্তন করতে হলে Language Manager এ Bengali (Bangladesh) এর পাশে রেডিও বাটন এ ক্লিক করে Default বাটনে ক্লিক করলেই ভাষা পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি আপনার সাইটে বাংলা ভাষা দেখতে পাবেন নিচের মত করে – উল্লেখ্য যে সাইটের কন্টেন্ট অপরিবর্তিতই থাকবে। সেগুলো আপনাকে নিজেই বাংলাভাষায় তৈরী করতে হবে।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER