সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে জুমলার একটি গুরুত্বপূর্ন বিষয় আলোচনা করব।
বিষয়টি হচ্ছে সাইটের মেনু পরিচালনা। একটি সাইটের সাইডবার কিংবা অন্য কোন
জায়গায় বেশ কিছু মেনু থাকে।
যেমন জুমলা ইনস্টলের সময় যদি আপনি সেম্পল ডাটা ইনস্টল করে থাকেন তাহলে আপনি
সাইটে নিজ থেকে তৈরী বেশ কিছু মেনু দেখতে পাবেন।
যদি সেম্পল ডাটা ইনস্টল না করেন তাহলে দেখতে পাবেনশুধু একটি মেনু যেখানে শুধু হোমপেজ প্রদর্শন করা হচ্ছে। জুমলার এই সকল মেনু পরিচালনা করা এডমিন প্যানেলের Menu Manager অংশে। তাই প্রথমেই এডমিন প্যানেলে লগিন করে Menu Manager এ ক্লিক করুন।
আপনি যদি স্যাম্পল ডাটা ইনস্টল করে থাকেন তবে বেশ আপনার সাইটে থাকা বিভিন্ন পজিশনের মেনুগুলো প্রদর্শন করবে।
যদি না করে থাকেন তবে একটি মাত্র মেনু থাকবে এবং সেটাই প্রদর্শিত হবে।
যদি কোন মেনু পরিবর্তন করতে চান তবে সেই মেনুর পাশে থাকা চেকবক্সে ক্লিক করে উপরে Edit বাটনে ক্লিক করুন। আর যদি মেনুর মধ্যে থাকা লিঙ্কগুলো পরিবর্তন করতে চান তবে সেই মেনুতে ক্লিক করলে লিঙ্কগুলো দেখতে পাবেন। যেই লিঙ্কটি পরিবর্তন করতে চান সেই লিঙ্ক ক্লিক করে পরিবর্তন করতে পারেন তবে পরিবর্তন করা হয়ে গেলে Save & Close এ ক্লিক করতে হবে। ধরুন আমরা সাইটের সাইডবারে একটি নতুন মেনু তৈরী করতে চাই যা মেইন মেনুর নিচে অবস্থান করবে। এর জন্য প্রথমে নতুন মেনু তৈরী করে নিতে হবে। Menu Manager এ প্রবেশ করে New তে ক্লিক করলে নতুন মেনু তৈরী পেজ আসবে।
Title এ আপনার মেনুটির নাম দিন। Menu Type এবং Description এ নিজের ইচ্ছামত একটি মেনু টাইপ ও ডেস্ক্রিপশন টাইপ করুন। এরপর উপরে থাকা Save & Close বাটনে ক্লিক করতে হবে। আমাদের মেনু তখন তৈরী হয়ে যাবে।
কিন্তু মেনুটি সাইটের কোথায় প্রদর্শন করবে তা এখনো নির্বাচন করা হয়নি। এটি করার জন্য তৈরীকৃত মেনু বরাবর লিস্টের ডানপাশে থাকা Add a module for this menu type ক্লিক করুন।
এখানে Title এ মেনু টাইটেল দিন। এই পেজে Position লেখা টেক্সট বক্স এর পাশে Select Position এ ক্লিক করুন। নিচের মত দেখান একটি পেজ আসবে যেখান থেকে মেনুর অবস্থান নির্বাচন করতে হবে। যেহেতু আমরা সাইডবারে মেইন মেনুর নিচে আরেকটি মেনু তৈরী করব তাই লিস্ট থেকে position-7 নির্বাচন করব। কোন পজিশন সাইটে কোথায় প্রদর্শন করবে তা পাশেই লেখা থাকে। যাই হোক position-7 এ ক্লিক করে Save & Close বাটনে ক্লিক করলে মেনুর অবস্থান ঠিক হয়ে যাবে এবং সংশ্লিষ্ট মেনুর জন্য একটি মডিউল তৈরী হবে। এখন আমরা এই মেনুতে একটি পেজ তৈরী করব। এই জন্য Menu Manager থেকে তৈরীকৃত মেনুতে ক্লিক করে নতুন পেজ তৈরীকরার জন্য New এ ক্লিক করতে হবে। তাহলে নতুন পেজ তৈরী জন্য একটি ফরম আসবে।
এখানে Menu Item Type টেক্সট বক্সের পাশে Select বাটনে ক্লিক করলে একটি লিস্ট আসবে যেখান থেকে পেজে কি আইটেম প্রদর্শন করাতে চাই সেটা নির্বাচন করতে পারব।
ধরুন আমরা ইউজার রেজিষ্ট্রেশনের ফর্ম সম্পন্ন একটি পেজ তৈরী করব। সেজন্য লিস্ট থেকে Users Managers এ Registration Form ক্লিক করুন। এখন এখান থেকে আর কিছু পরিবর্তন না করলেও চলবে তবে এসইও এর জন্য পেজে আলাদা মেটা ডাটা যোগ করতে চান তবে ডানপাশে থাকা Metadata Options ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেটাডাটা যোগ করতে পারেন। ইচ্ছা করলে অন্যান্য বিষয়গুলো নিজের প্রয়োজনমত পরিবর্তন করতে পারেন যেমন ব্রাউজারে আলাদা টাইটেল প্রদর্শন করাতে চাইলে Page Display Option এ তা যোগ করে দিতে পারেন। এরপর Save & Close বাটনে ক্লিক করলে আমাদের মেনুর জন্য একটি পেজ তৈরী হয়ে যাবে।
সাইটে ভিজিট করে সাইডবার থেকে পেজটি দেখতে পারেন। পেজে ক্লিক করলে ইউজার রেজিস্ট্রেশন ফরম চলে আসবে।
0 comments:
Post a Comment