সবাইকে স্বাগতম। জুমলার পূর্ববর্তী পর্ব সমূহে জুমলা সেটআপ এবং এর ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড এর সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এই পর্বে আপনার সাইটে জুমলা ব্যবহারের জন্য প্রাথমিক কিছু সেটিংসের এর সাথে পরিচয় করিয়ে দেয়া হবে যা জুমলায় গ্লোবাল কনফিগারেশন (Global Configuration) নামে পরিচিত। সেটিংস ঠিক করা জন্য প্রথমেই এডমিন প্যানেলে লগিন করতে হবে। এরপর “Global Configuration” লেখা অংশটিতে ক্লিক করতে হবে।
নতুন লোড হওয়া পেজে বিভিন্ন ট্যাব দেখা যাবে যেখান বিভিন্ন প্রকার সেটিংস এর পেজসমূহ দেখানো হবে।
  ডিফল্ট অবস্থায় Site এর বিভিন্ন সেটিংস দেখানো হবে। প্রথমে দেখতে পাবেন কিছু প্রাথমিক সাইট সেটিংস। Site Name এ আপনি আপনার সাইটের নামটি পরিবর্তন করতে পারবেন। সাময়িকভাবে সাইটকে সাধারন ভিজিটরদের থেকে দূরে রাখতে অর্থাৎ অফলাইনে রাখতে চাইলে সেটাও নির্দিষ্ট করে দিতে পারে “Site Offline” অংশে এবং অফলাইন থাকাকালীন অবস্থায় কি মেসেজ ও ছবি প্রদর্শন করবে তা নির্দিষ্ট করে দিতে পারেন Offline Message এবং Offline Image থেকে। এছাড়া পরিবর্তন করতে Default Editor (যেই এডিটর ব্যবহার করে সাইটে লেখা লিখবেন), Default Captcha (সাইটে ক্যাপচা প্রদর্শনের জন্য), Default Access Level (কি ধরনের ব্যাবহারকারী সাইটে প্রবেশাধিকার পাবে) ইত্যাদি। এরপর ডানপাশের অংশে দেখতে পাবেন SEO Setting যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করার জন্য ব্যবহৃত হয়। এখানে সার্চ ইঞ্জিনের সহায়ক বিভিন্ন সেটিংস ঠিক করে দিতে পারেন। নিচের অংশে আছে মেটা ট্যাগ যোগ করার সেটিংস। Site Meta Description অংশে সাইটের মেটা ট্যাগ সম্পর্কিত বিষয়সমূহ ঠিক করে দিতে পারেন যেমন সাইটের মেটা ডেস্ক্রিপশন এবং কীওয়ার্ড ট্যাগ যোগ করা ইত্যাদি। পরের সেটিংস পেজ হচ্ছে System সেটিংস। ট্যাব থেকে System এ ক্লিক করুন। এখান থেকে সাইটের ক্যাশ, সেশান ও ডিবাগ সংক্রান্ত সেটিংস ঠিক করে দিতে পারেন। পরবর্তী সেটিংস পেজ হচ্ছে Sever সেটিংস। এখান থেকে আপনার ওয়েবসাইটের সার্ভার সংক্রান্ত বিভিন্ন সেটিং পরিবর্তন করতে পারেন। এখানে আপনার সাইটের Temp ফোল্ডার, এরর রিপোর্ট, SSL লাগবে কিনা ইত্যাদি ঠিক করে দিতে পারেন Server Settings অংশ থেকে। Location Settings থেকে সার্ভারের টাইম জোন নির্দিষ্ট করে দিতে পারেন। এফটিপির মাধ্যমে ফাইল ট্রান্সফারের জন্য এর বিভিন্ন সেটিং দিতে পারেন FTP Setting অংশে। ডাটাবেজের তথ্য পরিবর্তন করতে পারেন ডানপাশে থাকা Database Settings অংশে। সাইটের ইমেইল সেটিংশ ঠিক করে দিতে পারেন Mail Settings এ। এরপরের সেটিংস পেজ হচ্ছে Permission, এখান থেকে সাইটের বিভিন্ন ইউজারদের সাইটের বিভিন্ন অংশ ব্যবহারের অধিকার ঠিক করে দেয়া যায়। এরপরের সেটিংস হচ্ছে Text Filters যেখান থেকে বিভিন্ন ইউজারদের টেক্স ফিল্টিংয়ে ব্যবহার করতে পারেন।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER