সবাইকে সালাম ও ভালোবাসা জানাই।
আশা করি ভালো আছেন।
আপনারা ফেসবুক ও আরো যে সকল গন মাধ্যম আছে তার মাধ্যমে জেনে গেছেন ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ও ইন্ডিয়ার সাইবার যুদ্ধ।
সীমান্তে নিরিহ বাংলাদেশী হত্যার প্রতিবাদে বাংলাদেশী হ্যাকার’রা ইন্ডিয়ান সরকারের প্রতি মেসেজ দেয় বেশ কিছু সাইট হ্যাক করে। সেখানে মুলত বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকারদেরই বেশি দেখা যায়।
এর প্রতিবাদে বাংলাদেশ সাইবার স্পেস ধ্বংস করার হুমকি দেয় ইন্ডিয়ান সাইবার আর্মি সহ ওদের বেশ কয়েকটি হ্যাকার টিম। তারা বাংলাদেশ পুলিশ এর ওয়েব সাইট সহ আরো বেশ কিছু সাইট হ্যাক করে।
যুদ্ধ ঘোষনা দেয় বাংলাদেশ হ্যাকার টিমগুলো। মত ও চিন্তার অমিল থাকলেও বাংলাদেশ এর হ্যাকার টিমগুলো একত্রিত হয়ে আজ সন্ধ্যা থেকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইন্ডিয়ার উপর। প্রথম দিকে শ’খানেক বাংলাদেশী সাইট হ্যাক করলেও এখন চুপসে পড়েছে তারা।
এদিকে বাংলাদেশ এর ‘বাংলাদেশ সাইবার আর্মি’’ ও ‘’বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’’ টিম দুটি
ইন্ডিয়ান হাইকোর্ট,আইটি, লাইব্রেরিসহ প্রায় আট হাজার সাইট হ্যাক করে ফেলেছে।
এই ঘটনায় আসলে দু’টি ব্যাপার আমাদের সামনে এসেছে।
> বাংলাদেশের মানূষ মাথা নিচু করে বাঁচতে পারেনা
>> যত মতের অমিল হোক, দেশের জন্য আমরা সব কিছু করতে পারি।
সতর্কতাঃ
> ইন্ডিয়ার সাইট হ্যাক হচ্ছে শুধু এই খুশিতে থাকলেই হবেনা। আমাদের নিজেদের সতর্ক হতে হবে।।

যে সব সাইট মালিক আছেন, দয়া করে আপনার সাইটের ব্যাকআপ রাখুন  নিয়মিত বিরতিতে।

> শক্তিশালী পাসওয়ার্ড দিন সাইটে।
সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন।

0 comments:

Post a Comment

Blogroll

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER

Blogger news

About

E COMMERCE

BANGLA PAPER

ENGLISH PAPER